ঢাকা বৃহষ্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও বায়ারদের নিয়ে আইসিসিবিতে শুরু হলো ২ দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘মিট বাংলাদেশ এক্সপোজিশন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৪-৪-২০২৫ দুপুর ২:৩

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ইসিফোরজে প্রকল্পের আয়োজনে রপ্তানি সম্ভাবনা নিয়ে ঢাকায় শুরু হলো ২ দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী।

বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানি খাতসমূহ - লেদার, ফুটওয়্যার, এমপিপিই, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য প্রদর্শনের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ইসিফোরজে (EC4J) প্রকল্পের আয়োজনে শুরু হলো ‘মিট বাংলাদেশ এক্সপোজিশন’। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, আইসিসিবি (কুড়িল), ঢাকায় ২ দিনব্যাপী আন্তর্জাতিক এ প্রদর্শনী চলবে ২৪-২৫ এপ্রিল, প্রতিদিন সকাল ১০টা-সন্ধ্যা ৭টা পর্যন্ত।

২৪ এপ্রিল (বৃহস্পতিবার), সকাল ১০ ঘটিকায় প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসিফোরজে প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ আব্দুর রহিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুহাইল কাসিম, সিনিয়র অপারেশন অফিসার ও ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর, বিশ্বব্যাংক, ঢাকা অফিস; জনাব, হোসনা ফেরদৌস সুমি, সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট, বিশ্বব্যাংক, ঢাকা অফিস; জনাব সুলতান এম. আলবিশি, চেয়ারম্যান ও সিইও, আল নোকবা গ্রুপ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত; জনাব শামীম আহমেদ, সভাপতি, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)। স্বাগত বক্তব্য প্রদান করেন ইসিফোরজে প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) শেখ মোহাম্মদ আব্দুর রহমান।

২ দিনব্যাপী আন্তর্জাতিক এ প্রদর্শনীতে রপ্তানিযোগ্য বাংলাদেশি লেদার, লেদার গুডস, ফুটওয়্যার, এমপিপিই, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের ১২০ এর অধিক কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করছে। যেখানে এক ছাদের নিচে সিঙ্গাপুর, লিবিয়া, কলম্বিয়া, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইন্ডিয়া, ভুটান, মালদ্বীপ এবং মালয়েশিয়াসহ ৯টির অধিক দেশের ২৫ এর অধিক আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও ক্রেতা, ১০০০ এর অধিক স্থানীয় ক্রেতা এবং ১২০ এর অধিক বাংলাদেশি উৎপাদনকারী কোম্পানি পরস্পরের মধ্যে বি-টু-বি (বিজনেস-টু-বিজনেস) সংযোগ স্থাপন ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাচ্ছেন। এতে বাংলাদেশি উৎপাদনকারী সরাসরি আন্তর্জাতিক ক্রেতা, সোর্সিং এজেন্ট, বিনিয়োগকারী ও খাতসংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে ব্যবসার প্রসারে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।

প্রদর্শনী শেষে, আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও ক্রেতারা বাংলাদেশি উৎপাদনকারী বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন করবেন। যা, বাংলাদেশের রপ্তানি খাতকে অগ্রসর করতে এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে। প্রদর্শনীতে আরো থাকছে সেক্টরভিত্তিক ব্রেকআউট সেশন, কর্মশালা, ইন্ডাস্ট্রি এক্সপার্ট ও ব্যবসায়িক নেতৃবৃন্দের অংশগ্রহণে তাৎপর্যপূর্ণ আলোচনা।
আয়োজকরা জানান ইসিফোরজে প্রকল্পের মাধ্যমে, তৈরি পোশাক (আরএমজি) খাতের বাইরে বাংলাদেশ সরকারের রপ্তানি বৈচিত্র্যকরণের নীতিগত লক্ষ্য অর্জনে প্রকল্পটি প্রত্যক্ষভাবে অবদান রাখছে। একইসাথে, সংশ্লিষ্ট খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক বৈচিত্র্য নিশ্চিত করার লক্ষ্যে দেশের রপ্তানি আয় ও স্থিতিশীলতা নিশ্চিত হবে এবং দেশের অভ্যন্তরে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ভবিষ্যতের অর্থনৈতিক প্রতিকূলতা মোকাবিলায় প্রকল্পের উদ্যোগসমূহ সহায়ক হবে বলেও আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ইসিফোরজে (EC4J) প্রকল্প মিট বাংলাদেশ সোর্সিং শো (এমবিএস)’র মাধ্যমে লেদার, ফুটওয়্যার, এমপিপিই, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য সম্পর্কিত শিল্পখাতের উৎপাদনকারী নিয়ে আন্তর্জাতিক বাজারের সাথে সংযোগ স্থাপনের লক্ষ্যে ৪টি আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করে। এমপিপিই পণ্য নিয়ে জাপানে ৯-১১ এপ্রিল ২০২৫, ‘জাপান মেডটেক’; লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য নিয়ে সিঙ্গাপুরে ১৩-১৬ মার্চ ২০২৫, ‘কমেক্স আইটিশো’; প্লাস্টিক পণ্য নিয়ে তুর্কিয়েতে ২৫-২৮ ফেব্রুয়ারি ২০২৫, ‘ইস্তাম্বুল টয় ফেয়ার’ এবং লেদার ও ফুটওয়্যার পণ্য নিয়ে মিশরে ২৩-২৫ জানুয়ারি ২০২৫, ‘১৯তম কায়রো ইন্টার লেদার’ প্রদর্শনীসমূহে সফলতার সাথে অংশগ্রহণ করে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.meet-bangladesh.com ওয়েবসাইটে। 

এমএসএম / এমএসএম

আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারসহ শুরু হলো অনার এক্স৮সি ফোনের প্রি-বুকিং

আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও বায়ারদের নিয়ে আইসিসিবিতে শুরু হলো ২ দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘মিট বাংলাদেশ এক্সপোজিশন

শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে জনসচেতনতামূলক ক্যাম্পেইন

সাউথইস্ট ইউনিভার্সিটি ও আইসিএমএবি'র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

শাহ্জালাল ইসলামী ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৬৯তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের বোর্ড অডিট কমিটির ২৬৭তম সভা অনুষ্ঠিত

ইউএস-বাংলা: রিয়াদ ফ্লাইটের সরাসরি যাত্রা শুরু করলো আজ থেকে

ঢাকার শেরাটনে সফল উদ্যোক্তা মেলা আয়োজন করল ইনার হুইল বাংলাদেশ

৮ মে থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী মেডিটেক্স, হেলথ ট্যুরিজম, ফুড অ্যান্ড অ্যাগ্রো বাংলাদেশ

বাংলাদেশের বাজারে শীঘ্রই আসছে ৫১২ জিবির বিশাল স্টোরেজ সহ স্টাইলিশ অনার এক্স৮সি ফোন

হুয়াওয়ে ‘সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’-এর নিবন্ধন শুরু

দেশের বাজারে পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫এক্স

ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল থিংকিং রিসার্চ সেন্টারের নতুন কমিটি