ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

জাবিতে ভর্তি ব্যয় কমানোর আহ্বান ছাত্রশিবিরের


শহীদুল্লাহ মনসুর, জাবি photo শহীদুল্লাহ মনসুর, জাবি
প্রকাশিত: ১৬-৪-২০২৫ বিকাল ৫:১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়ায় ‘বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ ফি’ বাতিল এবং অতিরিক্ত ভর্তি ফি প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার (১৫ এপ্রিল) শাখা ছাত্রশিবিরের প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সাফায়েত মীর, ছাত্র অধিকার সম্পাদক রাকিব হোসেন, গবেষণা সম্পাদক হাফেজ আরিফুল ইসলাম এবং মানবসম্পদ উন্নয়ন সম্পাদক রাকিবুল ইসলামের উপস্থিতিতে এক স্মারকলিপির মাধ্যমে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের কাছে এ দাবি জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শিক্ষাবর্ষ (২০২৩-২৪) থেকে ‘বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ ফি’ নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ৬ হাজার টাকা নেওয়া হচ্ছে, যা পূর্বে ‘বিভাগ উন্নয়ন ফি’ হিসেবে থাকলেও ২০১৯-২০ শিক্ষাবর্ষে তা বাতিল করা হয়েছিল। কিন্তু তা পুনরায় চালু করায় শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি মানবিক ও ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য ১৪ হাজার ১৬৫ টাকা এবং বিজ্ঞান অনুষদের জন্য ১৪ হাজার ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া এ বছর কিছু খাতে ফি বৃদ্ধিরও খবর পাওয়া যাচ্ছে, যা দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ভর্তিকে আরও দুরূহ করে তুলবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাদের কেউ কেউ হতদরিদ্র। অনেক শিক্ষার্থীকে ভর্তি ফি সংগ্রহের জন্য ধারদেনা করতে হয়, এমনকি গবাদিপশু কিংবা জমিজমা বিক্রি করতেও বাধ্য হতে হয়। উচ্চশিক্ষাকে সব শ্রেণির মানুষের নাগালের মধ্যে রাখতে হলে অতিরিক্ত ফি আরোপ করা একধরনের জুলুম বলে মন্তব্য করা হয়।

শিবিরের জাবি শাখার সভাপতি মহিবুর রহমান মুহিব এবং সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এ স্মারকলিপিতে শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ ফি বাতিল এবং ভর্তি ফি কমিয়ে তা শিক্ষার্থীবান্ধব করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি