ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

জবিতে ১৪৮ কোটি টাকার বাজেট পাস


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৭-৯-২০২১ দুপুর ১০:৪৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২০২২ অর্থবছরের ১৪৮ কোটি ৮৭ লাখ টাকার বাজেট পাস করা হয়েছে। গবেষণা খাতকে অগ্রাধিকার দিয়ে এবারের বাজেট পাস করা হয়। এছাড়াও অনলাইন পরীক্ষার নীতিমালাও পাস করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেট সভায় এ বাজেট পাস হয়েছে।

এ সভায় ২০২১-২২ অর্থবছরের জন্য ১৪৮ কোটি ৮৭ লাখ টাকার মূল (রাজস্ব) বাজেট পাস করা হয়েছে এবং ২০২০-২১ অর্থবছরের  ১২৮ কোটি ৬ লক্ষ ৪৫ হাজার টাকার সংশোধিত বাজেটও পাস করা হয়। এবারকার বাজেটে গবেষণা খাতকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। এখাতেই সবচেয়ে বেশি ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা এর আগের অর্থবছরে (২০২০-২১) ছিল মাত্র ২ কোটি টাকা। 

এছাড়াও অন্যান্য খাতের মধ্যে আবর্তক অনুদান (শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের  বেতন ও ভাতাদি) খাতে ৯৮ কোটি ৩৭ লক্ষ টাকা, মূলধন অনুদান (যন্ত্রপাতি, যানবাহন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অন্যান্য অনুদান) খাতে ৮ কোটি ৪৬ লক্ষ, পণ্য ও সেবা সহায়তা খাতে ৩২ কোটি ৯০ লক্ষ টাকা, পেনশন ও অবসর সুবিধা খাতে ২ কোটি ৩০ লক্ষ টাকা, অন্যান্য অনুদান খাতে ১ কোটি ৮৪ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ অর্থ বছরে ১৫৭ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব বাজেট পাস করা হয়েছিল। এর মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বরাদ্দ ছিল ১২০ কোটি ১৫ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ছিল ১৮ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরের বাজেটে ঘাটতি ছিল ২২ কোটি ৬৫ লাখ টাকা। ঘাটতি অর্থ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে সম্পূরক বাজেট প্রস্তাবে চাওয়া হয়েছিল। যা এবারের সিন্ডিকেট সভায় সংশোধন করে ১২৮ কোটি ৬ লক্ষ ৪৫ হাজার টাকার বাজেট আকারে সংশোধন করে পাস করা হয়।

এছাড়াও এবারের  সিন্ডিকেট সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা গ্রহণের নীতিমালার অনুমোদন দেওয়া হয়েছে।  মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের  সকল অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যানদের সাথে সভা শেষে পরীক্ষার তারিখ ও অন্যান্য বিষয়াদি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন উপাচার্য।

এ সময় সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, সিন্ডিকেটের অন্যান্য সদস্যবৃন্দ ও সচিব রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়াও কয়েকজন সিন্ডিকেট সদস্য অনলাইন প্লাটফর্মের মাধ্যমে সিন্ডিকেট সভায় সংযুক্ত ছিলেন।

জামান / জামান

ইবি'র তিন বিভাগে ৩০ আসন বৃদ্ধি

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ