ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

জবিতে ১৪৮ কোটি টাকার বাজেট পাস


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৭-৯-২০২১ দুপুর ১০:৪৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২০২২ অর্থবছরের ১৪৮ কোটি ৮৭ লাখ টাকার বাজেট পাস করা হয়েছে। গবেষণা খাতকে অগ্রাধিকার দিয়ে এবারের বাজেট পাস করা হয়। এছাড়াও অনলাইন পরীক্ষার নীতিমালাও পাস করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেট সভায় এ বাজেট পাস হয়েছে।

এ সভায় ২০২১-২২ অর্থবছরের জন্য ১৪৮ কোটি ৮৭ লাখ টাকার মূল (রাজস্ব) বাজেট পাস করা হয়েছে এবং ২০২০-২১ অর্থবছরের  ১২৮ কোটি ৬ লক্ষ ৪৫ হাজার টাকার সংশোধিত বাজেটও পাস করা হয়। এবারকার বাজেটে গবেষণা খাতকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। এখাতেই সবচেয়ে বেশি ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা এর আগের অর্থবছরে (২০২০-২১) ছিল মাত্র ২ কোটি টাকা। 

এছাড়াও অন্যান্য খাতের মধ্যে আবর্তক অনুদান (শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের  বেতন ও ভাতাদি) খাতে ৯৮ কোটি ৩৭ লক্ষ টাকা, মূলধন অনুদান (যন্ত্রপাতি, যানবাহন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অন্যান্য অনুদান) খাতে ৮ কোটি ৪৬ লক্ষ, পণ্য ও সেবা সহায়তা খাতে ৩২ কোটি ৯০ লক্ষ টাকা, পেনশন ও অবসর সুবিধা খাতে ২ কোটি ৩০ লক্ষ টাকা, অন্যান্য অনুদান খাতে ১ কোটি ৮৪ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ অর্থ বছরে ১৫৭ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব বাজেট পাস করা হয়েছিল। এর মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বরাদ্দ ছিল ১২০ কোটি ১৫ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ছিল ১৮ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরের বাজেটে ঘাটতি ছিল ২২ কোটি ৬৫ লাখ টাকা। ঘাটতি অর্থ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে সম্পূরক বাজেট প্রস্তাবে চাওয়া হয়েছিল। যা এবারের সিন্ডিকেট সভায় সংশোধন করে ১২৮ কোটি ৬ লক্ষ ৪৫ হাজার টাকার বাজেট আকারে সংশোধন করে পাস করা হয়।

এছাড়াও এবারের  সিন্ডিকেট সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা গ্রহণের নীতিমালার অনুমোদন দেওয়া হয়েছে।  মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের  সকল অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যানদের সাথে সভা শেষে পরীক্ষার তারিখ ও অন্যান্য বিষয়াদি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন উপাচার্য।

এ সময় সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, সিন্ডিকেটের অন্যান্য সদস্যবৃন্দ ও সচিব রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়াও কয়েকজন সিন্ডিকেট সদস্য অনলাইন প্লাটফর্মের মাধ্যমে সিন্ডিকেট সভায় সংযুক্ত ছিলেন।

জামান / জামান

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ

ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ

জ্ঞানার্জন করো কিন্তু জ্ঞানপাপী হইও না: বাউবি উপাচার্য ড. ওবায়দুল ইসলাম