ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

‘ভর্তিচ্ছুদের সহায়তায় চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি, চলছে বিনামূল্যে পানি সরবরাহ’


শহীদুল্লাহ মনসুর, জাবি photo শহীদুল্লাহ মনসুর, জাবি
প্রকাশিত: ১২-২-২০২৫ দুপুর ১২:৪৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আগত ভর্তিচ্ছুদের আবাসন সহায়তা, প্রয়োজনীয় তথ্য প্রদান, মোবাইল, ব্যাগ, মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ মালামাল সংরক্ষণের মতো ব্যতিক্রমী কিছু কর্মসূচি পরিচালনা করছে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি। এছাড়াও, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পানি বিতরণ করছে সংগঠনটি।

গত ৯ ফেব্রুয়ারি (রবিবার) থেকে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। শুরুর দিন থেকেই বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সন্নিকটে ‘চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির’ উদ্যোগে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের সহায়তার মহৎ উদ্দেশ্যে সংগঠনটি এই অনন্য উদ্যোগ নিয়েছে।

সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান বলেন, **“আমরা প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও চট্টগ্রামের শিক্ষার্থীদের এবং অভিভাবকদের কল্যাণে কাজ করে যাচ্ছি। এবার আমরা একটি নতুন মাত্রা যোগ করেছি, যার অংশ হিসেবে বিনামূল্যে খাবার পানি প্রদান করছি। প্রতিদিন আমাদের এই সেবা অব্যাহত থাকবে, যা সব পরীক্ষার্থীর জন্য উন্মুক্ত।

তিনি আরও বলেন, এই সেবামূলক কাজে সহযোগিতা করেছে জন্য 'মুসকান ড্রিংকিং ওয়াটার’। তাদের প্রতি আমদের বিশেষ কৃতজ্ঞতা। পাশাপাশি চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসনের প্রতিও কৃতজ্ঞতা জানাই। আমাদের সেবামূলক কাজে পাশে আছেন শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী এবং পরিচিতজন, যারা অনুদান দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। আশা করছি, আগামীতেও তাদের পাশে পাবো।’

উল্লেখ্য, চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকেই এ ধরনের সেবা দিয়ে আসছে। সংগঠনের স্বেচ্ছাসেবীরা এ কার্যক্রম তত্ত্বাবধান করছেন সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি সুজয় মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর মাহতাব ও অন্যান্য সদস্যরা। 

এমএসএম / এমএসএম

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক