জবির ম্যানেজমেন্ট ক্লাবের জাঁকজমকপূর্ন ইফতার ও দোয়া মাহফিল

প্রতি বছরের মতো এই বছরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ক্লাব আয়োজন করেছে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল। শনিবার (১৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ একাডেমিক ভবনের ২য় তলার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ২১৫ নম্বর কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ।
এ অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক কায়েম আহম্মেদ রনি সঞ্চালনায় এবং সভাপতি এ এইচ এম মাহিনের সভাপতিত্বে এক মনোমুগ্ধকর পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর মিজানুর রহমান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমবিএ প্রফেশনাল ডিরেক্টর ড. লিজা খানম, সহযোগী অধ্যাপক মো. রাশেদুল হক, সহকারী প্রক্টর মো. শফিকুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রফেসর মিজানুর রহমান তার বক্তৃতায় বলেন, “আমরা সবসময় চাই আমাদের শিক্ষার্থীরা চাকরির বাজারে ভালোভাবে টিকে থাকতে পারে এবং এর জন্য ম্যানেজমেন্ট ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমি আশা করি, ম্যানেজমেন্ট ক্লাব ভবিষ্যতে বিভিন্ন সেমিনারের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা আরও উন্নত করবে। এই ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে সহায়ক হবে।”
এসময় প্রায় ১৫০ জনেরও বেশি শিক্ষার্থী ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা, অন্যান্য কর্মকর্তা ও ক্লাবটির সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ম্যানেজমেন্ট ক্লাবটি শিক্ষার্থীদের কর্পোরেট স্কিলস এবং পেশাদারিত্বের দক্ষতা বৃদ্ধি করতে বিভিন্ন ইভেন্ট, প্রোগ্রাম, ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে তাদের প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করে যাচ্ছে। এই ধরনের আয়োজন ভবিষ্যতে শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ এবং সহানুভূতির সম্পর্ক আরও দৃঢ় করবে, যা তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা
