চার বছরেও উদ্বোধন হয়নি জাককানইবির দুই হল

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নবনির্মিত 'বঙ্গবন্ধু' ও 'বঙ্গমাতা' হল দুটির কাজ সম্পন্ন হলেও চালু করার আশ্বাসে কেটে গেল প্রায় ৪ বছর। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে হল দুটি চালু করার আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ৪২ মাস অতিবাহিত হলেও বাস্তবে দেখা যায়নি কোনো অগ্রগতি।
বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ৭ হাজার। বিপরীতে হল রয়েছে ২টি (অগ্নি-বীণা, দোলন-চাঁপা), যেখানে আসন সংখ্যা ৪২৮টি। নির্মাণকাজ সম্পন্ন হওয়া নতুন হলের আসন সংখ্যা প্রায় ৫ হাজার। হল দুটি চালু হলে শতকরা ৮০ ভাগ শিক্ষার্থীর আবাসন সমস্যার সমাধান হবে বলেও জানা গেছে৷ তবে হল চালুর বিষয়ে বারবার আশ্বাস দেয়া হলেও কথা রাখতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ রয়েছে। বিগত বছরগুলোর বিভিন্ন সময়ে আবাসন সংকট নিরসন চেয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। প্রতিবারই উপাচার্যের আশ্বাস পেয়ে আন্দোলন থেকে শিক্ষার্থীরা সরে আসেন।
বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী তাসলিমা জিনিয়া বলেন, আমরা নতুন কোনো ক্যালেন্ডারে যেতে চাই না। ১ নভেম্বরের মধ্যেই আমরা আমাদের নবনির্মিত দুটি হল চালু চাই।
বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী মো. ফাহাদ বিন সাঈদ বলেন, প্রায় ৪ বছর ধরে হল চালুর আশ্বাস দিয়ে এলেও বস্তুত তা বায়বীয় আলাপ মনে হচ্ছে। শিক্ষার্থীরা বাইরের বিভিন্ন ছাত্রাবাসে থাকছেন এবং অনেক শিক্ষার্থী ময়মনসিংহ শহরে অবস্থান করছেন, যা শিক্ষার্থীদের জন্য নিরাপদ নয়। এর বাস্তব প্রমাণ হলো গত বছর আমাদের বন্ধু তৌহিদের নির্মমভাবে খুন হওয়া। আমরা অনতিবিলম্বে আমাদের নতুন হল দুটি চালু দেখতে চাই। নয়তো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব জানান, চলতি বছরের নভেম্বরের আগেই হল দুটি চালু করে দেয়া হবে।
হল চালুর বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. হুমায়ুন কবীর বলেন, করোনা মহামারীর কারণে সবকিছুই বন্ধ আছে। হলগুলোর বিভিন্ন সেক্টরে জনবল নিয়োগের চেষ্টা চলছে। সরকারি ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খোলার পরপরই নতুন হল দুটি খুলে দেয়ার পরিকল্পনা রয়েছে।
জামান / জামান

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া
