ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

নতুন করে সবাইকে নিয়ে চলার সময় এসেছে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৪-২০২৫ রাত ৯:৫৩

মহিলা  ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নতুন করে ভালোবাসা, নতুন করে সবাইকে নিয়ে চলা, নতুন করে প্রতিজ্ঞা করা এবং নতুন করে ভাবার সময় এসেছে আমাদের। তিনি বলেন, যার কারণে গত বছরের চাইতে এবার আমরা অনেক বড় আকারে ২৭টি জাতিগোষ্ঠীর সমন্বয়ে ৫৪ বছর পর আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ দেখেছি। আনন্দ শোভাযাত্রায় ফকির বাউলরা ছিল, তাদের মনে যে রঙিন আনন্দ ছিল, তা দেখে মনে হল এটাইতো আমার বাংলাদেশ। তিনি বলেন, আর এই  বাংলাদেশকে প্রাণ দিয়ে রক্ষা করতে আমার আমিটা আরেকটু বড়, আরেকটু উদার করে, আমার আমিটা দেওয়ার মধ্যে দিয়ে পাওয়ার আনন্দ শিখবো, হতে পারে না ? উল্লেখ করেন। 
তিনি আজ ঢাকার ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরে বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, যে ছোট ছোট আনন্দ বিশাল বোধ তৈরি করে, আর বিশাল বিশাল পাওয়া বিষাদ তৈরি করে, যা কাম্য নয়। এ বাংলাদেশের সবাইকে নিয়ে গড়ে ওঠা বাংলাদেশকে আমরা মনেপ্রাণে আঁকড়ে ধরে রাখবো- হোক না, এই নতুন বছরে আমাদের প্রতিজ্ঞা। 

তিনি আরো বলেন, আমাদের তরুণ প্রজন্ম ছোট বাচ্চারা যেভাবে প্রাণ দিয়েছিল তারা সেই স্বপ্নটা দেখতে পেরেছে কিনা জানিনা কিন্তু আমরা সেই স্বপ্নটা তাদের জন্য দেখবো। তিনি দেশের তরুণ ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৫১ শতাংশ জনগোষ্ঠীর প্রতিনিধি তোমরা। তোমরা কি ভেবেছো, তোমরা কতটা ক্ষমতাবান, ভাবোনি। ভাবলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এতো প্রান্তিক একটা জায়গায় পড়ে থাকত না। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় (মওকা) প্রান্তিক জায়গায় পড়ে আছে। এই প্রান্তিকতার জায়গা থেকে মওকাকে মূলধারায় নিয়ে আসতে হবে, সেটার জন্য অনেক কাজ করতে হবে। তিনি বলেন, এই ৫১ শতাংশ জনগোষ্ঠীর আমাদের যে ছেলেমেয়েরা আছো, মওকাকে মূল ধারায় নিয়ে আসা এটা তোমাদের দায়িত্ব। 

উপদেষ্টা বলেন, দেখা যাচ্ছে এই দেশের ৭৫ ভাগ জনগোষ্ঠীর দায়িত্বে আছো তরুণ প্রজন্ম তোমরা, তাহলে ভেবে দেখো কি গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের প্রান্তিক পর্যায়ের নারী ও শিশুদের উন্নয়নমূলক কাজ। এ মন্ত্রণালয়কে উন্নয়নের মূলধারায় এগিয়ে নিতে আজকে পহেলা বৈশাখ নতুন বাংলাদেশ নতুন বছরে আমরা সম্মিলিতভাবে খুব শক্তিশালী প্রয়াসের চেষ্টা চালাবো সকলে মিলে এ আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীতে আবারও বাসে আগুন

২২ জনকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি নিয়োগ

ভারতীয় গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান বাংলাদেশের

অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না, যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করুন

মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার

বকেয়া পরিশোধের আশ্বাসে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখল আদানি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য প্যাট্রোলিং বাড়ানো হয়েছে

প্রচারণায় প্রথমবারের মতো নিষিদ্ধ পোস্টার, ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি মেডিকেল কলেজে আসন কমলো ২৮০টি

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৭৯

ডিএমপির পাঁচ এডিসিকে বদলি