ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

গাজায় ক্ষুধা ও অনাহারে ৫৭ ফিলিস্তিনির মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪-৫-২০২৫ দুপুর ১:২৬

যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক ত্রাণ সহায়তার ওপর চলমান ইসরায়েলি অবরোধের কারণে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ক্ষুধা ও অনাহারে মোট ৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী-শিশু এবং বৃদ্ধ। 
গাজার সরকারি মিডিয়া অফিস শনিবার (৩ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম আনাদুলো এজেন্সি। 
ওই বিবৃতিতে সতর্ক করে আরও বলা হয়েছে, গাজায় অনাহারের কারণে শহীদের সংখ্যা ৫৭ জনে পৌঁছেছে এবং মানবিক ত্রাণ সহায়তার ক্রসিংগুলো অব্যাহতভাবে বন্ধ করে দেওয়া এবং খাদ্য, শিশু সহায়ক, পুষ্টিকর পরিপূরক এবং কয়েক ডজন প্রয়োজনীয় ওষুধের প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। শনিবার সকালে একটি চিকিৎসা সূত্র আনাদোলুকে জানায় যে, গাজা শহরের আল-রান্তিসি শিশু হাসপাতালে অপুষ্টি এবং পানিশূন্যতার কারণে একটি শিশু মারা গেছে।
মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, অনাহারে যারা মারা গেছেন তাদের বেশিরভাগই শিশু, বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘস্থায়ী অসুস্থতার রোগী।
গত ১৮ মার্চ ইসরায়েল হামাসের সঙ্গে প্রথম দফার যুদ্ধবিরতি ভেঙ্গে আবারও গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করে। এ সময় থেকে উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশ সম্পূর্ণ বন্ধ রেখেছে দখলদার বাহিনী।
যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরায়েলিদের খাদ্যকে ব্যবহারের নিন্দা জানিয়েছে গাজার মিডিয়া অফিস। তাদের অভিযোগ, টানা ৬৩তম দিনের জন্য সমস্ত সীমান্ত ক্রসিং বন্ধ করে গাজার ২৪ লক্ষেরও বেশি ফিলিস্তিনিদের উপর শ্বাসরুদ্ধকর অবরোধ আরোপ করেছে ইসরায়েল।
গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার মুখে আন্তর্জাতিক নীরবতার নিন্দা জানিয়ে মিডিয়া অফিস বলেছে, বিশ্ব সম্প্রদায়, মানবিক সংস্থা এবং অধিকার গোষ্ঠীগুলোকে অনেক দেরি হওয়ার আগেই সমস্ত সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার এবং খাদ্য ও ওষুধের জরুরি প্রবেশ নিশ্চিত করতে আহ্বান জানাচ্ছি।

Aminur / Aminur

এবার চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

ব্রিটেনে উড়োজাহাজ বিধ্বস্ত

সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি

বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে আর কখনোই আপসে বাধ্য করা যাবে না: জেলেনস্কি

গাজায় নিহত আরও ৫১, মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ গেল ২৪ জনের

মিয়ানমারে বিস্ফোরণ ঘটিয়ে ঐতিহাসিক রেলসেতু উড়িয়ে দিলো বিদ্রোহীরা

বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়তে আগ্রহী পাকিস্তান

ভারতে অনুপ্রবেশের চেষ্টা: বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা আটক

ইউক্রেনকে রাশিয়ার ভেতরে হামলায় নিষেধাজ্ঞা দিলো পেন্টাগন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬৩, অনাহারে মৃত্যু ৮ জনের

ক্যামেরুন সীমান্তের কাছে নাইজেরিয়ার বিমান হামলা, নিহত অন্তত ৩৫