বার কাউন্সিলের ফি কমানোর দাবিতে জবিতে মানববন্ধন

বার কাউন্সিলের এনরোলমেন্ট ও বিজিএস পরীক্ষার ফি কমানো এবং বিজেএসে নন-ক্যাডার চালুর দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আইন পেশা আমাদের অধিকার। স্বৈরাচারী আমলে যে ফি নির্ধারণ করা হয়েছিল সেটা এখনো রয়েছে। ন্যায্যতা প্রতিষ্ঠা করতে বার কাউন্সিল ও বিজেএসের এনরোলমেন্ট কি কমাতে হবে। আবেদন ফি না কমানো হলে আমরা পরীক্ষা বয়কট করব। পাশাপাশি বিজেএস ভাইভাতে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিসিএসের মতো নন-ক্যাডার চালু করতে হবে।
এ সময় আইন অনুষদের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, বার কাউন্সিলের পরীক্ষার ফি প্রায় সাড়ে চার হাজার টাকা, বিজেএসে পরাইক্ষার ফি ১হাজার ২০০ টাকা যা সম্পূর্ণ অযৌক্তিক। অনেক ছাত্র-ছাত্রী আছে তারা অনেক কষ্ট দিনাতিপাত করে তারপর পড়াশোনা। এই ফি কমানো না হলে আমরা লাগাতার আন্দোলন, এমনকি বার কাউন্সিল ঘেরাও সিদ্ধান্ত নিতে পারি।
আরেক শিক্ষার্থী মোস্তফা আহমেদ শান্ত বলেন, বার কাউন্সিল ও বিসিএসের এই ফি আমরা অযৌক্তিক মনে করছি। অন্যান্য চাকরির পরীক্ষার সঙ্গে সম্পর্কে সামঞ্জস্য রেখে ফি ২০০ টাকা রাখতে হবে। এ ছাড়া অন্যান্য পরীক্ষার মতো বিজেএসের রিটেন ও ভাইভার নম্বর প্রকাশ করতে হবে। নন-ক্যাডার চালু করে মূল পদের বাইরে আইন সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ অন্যান্য ক্ষেত্রে নিয়োগের ব্যবস্থা করতে হবে।
আরেক শিক্ষার্থী নিপা রাণী বলেন, আমরা অনেক শিক্ষার্থী টিউশন করে চলি, পার্ট টাইম চাকরি করি। চার হাজার টাকা দিয়ে পরীক্ষায় বসা আমাদের জন্য অনেক কঠিন। এই অতিরিক্ত ফি বৈষম্যমূলক। বার কাউন্সিল এনরোলমেন্ট ও বিজেএসের ফি অবিলম্বে কমিয়ে ২০০ টাকার মধ্যে নিয়ে আসতে হবে।
মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক
