মে মাসে স্পেসএক্স স্যাটেলাইট সেবার কারিগরি যাত্রা শুরুর আশা
মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক ও মহাকাশযাত্রা সেবাদানকারী প্রতিষ্ঠান স্পেসএক্স-এর গ্লোবাল এনগেজমেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বাংলাদেশে স্পেসএক্সের স্যাটেলাইট সেবা পৌঁছাতে আসন্ন মে মাসে একটি কারিগরি যাত্রা আরম্ভে সম্পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) কাতারের দোহায় আর্থানা সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।সাক্ষাৎকালে উভয়ে বাংলাদেশে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স স্যাটেলাইট সেবা পৌঁছানোর চূড়ান্ত পর্যায় নিয়ে আলোচনা করেন।
গত দুই দশক ধরে ইলন মাস্কের সঙ্গে কাজ করে আসা ড্রেয়ার এ অংশীদারত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমি আমার টিমকে নির্দেশ দিয়েছি, যেন আসন্ন মে মাসে একটি টেকনিক্যাল লঞ্চের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকে।সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ অগ্রগতিকে ঘিরে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাসের কথা জানান। তিনি বলেন, এটি বাংলাদেশে একটি বড় খবর। মানুষ দিন গুনছে। আর যখন সেই সময়টি আসবে, তখন তা উদযাপনযোগ্য হতে হবে।
এ সহযোগিতার শুরু হবে একটি টেকনিক্যাল রোলআউটের মাধ্যমে, যার পরেই সম্পূর্ণ বাস্তবায়ন শুরু হবে— কিছু চূড়ান্ত বিষয় নিষ্পত্তির পর।
এছাড়া, ইলন মাস্ক প্রতিষ্ঠিত ইলেকট্রনিক পেমেন্ট ফার্ম (পেপ্যাল)-এর সম্ভাব্য ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে, যা স্পেসএক্সের বাংলাদেশে পরিচালিত ডিজিটাল লেনদেনগুলোকে সহায়তা করতে পারে।
লরেন ড্রেয়ার বলেন, শুরু থেকেই এটি ছিল আমাদের অংশগ্রহণকৃত অন্যতম সুসংগঠিত ও সুষ্ঠু উদ্যোগ।সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
রাজধানীতে আবারও বাসে আগুন
২২ জনকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি নিয়োগ
ভারতীয় গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান বাংলাদেশের
অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না, যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করুন
মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার
বকেয়া পরিশোধের আশ্বাসে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখল আদানি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য প্যাট্রোলিং বাড়ানো হয়েছে
প্রচারণায় প্রথমবারের মতো নিষিদ্ধ পোস্টার, ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা
সরকারি মেডিকেল কলেজে আসন কমলো ২৮০টি
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৭৯