ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

জাবিতে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতার আয়োজন


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ৩-৩-২০২৫ দুপুর ১:১৮

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত হচ্ছে "বদর দিবস কুইজ প্রতিযোগিতা–২০২৫"। আগামী ১৮ মার্চ ২০২৫ (১৭ রমজান ১৪৪৬ হিজরি, মঙ্গলবার) দুপুর ২টায় অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেইজে প্রতিযোগিতার লিংক প্রকাশ করা হবে, যা দুপুর ২টা থেকে ২:২৫ মিনিট পর্যন্ত উন্মুক্ত থাকবে। অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রথম ৫০ জনকে পুরস্কৃত করা হবে।

এবারের কুইজ প্রতিযোগিতার জন্য নির্ধারিত সিলেবাস হলো সূরা কাহাফ ও সূরা ওয়াক্বিয়াহ্ (অনুবাদ ও ব্যাখ্যা)। সহায়ক গ্রন্থ হিসেবে তাফসির ইবনে কাসির ও তাফহীমুল কুরআন নির্ধারণ করা হয়েছে। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম স্থান অর্জনকারী পাবেন ৮,০০০ টাকা, সম্মাননা ক্রেস্ট ও বই। দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীরা যথাক্রমে ৫,০০০ টাকা ও ৩,০০০ টাকা পুরস্কারসহ ক্রেস্ট ও বই পাবেন। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত বিজয়ীরা ১,৫০০ টাকা, ক্রেস্ট ও বই, একাদশ থেকে বিশতম স্থান পর্যন্ত বিজয়ীরা ১,০০০ টাকা ও বই, এবং একুশতম থেকে পঞ্চাশতম স্থান পর্যন্ত বিজয়ীরা ৫০০ টাকা সমমূল্যের বই পুরস্কার হিসেবে পাবেন।

কুইজ প্রতিযোগিতা সম্পর্কে শাখা শিবিরের সভাপতি মুহিবর রহমান মুহিব বলেন, "বদর যুদ্ধ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি ঈমান, ত্যাগ ও বিজয়ের শিক্ষা দেয়। এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা কুরআনের জ্ঞান ও বদরের চেতনা সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে বলে আমরা আশাবাদী।"

সেক্রেটারি মুস্তাফিজুর রহমান বলেন, "বদর দিবসের শিক্ষা হলো দৃঢ় বিশ্বাস, আত্মত্যাগ এবং সত্যের পথে অবিচল থাকা। এ কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কুরআনের আলোকে বদরের শিক্ষাকে অনুধাবন করতে সহায়তা করতে চাই। আশা করছি, শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে।"

উল্লেখ্য, ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ২ হিজরির ১৭ রমজান সংঘটিত এই যুদ্ধে মুসলিমরা মহান আল্লাহর সাহায্যে বিজয়ী হয়েছিল। বদরের চেতনা থেকে শিক্ষা গ্রহণ করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন