ঢাকা বৃহষ্পতিবার, ৮ মে, ২০২৫

৬ বছর পর জবিতে চতুর্থ সংগীত উৎসব কাল


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ৬-৫-২০২৫ বিকাল ৫:১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগীত বিভাগের চতুর্থ সংগীত উৎসব। আগামীকাল বুধবার (৭ মে) বিজ্ঞান ভবন মাঠে বিভাগের সদ্য প্রয়াত শিক্ষার্থী প্রত্যাশা মজুমদারকে উৎসর্গ করে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উৎসবের মূল প্রতিপাদ্য ‘সুস্থ সংস্কৃতির বিকাশ’।

আজ মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ।
তিনি বলেন, "দীর্ঘ ৬ বছর পর আমাদের চতুর্থ সংগীত উৎসবের আয়োজন করা হচ্ছে। এটি বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা এই উৎসবের জন্য উন্মুখ হয়ে আছে। বিভাগের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেবে। আমরা আশাবাদী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সবাই অনুষ্ঠানটি উপভোগ করবেন।"

বিভাগ সূত্রে জানা যায়, উৎসবটি তিন অধিবেশনে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় প্রথম অধিবেশনে সেমিনার হবে। এতে সভাপতিত্ব করবেন সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ। প্রবন্ধ উপস্থাপন করবেন সহকারী অধ্যাপক ড. আলী এফ. এম রেজোয়ান এবং সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক মুহাম্মাদ আলী নকী আলোচনা করবেন। 

এদিন বিকাল ৩টায় দ্বিতীয় অধিবেশন শুরু হবে। সংগীত বিভাগের সদ্য অকাল প্রয়াত শিক্ষার্থী প্রত্যাশা মজুমদারকে এই উৎসব উৎসর্গ করা হয়েছে। প্রয়াত প্রত্যাশা মজুমদারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। এরপর পরিবেশিত হবে উদ্বোধনী সংগীত 'ধ্বনিল আহ্বান' এবং 'ও আলোর পথযাত্রী'।

এছাড়া সমবেত পরিবেশনায় থাকবে অষ্টপ্রহরের রাগ, রাগসংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, দেশাত্মবোধক গান, আধুনিক গান, উপশাস্ত্রীয় সংগীত এবং লোকসংগীত। শিক্ষার্থীদের পরিবেশনায় থাকবে 'সাগর বাউল' এবং সম্মেলক পরিবেশনায় 'মানুষ ভজলে সোনার মানুষ হবি'। অনুষ্ঠান শেষ হবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। আমন্ত্রিত শিল্পী হিসেবে থাকবেন খায়রুল আনাম শাকিল, লাইসা আহমেদ লিসা,প্রিয়াংকা গোপ ও সাগর দেওয়ান।

এদিন অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। শুভেচ্ছা বক্তব্য দেবেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং স্বাগত বক্তব্য রাখবেন সহকারী অধ্যাপক ড. আলী এফ. এম রেজোয়ান।

এমএসএম / এমএসএম

ক্লাস শেষে ফেরার পথে নিখোঁজ চবি শিক্ষার্থী

চবি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে আলভী- নাবেরী

কুবিতে টেন্ডার প্রদানে অনিয়ম, সরকারের ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

বান্দরবনে খেয়াং নারীকে ধর্ষণ ও হত্যা:চবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।

৬ বছর পর জবিতে চতুর্থ সংগীত উৎসব কাল

শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী সৃষ্টিতে জবি ক্যারিয়ার ক্লাবের নতুন কর্মসূচী

ফ্যাসিবাদের দোসর শিক্ষকদের বহিষ্কার দাবি জানিয়ে প্রশাসনকে চবি শিবিরের স্মারকলিপি প্রদান

কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমছে

মৎস্য অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়ন ও নিয়োগের দাবিতে বাকৃবিতে বিক্ষোভ

চবির আইন বিভাগের অনুষ্ঠানে জুলাই গণহত্যার সমর্থনকারী শিক্ষক রুমান শুভ, ক্যাম্পাসজুড়ে সমালোচনার ঝড়

শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধানের চেষ্টা করবে ইউজিসি

জাবিতে হিস্ট্রি ও আর্কিওলজি রিসার্চ সোসাইটির আত্মপ্রকাশ

বৈধভাবে আসন বরাদ্দ: স্থগিত করায় হলগেটে শিক্ষার্থীদের অবস্থান