ঢাকা বৃহষ্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

পরিক্ষার্থীদের জন্য বাস সেবা চালু করল কুবি


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৮-৯-২০২১ রাত ৯:৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কাল থেকে সশরীরে স্নাতকোত্তর ও স্নাতক শেষ বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষার্থীদের কথা চিন্তা করে আগের মতো বাস সেবাও চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সেকশন অফিসার মো. জাহিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল থেকে  স্নাতক ও স্নাতকত্তোর শ্রেণির মিডটার্ম ও চূড়ান্ত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। এজন্য শিক্ষকদের জন্য ২টি এবং শিক্ষার্থীদের জন্য ৪টি মোট ৬ টি বাস চালু থাকবে।

শিক্ষকদের জন্য নির্ধারিত বাস দুটি পৌনে ৯টায় কান্দিরপাড় থেকে পুলিশ লাইনস ও টমছম ব্রিজ হয়ে ক্যাম্পাসে আসবে। এরপর দুপুর ২টায় ক্যাম্পাস থেকে কান্দিরপাড়ের দিকে আসবে একটি বাস। এছাড়া বিকেল ৫টা ১০ মিনিটে ক্যাম্পাস থেকে দুটি বাস পুলিশ লাইনস ও টমছম ব্রিজ হয়ে কান্দিরপাড় যাবে।

অন্যদিকে, সকাল পৌনে ৯টায় ও দুপুর সাড়ে ১২টায় কান্দিরপাড় থেকে পুলিশ লাইনন ও টমছম ব্রিজ হয়ে দুই বেলায় দুটি করে বাস ক্যাম্পাসে আসবে।  এরপর দুপুর ২টা এবং বিকেল ৫টায় ক্যাম্পাস থেকে পুলিশ লাইনস ও টমছম ব্রিজ হয়ে দুই বেলায় দুটি করে করে বাস কান্দিরপাড় যাবে।

এছাড়া কর্মকর্তাদের জন্য সকাল পৌনে ৯টায় একটি বাস ও কর্মচারীদের জন্য সাড়ে ৮টায় একটি বাস কান্দিরপাড় থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে। আবার বিকেল ৫টা ১০ মিনিটে কর্মকর্তাদের জন্য একটি বাস এবং কর্মচারীদের জন্য সোয়া ৫টায় একটি বাস ক্যাম্পাস থেকে কান্দিরপাড় যাবে।

উল্লেখ্য, বাসে পরীক্ষার্থী ছাড়া অন্য কাউকে অপ্রয়োজনীয় যাতায়াত না করার জন্য অনুরোধ করা হয়েছে।

জামান / জামান

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক

আমরা ক্রমশ সাম্য থেকে বৈষম্যের দিকে আগুয়ান হচ্ছি: ড. সলিমুল্লাহ খান

চবির নতুন প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী

পবিপ্রবিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের নবীনবরণ অনুষ্ঠিত

পবিপ্রবিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

পোষ্য কোটার দাবিতে এবার কর্মবিরতিতে রাবির শিক্ষক-কর্মকর্তারা