জাবিতে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতার আয়োজন

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত হচ্ছে "বদর দিবস কুইজ প্রতিযোগিতা–২০২৫"। আগামী ১৮ মার্চ ২০২৫ (১৭ রমজান ১৪৪৬ হিজরি, মঙ্গলবার) দুপুর ২টায় অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেইজে প্রতিযোগিতার লিংক প্রকাশ করা হবে, যা দুপুর ২টা থেকে ২:২৫ মিনিট পর্যন্ত উন্মুক্ত থাকবে। অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রথম ৫০ জনকে পুরস্কৃত করা হবে।
এবারের কুইজ প্রতিযোগিতার জন্য নির্ধারিত সিলেবাস হলো সূরা কাহাফ ও সূরা ওয়াক্বিয়াহ্ (অনুবাদ ও ব্যাখ্যা)। সহায়ক গ্রন্থ হিসেবে তাফসির ইবনে কাসির ও তাফহীমুল কুরআন নির্ধারণ করা হয়েছে। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম স্থান অর্জনকারী পাবেন ৮,০০০ টাকা, সম্মাননা ক্রেস্ট ও বই। দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীরা যথাক্রমে ৫,০০০ টাকা ও ৩,০০০ টাকা পুরস্কারসহ ক্রেস্ট ও বই পাবেন। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত বিজয়ীরা ১,৫০০ টাকা, ক্রেস্ট ও বই, একাদশ থেকে বিশতম স্থান পর্যন্ত বিজয়ীরা ১,০০০ টাকা ও বই, এবং একুশতম থেকে পঞ্চাশতম স্থান পর্যন্ত বিজয়ীরা ৫০০ টাকা সমমূল্যের বই পুরস্কার হিসেবে পাবেন।
কুইজ প্রতিযোগিতা সম্পর্কে শাখা শিবিরের সভাপতি মুহিবর রহমান মুহিব বলেন, "বদর যুদ্ধ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি ঈমান, ত্যাগ ও বিজয়ের শিক্ষা দেয়। এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা কুরআনের জ্ঞান ও বদরের চেতনা সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে বলে আমরা আশাবাদী।"
সেক্রেটারি মুস্তাফিজুর রহমান বলেন, "বদর দিবসের শিক্ষা হলো দৃঢ় বিশ্বাস, আত্মত্যাগ এবং সত্যের পথে অবিচল থাকা। এ কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কুরআনের আলোকে বদরের শিক্ষাকে অনুধাবন করতে সহায়তা করতে চাই। আশা করছি, শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে।"
উল্লেখ্য, ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ২ হিজরির ১৭ রমজান সংঘটিত এই যুদ্ধে মুসলিমরা মহান আল্লাহর সাহায্যে বিজয়ী হয়েছিল। বদরের চেতনা থেকে শিক্ষা গ্রহণ করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
এমএসএম / এমএসএম

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক
