একান্ত স্বাক্ষাতকারে ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান
বৈষম্যহীন দেশ গঠনে কাজ করবে জাগ্রত পার্টি

বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান বলেছেন, নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। থাকবে না কোন ভেদাবেদ। সম্প্রতি দলটির প্রধান কার্যালয় একান্ত স্বাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
নতুন দল গঠনের লক্ষ্য উদ্দেশ্য কি এমন প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান বলেন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই মানুষের সেবা করা। তিনি বলেন, পূর্বে যে সকল রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারেননি। এজন্য আমরা নতুনভাবে চেষ্টা করতেছি। নতুন বাংলাদেশ গড়া যায় কিনা। এই দলের মাধ্যমে আমরা মানুষের সেবা করতে চাই এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য।
আপনাদের রাজনৈতিক দলে কি ধরনের লোক নিয়ে আপনারা রাজনীতি করতে চাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের এই দলে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ থাকবে রাজনীতি করতে পারবে। কিন্তু কয়েক ধরনের লোক আমরা আমাদের দলে অন্তর্ভুক্ত করবো না, সে এত বড় রাজনীতিবিদ হোক, শিল্পপতি হোক। যারা দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ প্রমাণিত, যারা সন্ত্রাসী হিসেবে প্রমাণিত তারা এই দলে স্থান পাবে না।
দলের নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের যে আইন আছে, কমপক্ষে ৩৫ জেলায় দলীয় কমিটি থাকতে হবে এ প্রসঙ্গে ইঞ্জিনিয়ার ইকরাম বলেন, আপনারা জেনে থাকবেন আমরা ইতিমধ্যেই জেলায় জেলায় কার্যক্রম শুরু করেছি এবং বেশ কিছু কাজ আমরা ইতিমধ্যে শেষ করেছি। আমাদের টার্গেট আগামী তিন মাসের মধ্যে নির্বাচন কমিশনের নির্ধারিত যে আইন আছে সে অনুসারে কমিটির শেষ করা। আমাদের স্লোগান নতুন বাংলাদেশ,তারুণ্যের উদ্দীপনায় বাংলাদেশ।
অভিজ্ঞ রাজনীতিবিদদের ব্যাপারে আপনাদের কি ধরনের পদক্ষেপ থাকবে, এমন প্রশ্নের জবাবও তিনি বলেন, নবীন প্রবীনদের সংমিশ্রণে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা পায়। যারা অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন সৎ এবং আদর্শবান, যাদের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ নেই, আশা করছি তারা এসে আমাদের পাশে দাঁড়াবেন এবং আমাদের দলকে সহযোগিতা করবেন।
গঠনতন্ত্র প্রণয়ন সম্পর্কে ইঞ্জিনিয়ার ইকরাম বলেন একটি দল চালাতে হলে অবশ্যই গঠনতন্ত্রের দরকার আছে এটার কাজ প্রায় আমরা শেষ করে ফেলেছি, অনতি বিলম্বে আপনাদের হাতে পৌঁছে দেব।
কত সদস্যের কেন্দ্রীয় কমিটি হবে এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কেন্দ্রীয় কমিটি একান্ন সদস্য বিশিষ্ট হবে। তবে এর পরিবর্তন পরিবর্ধন হতে পারে।
জাতীয় সম্মেলন প্রসঙ্গে জানতে চাইলে দলটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরাম বলেন, আমরা আগামী ছয় মাসের মধ্যে জাতীয় সম্মেলন করে একটি গ্রহণযোগ্য কার্যনির্বাহী কমিটি উপহার দেব।
বর্তমান সরকারের পক্ষ থেকে নতুন দল হিসেবে আপনাদের প্রতি কোন বিধিনিষেধ আছে কিনা, এ প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা কোন বিধি নিষেধ বা বাধার সম্মুখীন হয়নি। আশা করছি আগামীতেও কোন প্রকার বাধার সম্মুখীন হবো না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য আর বর্তমান সরকারের লক্ষ্য উদ্দেশ্য একই। আমরাও দেশের সংস্কার চাই। এজন্য আমাদের দলের পক্ষ থেকে তাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করব।
এমএসএম / এমএসএম

বৈষম্যহীন দেশ গঠনে কাজ করবে জাগ্রত পার্টি

চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক

সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রক্তচক্ষুকে পরোয়া করে না জামায়াত

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দল ‘জনতা পার্টি বাংলাদেশ’

গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ফখরুল

জামায়াত নেতা আজহারের আপিল শুনানি পেছাল

ন্যাশনাল রিপাবলিকান পার্টি দেশ জনতা পার্টিসহ অর্ধশতাধিক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

নব্য ফ্যাসিবাদ ও তার দোসরদের রুখতে হবে: জিএম কাদের

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির ৫ সদস্যের প্রতিনিধিদল

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

জুলাই গণঅভ্যুত্থান যাতে ব্যর্থ না হয় : নাহিদ ইসলাম

এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী
