ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

অলিগলির স্কুল-কলেজেও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৯-২০২১ দুপুর ১১:২৫

বড় শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অলিগলির স্কুল-কলেজে স্বাস্থ্যবিধি নিশ্চিতে বেশি গুরুত্ব দেয়া প্রয়োজন। সেখানে সব নির্দেশনা মানা হচ্ছে কি না, তা মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক।

রোববার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মাউশি মহাপরিচালক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য আমরা বেশ কিছু নির্দেশনা দিয়েছি। সেসব বাস্তবায়ন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে গত এক সপ্তাহ ধরে মনিটরিং কাজ শুরু হয়েছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের মূল ফটক দিয়ে সারিবদ্ধ করে শিক্ষার্থীদের প্রবেশ করানো বড় চ্যালেঞ্জ। সেখানে শৃঙ্খলা বজায় রেখে যাতে সব শিক্ষার্থীকে সারিবদ্ধভাবে প্রবেশ করানো হয়, সেজন্য দিকনির্দেশনা রয়েছে। ভিকারুননিসায় সুশৃঙ্খলভাবে নির্দেশনা বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, আমাদের সব প্রস্তুতি শুধু করোনায় আপৎকালীন সময়ের জন্য নয়। পরবর্তীতে শৃঙ্খলভাবে যাতে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম করানো হয়, সেটি স্থায়ীকরণে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেও এসব নির্দেশনাগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে অনুসরণ করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, রাজধানীর বড় বড় স্কুলগুলোর পাশাপাশি অলিগলিতে গড়ে ওঠা ছোট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আমাদের নজরদারি রয়েছে। আমাদের মনিটরিং টিম সেসব স্কুলের পরিদর্শন করেছে। সেখানে কোনো ধরনের সমস্যা থাকলে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া হবে। আশা করি, করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য সরকারের দেওয়া সব নির্দেশনা অনুসরণ করে স্কুল-কলেজে পাঠদান কার্যক্রম পরিচালিত হবে।

এসময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রীতি / প্রীতি

জকসুর ২৩ কেন্দ্রের ফল, ফের ভিপি-জিএস-এজিএসেে এগিয়ে শিবির

জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই

প্রধান শিক্ষককে অবৈধভাবে সাময়িক বহিষ্কারসহ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেষ হলো জকসু নির্বাচন, শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ

জকসু নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদী শিক্ষার্থীরা

জকসুর ভোটগ্রহণ শুরু

নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা

শেকৃবিতে নিয়োগের সিন্ডিকেট সভা ঘিরে মারামারি

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

জকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাকৃবিতে আহকাবের উদ্যোক্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জকসু নির্বাচন: ভোটকেন্দ্রে ছাত্র সংগঠনের নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞা

সারাদেশে স্কুল-মাদ্রাসার একযোগে বৃত্তি পরীক্ষা শুরু