ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

জণসমর্থণ জানান দেয়া উদ্দেশ্য

মে দিবসে রাজনৈতিক দলগুলোর বিশাল শোডাউন


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ৫-৫-২০২৫ বিকাল ৫:১৭

শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ স্লোগানের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’। দিবসটি উপলক্ষে রাজধানীতে ‘শ্রমিক সমাবেশ’ করে জাতীয়তাবাদী শ্রমিক দল। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমাবেশ। শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। এতদিন বিএনপি আওয়ামী লীগের পাশাপশি বাম দলগুলা মে দিবস পালন করলেও কোন ইসলামী দল এবারের মত এতো ঘটা করে দিবসটি পালন করেনি। বিশেষ করে জামায়াতে ইসলাম অনেক বছর পরে এমন আয়োজন করেছে। পাশাপাশি দিবসটি ঘিরে প্রত্যেক দলের জণসমর্থণ প্রকাশ করার জন্য বিশাল শোডাউন দেখাতে ব্যস্তছিল দলগুলি। কোন দলের কেমন জনসমর্থন আছে বা ভোট আছে তা প্রমানই ছিলো মূখ্য উদ্দেশ্য।

এদিকে হেফাজতে ইসলাম বার বার বলে আসছে তাদের কোন রাজনৈকি পরিচয় নেই, তার পরেও নিয়মিত তারা সভাসমাবেশ করে আসছে। সর্বশেষ গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারা সমাবেশ করে। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণাসহ ১২ দফা দাবি পেশ করা হয়। সংগঠনটির নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক এসব দাবি পেশ করেন। এছাড়া সারা দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
ঝালকাঠি: সারাদেশের ন্যায় ঝালকাঠিতেও অনুষ্ঠিত হয়েছে মহান মে দিবসের র‌্যলি ও আলোচনা সভা। এতে শ্রমিক ছাড়াও অংশ নিয়েছেন সমাজের সকল শ্রেনী পেশার মানুষ। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা।এরমধ্যে দলটির অংগসংগঠনের অনেক নেতারা উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জেলা সম্মেলনকে সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের আনাগোনা দেখা যাচ্ছে। আবার অনেকে বলছে, দলের খারাপ সময়ে এদের অনেককে খুঁজো পাওয়া যায়নি। অবশ্য ২/১ জন ছিলা ব্যতিক্রম।
সরেজমিনি দেখা যায়, ঝালকাঠিতে জেলা প্রশাসকের নেতৃত্বে মে দিবসের র‌্যলি অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তাসহ বিএনপির বিভিন্ন স্থরের নেতৃবৃন্ধ অংশগ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ হোসেন, সদস্য সচিব এ্যাডভোকেট শাহদাৎ হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিক হাওয়লাদার,সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকত, কেন্দ্রীয় বিএনপি নেতা লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান, বিএনপি নির্বাহী কমিটির সদস্য জেবা আল গাজী আমিন, ঝালকাঠি পৌর বিএনপি সেক্রেটারী তাপু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক তুহিন, সদস্য সচিব এডভোকেট আনিসুর রহমান, জেলা ছাত্রদলের সেক্রেটারি গিয়াস উদ্দিন দিপু, মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল সহ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া রাজাপুর ও কাঠালিয়া শ্রমিক দলের মিছিল নেতৃত্ব দেন সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকত। উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ যুবদল এর জুবায়ের আল হাসান রুবেল, সোহেল হোসেন, আলিম, হেলাল খান, রহিম, আনোয়ার। ছাত্রদলের উত্তর মহানগরে নেতা জাহিদ,মাছুম বিল্লাহসহ আরো অনেক নেতৃবৃন্দ। এছাড়া আরো উপস্থিত আমুয়া ইউনিয়ন সভাপতি পান্না গোলদার, পলাশ গোলদার, যুবদল আহবাহক রাসেল শিকদার, প্রমূখ।
রাজশাহী ব্যুরো জানায়,  মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন সরকারি শ্রম দফতর সহ অন্যান্য সংগঠন আয়োজন করে শ্রম দিবসের র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
বেনাপোল অফিস জানায়, বেনাপোল বন্দরে ১৩৯তম দিবসটি পালিত হয়েছে। কয়েক হাজার বন্দর শ্রমিকরা এ সমাবেশে অংশ গ্রহণ করেন।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের এ উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর টাঙ্গাইল পৌর এলাকার আদালত পাড়া ১৪ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের জন্য এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে মাজহারুল ইসলাম এলিচ।
চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা জানান, শোভাযাত্রা আলোচনা সভার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও জাতীয়তাবাদী শ্রমিক দল উদযাপন করে দিনটি।
গাজীপুর জেলা সংবাদদাতা জানান, গাজীপুর জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর, শিল্প সম্পর্ক শিক্ষায়তন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরের উদ্যোগে সকালে বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হয়।
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মস্থলে নিরাপদ পরিবেশ এবং মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার দীপ্ত অঙ্গীকারের মধ্যে দিয়ে নেত্রকোনায় দিনটি পালন করা হয়।
পিরোজপুর জেলা সংবাদদাতা জানান, দিবসটিকে কেন্দ্র করে পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে সিও অফিস চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয় ।
বামনা (বরগুনা) উপজেলা সংবাদদাতা জানান, বরগুনার বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর হাফেজ মাও. মো. সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লার বরুড়ায় নির্মাণ শ্রমিক এসোসিয়েশন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেগমগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদতা জানান, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে শ্রম কল্যাণ, শ্রম অধিদফতর এবং শ্রম ও কর্ম মন্ত্রণালয়ের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বেড়া (পাবনা) উপজেলা সংবাদদাতা জানান, বেড়া রিকশা ভ্যান সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় রিকশাা ভ্যান সমবায়ের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দিবসটি উপলক্ষ্যে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে বিভিন্ন শ্রমিক সংগঠন।বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, এ উপলক্ষে বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে বুডিচং উপজেলা চত্বর থেকে র‌্যালী হতাশার মোড়, নিউমার্কেট ও হাসপাতাল মোড় হয়ে বসুন্ধরা মোড়ে এসে শেষ হয়।
গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, গাবতলীর নশিপুরে বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের আওতাধীন বাগবাড়ী শাখা উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অংশ নেন সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু।
গলাচিপা (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, পটুয়াখালীর গলাচিপায় উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতা জানান, বরিশালের গৌরনদীতে বিভিন্ন সংঘঠন পৃথক পৃথক ভাবে কর্মসূচি পালন করে।

ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা জানান, জামালপুরের ইসলামপুরে ঘটা করে শ্রমিক দিবস পালিত হয়েছে।
সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, এ উপলক্ষে জামায়াতে ইসলামী বাংলাদেশ, বিএনপি, শ্রমিক দল ও অন্যান্য শ্রমিক সংগঠন বর্ণিল সাজে পদযাত্রা বের করে।
আশুলিয়া (ঢাকা) থানা সংবাদদাতা জানান, সাভার উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে পালিত হয় দিবসটি। উপজেলা পরিষদের হলরুমে কলকারখানা পরিদর্শন করেন অধিদফতরের উপ মহাপরিচালক মো. আতিকুর রহমান।
সিংগাইর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, সিংগাইর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বায়রা শাখার উদ্যোগে উদযাপন করা হয়।
সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সোনাইমুড়ী উপজেলা শাখার উদ্যোগে সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‌্যালি বের করে বাইপাসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদতা জানান, সুন্দরগঞ্জ পৌর শহরে শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, পটুয়াখালীর কলাপাড়কয় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়। উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

উল্লেখ্য, ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য ও দৈনিক (সর্বোচ্চ) আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেন তাদের সেই আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
দিবসটির গুরুত্ব তুলে ধরে সকল গণমাধ্যম বিভিন্ন লেখা প্রকাশ ও অনুষ্ঠান প্রচার করছে। মহান মে দিবসে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে জাতীয় ছুটির দিন। আরো অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়।
দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বজুড়ে শ্রমিক শ্রেণির মাঝে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। মালিক-শ্রমিক সম্পর্কে এই দিবসের তাৎপর্য ও প্রভাব সুদূরপ্রসারী। এর ফলে শ্রমিকদের দৈনিক কাজের সময় নেমে আসে আট ঘণ্টায়। সারা বিশ্বের শ্রমিকরা তাদের শ্রমের উপযুক্ত মর্যাদা পেতে শুরু করেন। তারা নিজেদের অধিকার আদায়ে সফল হন।
বিশ্বের ইতিহাসে সংযোজিত হয় সামাজিক পরিবর্তনের নতুন অধ্যায়। মে দিবসের মাধ্যমে বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের জীবনে যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়, তার ফলে ধীরে ধীরে লোপ পেতে শুরু করে সামাজিক শ্রেণি-বৈষম্য। তবে শ্রেণি-বৈষম্য এখনও পুরোপুরি দূর না হলেও মে দিবসের সেই আত্মত্যাগ নিপীড়িত শ্রমজীবী মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে অনেকটাই মুক্ত করেছে।
বর্তমান অন্তর্বর্তী সরকার শ্রম অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব প্রণয়নে গত ১৭ নভেম্বর বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজের (বিআইএলএস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে ১০ সদস্যের একটি শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়।
কমিশন শ্রম বিষয়ে অংশীজন ও বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করে সুপারিশসহ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে ২১ এপ্রিল তাদের প্রতিবেদন জমা দিয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন হস্তান্তর করে তারা।

এমএসএম / এমএসএম

জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন, আইসিইউতে স্থানান্তর

আহসানুল্লাহ চৌধুরী হাসান একজন প্রকৃত রাজনীতিবিদের জীবনের গল্প

জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি চলছে

জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি চলছে

জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দ্বিধা কাটিয়ে এক জায়গায় পৌঁছা যাবে

ফখরুলের বক্তব্য সত্য নয়, জাতীয় সরকারের প্রস্তাবে রাজি হননি তারেক

সাদিক কায়েম সমন্বয়ক ছিল না, ৫ আগস্ট থেকে এই পরিচয় ব্যবহার করেছে : নাহিদ

ফখরুলের বক্তব্য সত্য নয়, জাতীয় সরকারের প্রস্তাবে রাজি হননি তারেক

ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ

জুলাই সনদের খসড়ায় আপত্তি এনসিপি ও জামায়াতের

পদ্মা ব্যারেজ-দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন

এক বছরে বিএনপির আয় সাড়ে ১৫ কোটি টাকা : রিজভী