জবিতে মাদকবিরোধী প্রচারণা ক্যাম্পিং
গতকাল (১৪ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী প্রচারণার জন্য বিশ্ববিদ্যালয়ের মাদকবিরোধী ফোরাম কর্তৃক প্রচারণা ক্যাম্পিং চালানো হয়।পহেলা বৈশাখ বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নীচতলায় বুথ স্থাপন করে এই ক্যাম্পিং চালায় শিক্ষার্থীরা। বৈশাখী অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বর্ণিল উৎসব আয়োজন হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ পুরান ঢাকার হাজার হাজার মানুষের সমাগম হয়। তখন সেখানে প্রচারণা বুথ স্থাপন করে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরী করে শিক্ষার্থীরা। বিতরণ করা হয় লিফলেট, কলম, স্টিকার ও প্রচারণা বোর্ড।
এ বিষয়ে সহায়তা প্রদান করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা দক্ষিণের সহকারী পরিচালক জনাব আবদুল হামিদ।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, পিএইচডি এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন এর হাতে প্রচারণা বোর্ড হস্তান্তর করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান এবং দপ্তর প্রধানদের কাছে বোর্ড পৌছানো জন্য আহ্বান জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের মাদক বিরোধী প্রচার সেলের আহ্বায়ক অধ্যাপক ড. ইমরানুল হক, সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বিলাল হোসাইন, ছাত্রকল্যাণ পরিচালক সহযোগী অধ্যাপক ড. রিফাত হাসান এবং সদস্য সচিব সহযোগী অধ্যাপক ড. মাহাদী হাসান জুয়েল সার্বিক তত্বাবধান ও ব্যবস্থাপনা পরিচালনা করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাদকবিরোধী ফোরামের সভাপতি অমৃত রায় বলেন, "বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতা তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যেনে মাদকের করাল গ্রাসের শিকার না হয় সেই লক্ষ্যেই আমরা সর্বদা কাজ করে থাকি। আমরা ভবিষ্যতেও অন্যান্য ইভেন্ট পরিচালনা করে সচেতনতা তৈরি করে যাবো প্রত্যাশা রাখি।"
এমএসএম / এমএসএম
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা