ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ফের কর্মস্থলে ফিরতে হবে তাপস ও সুপ্রভাতকে, দাবি চলছে চাকুরিচ্যুতির


শহীদুল্লাহ মনসুর, জাবি photo শহীদুল্লাহ মনসুর, জাবি
প্রকাশিত: ২২-৪-২০২৫ দুপুর ১২:২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন ও বিচার বিভাগের দুই সহযোগী অধ্যাপকের শিক্ষা ছুটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৭ মার্চ) সকাল ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ছুটি বাতিল হওয়া শিক্ষকরা হলেন বিভাগের সাবেক ডীন সহযোগী অধ্যাপক তাপস কুমার দাস ও সহযোগী অধ্যাপক সুপ্রভাত পাল। তাদের ১৫ দিনের মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

দীর্ঘ প্রায় ৯০ দিন ধরে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন বিভাগের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, তাপস কুমার ও সুপ্রভাত পাল ফলাফল জালিয়াতি, শিক্ষার্থীদের হেনস্তা, নারী শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরণ, মাদ্রাসা থেকে আগত ও প্র্যাক্টিসিং মুসলিম শিক্ষার্থীদের অপমানসহ একাধিক অনিয়মে জড়িত।

এছাড়াও শিক্ষার্থীদের অভিযোগ—জুলাইয়ে আন্দোলনে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তির জন্য গঠিত আইনি সহায়তা সেলে যথেষ্ট অর্থ থাকা সত্ত্বেও দক্ষ জাবিয়ান আইনজীবীদের বাদ দিয়ে অদক্ষ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়পড়ুয়া আইনজীবীদের নিয়োগ দিয়ে জামিন প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করা হয়।এসব অন্যায়-অনিয়মের বিচার ও অভিযুক্তদের স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করার দাবিতে টানা ৯০ দিন ক্লাস বর্জনের পাশাপাশি মানববন্ধন, বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তদন্ত কমিটি গঠনের মাধ্যমে ন্যায়বিচারের আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত করে শ্রেণিকক্ষে ফেরেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান বলেন, “তাদের ১৫ দিনের মধ্যে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্দেশনা অমান্য করলে প্রশাসন পরবর্তী সিদ্ধান্ত নিতে পারে। ইতোমধ্যে একটি স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে, যারা অভিযোগ যাচাই করে সিদ্ধান্ত জানাবে।”

এমএসএম / এমএসএম

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি