ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ভারত-পাকিস্তান সংঘাত নিরসনে আগ্রহী যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ১১:৩৪

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে জানান, বর্তমান পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা নিয়ে মার্কিন পররাষ্ট্র সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিয়ো গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। 
তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, যত দ্রুত সম্ভব সংঘাত কমে আসুক। তিনি অনেক আগেই জানতেন, এই দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। তবে, উভয় দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক রয়েছে। মার্কো রুবিয়ো দুই নেতার সঙ্গে যোগাযোগ রেখে চলমান সংকটের সমাধান খুঁজছেন।
ওয়াশিংটন চায় দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হোক। মার্কো রুবিয়ো সেই বার্তাই দিয়েছেন। পেহেলগাঁওয়ে হামলার পর যুক্তরাষ্ট্র ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ওই হামলার কড়া নিন্দা করে বলেছিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে রয়েছে। যদিও পাকিস্তান ওই হামলার সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছে। 
শুরু থেকেই যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে আহ্বান জানিয়ে আসছে। তবে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।
বুধবার হোয়াইট হাউসে ভারত-পাকিস্তান সংঘাত ও দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, পরিস্থিতি খুবই উদ্বেগজনক। 
নিজের অবস্থান ব্যাখ্যা করে ট্রাম্প বলেন, আমি উভয় দেশের সঙ্গে চলতে পারি। তাদের ভালোভাবেই চিনি। আমি চাই, তারা সংঘাত থেকে বিরত থাকুক। আশা করি, এখন তারা শান্ত হবে। 
ট্রাম্প আরও বলেন, দুই দেশের সঙ্গেই আমার সুসম্পর্ক রয়েছে। যদি কোনোভাবে আমি সাহায্য করতে পারি, তবে অবশ্যই করব।

 

এমএসএম / এমএসএম

এবার চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

ব্রিটেনে উড়োজাহাজ বিধ্বস্ত

সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি

বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে আর কখনোই আপসে বাধ্য করা যাবে না: জেলেনস্কি

গাজায় নিহত আরও ৫১, মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ গেল ২৪ জনের

মিয়ানমারে বিস্ফোরণ ঘটিয়ে ঐতিহাসিক রেলসেতু উড়িয়ে দিলো বিদ্রোহীরা

বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়তে আগ্রহী পাকিস্তান

ভারতে অনুপ্রবেশের চেষ্টা: বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা আটক

ইউক্রেনকে রাশিয়ার ভেতরে হামলায় নিষেধাজ্ঞা দিলো পেন্টাগন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬৩, অনাহারে মৃত্যু ৮ জনের

ক্যামেরুন সীমান্তের কাছে নাইজেরিয়ার বিমান হামলা, নিহত অন্তত ৩৫