ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

‘ভর্তিচ্ছুদের সহায়তায় চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি, চলছে বিনামূল্যে পানি সরবরাহ’


শহীদুল্লাহ মনসুর, জাবি photo শহীদুল্লাহ মনসুর, জাবি
প্রকাশিত: ১২-২-২০২৫ দুপুর ১২:৪৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আগত ভর্তিচ্ছুদের আবাসন সহায়তা, প্রয়োজনীয় তথ্য প্রদান, মোবাইল, ব্যাগ, মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ মালামাল সংরক্ষণের মতো ব্যতিক্রমী কিছু কর্মসূচি পরিচালনা করছে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি। এছাড়াও, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পানি বিতরণ করছে সংগঠনটি।

গত ৯ ফেব্রুয়ারি (রবিবার) থেকে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। শুরুর দিন থেকেই বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সন্নিকটে ‘চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির’ উদ্যোগে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের সহায়তার মহৎ উদ্দেশ্যে সংগঠনটি এই অনন্য উদ্যোগ নিয়েছে।

সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান বলেন, **“আমরা প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও চট্টগ্রামের শিক্ষার্থীদের এবং অভিভাবকদের কল্যাণে কাজ করে যাচ্ছি। এবার আমরা একটি নতুন মাত্রা যোগ করেছি, যার অংশ হিসেবে বিনামূল্যে খাবার পানি প্রদান করছি। প্রতিদিন আমাদের এই সেবা অব্যাহত থাকবে, যা সব পরীক্ষার্থীর জন্য উন্মুক্ত।

তিনি আরও বলেন, এই সেবামূলক কাজে সহযোগিতা করেছে জন্য 'মুসকান ড্রিংকিং ওয়াটার’। তাদের প্রতি আমদের বিশেষ কৃতজ্ঞতা। পাশাপাশি চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসনের প্রতিও কৃতজ্ঞতা জানাই। আমাদের সেবামূলক কাজে পাশে আছেন শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী এবং পরিচিতজন, যারা অনুদান দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। আশা করছি, আগামীতেও তাদের পাশে পাবো।’

উল্লেখ্য, চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকেই এ ধরনের সেবা দিয়ে আসছে। সংগঠনের স্বেচ্ছাসেবীরা এ কার্যক্রম তত্ত্বাবধান করছেন সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি সুজয় মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর মাহতাব ও অন্যান্য সদস্যরা। 

এমএসএম / এমএসএম

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ

ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ

জ্ঞানার্জন করো কিন্তু জ্ঞানপাপী হইও না: বাউবি উপাচার্য ড. ওবায়দুল ইসলাম

কর্মক্ষেত্রের দাবিতে ইবি লোক প্রশাসন বিভাগের মানববন্ধন