ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

যুক্তরাষ্ট্রে এবার দুই প্লেনের সংঘর্ষ, নিহত ১


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-২-২০২৫ রাত ১০:১

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার স্কটসডেলে একটি প্লেন দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে স্কটসডেল মিউনিসিপ্যাল বিমানবন্দরে অবতরণের সময় গায়ক ভিন্স নিলের মালিকানাধীন একটি বিজনেস জেটের সঙ্গে আরেকটি প্লেনের সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। ফেডারেল এভিয়েশন প্রশাসনের (এফএএ) তথ্য অনুযায়ী, লিয়ারজেট ৩৫এ মডেলের প্লেনটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে পার্ক করা একটি গালফস্ট্রিম ২০০ বিজনেস জেটের সঙ্গে ধাক্কা খায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণের সময় ছোট প্লেনটির বামদিকের প্রধান ল্যান্ডিং গিয়ার কাজ না করায় এই দুর্ঘটনা ঘটে। গায়ক ভিন্স নিল নিজে প্লেনটিতে ছিলেন না বলে জানিয়েছেন তার মুখপাত্র। প্লেনটি টেক্সাসের অস্টিন থেকে স্কটসডেলে যাচ্ছিল।
স্কটসডেল ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ডেভ ফোলিও জানিয়েছেন, দুর্ঘটনার পর পাঁচজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। তিনজনকে হাসপাতালে নেওয়া হয় এবং একজন চিকিৎসা নিতে অস্বীকৃতি জানান। মোটলি ক্রু ব্যান্ডের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নিহত ব্যক্তি ছিলেন প্লেনের পাইলট। প্লেনটিতে ভিন্স নিলের প্রেমিকা ও তার এক বন্ধুও ছিলেন এবং তারা আহত হয়েছেন।
তবে পরে পোস্টটি সরিয়ে নতুন এক বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে কারা আহত বা নিহত হয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট কিছু উল্লেখ করা হয়নি। নতুন বিবৃতিতে জানানো হয়, প্লেনটিতে চারজন ছিলেন—দুইজন পাইলট ও দুইজন যাত্রী। বিবৃতিতে আরও বলা হয়, এই দুর্ঘটনার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। তদন্ত চলছে। ভিন্স নিল সংশ্লিষ্ট সবার প্রতি সমবেদনা জানিয়েছেন এবং উদ্ধারকর্মীদের দ্রুত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দুর্ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি)।

 

Aminur / Aminur

বিস্ফোরণে বাস পুড়ে গেছে

ইসরায়েলে তিন বাসে বিস্ফোরণ

নিরাপত্তার জন্য ইউরোপ আর যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে না

কানাডায় ৮০ আরোহী নিয়ে অবতরণের সময় উল্টে গেল বিমান

বলিভিয়ায় সড়ক থেকে ছিটকে ৮০০ মিটার নিচে পড়ল বাস, নিহত অন্তত ৩১

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আল-কায়েদা নেতা নিহত

যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি-বন্যায় নিহত ৯, বিদ্যুৎহীন ৪ লাখ মানুষ

বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতায় অর্থায়ন বাতিল করল যুক্তরাষ্ট্র

‘হাসিনার পালানো’ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভুল প্রশ্ন

৩৬৯ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল

যুক্তরাষ্ট্রে ২৬ দিনে চাকরি হারিয়েছেন প্রায় ১০ হাজার সরকারি কর্মী

বাংলাদেশ নিয়ে প্রশ্ন, যা বললেন ট্রাম্প

ট্রাম্প-পুতিনের ফোনালাপের পর রাশিয়া বলছে, ইউরোপের সময় শেষ

যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের ক্রোধ এড়ানোর দিকে নজর মোদির