জাবিতে দুইদিনব্যাপী হেলথ ক্যাম্প, প্রশিক্ষণ পাবেন ১০০ শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সহযোগিতায় দুইদিনব্যাপী ‘আশ-শিফা হেলথ ক্যাম্প ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ইমপ্যাক্ট থ্রু অ্যাকশন (আইটিএ)। আগামী ১৪ ও ১৫ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সামনে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে। প্রতিদিন ক্যাম্প চলবে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত।
আয়োজকরা জানান, এই ক্যাম্পে চিকিৎসাসেবার পাশাপাশি ১০০ জন শিক্ষার্থী ইমারজেন্সি মেডিকেল রেসকিউ প্রশিক্ষণ ও প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা সংক্রান্ত প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকবে তাত্ত্বিক প্রশিক্ষণ এবং দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চিকিৎসকদের তত্ত্বাবধানে চলবে ব্যবহারিক সেশন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা পালস, রক্তচাপ, ব্লাড সুগার, প্রস্রাব পরীক্ষা, ইসিজি, বিএমআইসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা হাতে-কলমে শিখবেন ও প্রয়োগ করবেন। নির্ধারিত সময়জুড়ে উপস্থিতি বাধ্যতামূলক এবং প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদেরকে একটি স্বীকৃত সনদ প্রদান করা হবে।
আগ্রহী শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফর্ম ইতোমধ্যে উন্মুক্ত করা হয়েছে। নির্ধারিত লিংকে প্রবেশ করে ফর্ম পূরণের মাধ্যমে যে কেউ অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন: https://docs.google.com/forms/d/1O-Hx-1eckse8AKQ-tQFzu9FnjPx5V84n4pvoan-BrPY/preview
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, "স্বাস্থ্যসচেতন সমাজ গঠনে আমাদের এ উদ্যোগ হয়তো একটি ক্ষুদ্র পদক্ষেপ, তবে আমরা বিশ্বাস করি—দীর্ঘমেয়াদে এর প্রভাব হবে গভীর ও ইতিবাচক। শুধু বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান নয়, বরং শিক্ষার্থীদের স্বাস্থ্যবিষয়ক দক্ষতা অর্জনের সুযোগ করে দিতেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।"
তিনি বলেন, "বর্তমানে দীর্ঘমেয়াদি রোগব্যাধি ও স্বাস্থ্যসংক্রান্ত জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা তৈরি করা অত্যন্ত জরুরি। সে বিবেচনায় প্রতিরোধমূলক চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণ প্রজন্মকে বাস্তবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করতেই আমরা এ ধরনের কার্যক্রম হাতে নিয়েছি।"
শাখা ছাত্রশিবিরের পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক শাফায়াত মীর বলেন, "ক্যাম্পে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন। আমরা চেষ্টা করেছি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ অন্তর্ভুক্ত করতে— যেমন: গাইনি বিভাগ; হৃদরোগ ও বক্ষব্যাধি; নাক, কান, গলা ও চক্ষু; নিউরো মেডিসিন ও স্নায়ুরোগ; পরিপাকতন্ত্র, লিভার ও কিডনী; রক্তরোগ, হরমোন, চর্ম ও ডায়াবেটিস; বাত-ব্যথা ও প্যারালাইসিস; মুখ ও দন্তরোগ; ফিজিওথেরাপি বিভাগ।
তিনি আরও বলেন, "চিকিৎসাসেবার আওতায় থাকবে আদর্শ ওজন নির্ণয় (বিএমআই), প্রস্রাব পরীক্ষা, চোখ-নাক-কান-গলা পরীক্ষা, ইসিজি, অক্সিমিটার, বুকে পরীক্ষা, আলট্রাসনোগ্রাফি ও ডায়াবেটিস পরীক্ষা। অংশগ্রহণকারীদের আমরা প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, রেফারেন্স, ফলোআপ ও ওষুধ সংক্রান্ত নির্দেশনাও প্রদান করব।"
এমএসএম / এমএসএম

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক

আমরা ক্রমশ সাম্য থেকে বৈষম্যের দিকে আগুয়ান হচ্ছি: ড. সলিমুল্লাহ খান

চবির নতুন প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী

পবিপ্রবিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের নবীনবরণ অনুষ্ঠিত

পবিপ্রবিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
