ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

জবিতে সশরীরে পরীক্ষা হবে দূরত্ব বজায় রেখে


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১৩-৯-২০২১ দুপুর ১১:৪৯
আগামী ৭ অক্টোবর থেকে বিভিন্ন বর্ষের আটকে থাকা সেমিস্টার ফাইনালসহ অন্যানহ পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ইতোমধ্যে  বিশ্ববিদ্যালয়টির সংশ্লিষ্ট অনুষদের অঅন্তর্ভুক্ত বিভাগগুলোর চেয়ারম্যানদের পরীক্ষার সময়সূচি প্রণয়নের নির্দেশ প্রদান করেছেন ও এর পাশাপাশি পরীক্ষার বিভিন্ন পরিকল্পনা নিয়ে মিটিংয়ও শেষ করেছেন। বেশ কয়েকটি বিভাগ ইতিমধ্যে  পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে। সশরীরে হলেও করোনার কারণে এবারের পরীক্ষাগুল আগের থেকে অনেকটাই ভিন্নভাবে নেয়া হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে দূরত্ব বজায় রেখে নেয়া হবে পরীক্ষা। প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী পরীক্ষা দিবেন এবং বেঞ্চ গুলোর মধ্যেও থাকবে নির্দিষ্ট দূরত্ব।
 
এর আগে গত ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগগুলোর চেয়ারম্যান ও ইন্সটিটিউটের পরিচালকদের সাথে এক বিশেষ সভায় আগামী ৭ অক্টোবর থেকে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। কোনো কারণে সশরীরে নেয়া না গেলে অনলাইনে গ্রহণ করার সিদ্ধান্তও গৃহীত হয়। সেজন্য প্রস্তুতিও রাখা হয়েছে বলে জানানো হয়।
 
পরীক্ষার পরিকল্পনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান বলেন , ৭ অক্টোবর থেকে পরীক্ষা শুরু করব। দুই শিফটে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। প্রথম শিফটে সকালে ৯টা অথবা সাড়ে ৯টায় ও অপরটি সাড়ে ১২ টা থেকে শুরু হবে। কোনো বিভাগ মনে করলে দুই শিফটে পরীক্ষা নিতে পারবে। পরীক্ষার সময় অবশ্যই সামাজিক দূরত্ব মানতে হবে, এক বেঞ্চে একজনের বেশি শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না। যেহেতু করোনার প্রকোপ, তাই আক্রান্ত কেউ থাকলে যাতে আলাদা করে পরীক্ষা নেওয়া যায় সেজন্য প্রত্যেক বিভাগকে কোয়ারেন্টাইন কক্ষ রাখতে বলেছি। শিক্ষার্থীদের সুরক্ষা সামগ্রী নিশ্চিত করা ও বিভাগে প্রবেশের সময় সব শিক্ষার্থীর তাপমাত্রা মাপা হবে। এইজন্য বিভাগগুলোকে অনুষদ থেকেই আটটি তাপমাত্রা মাপার মেশিন দেওয়া হবে।
 
তিনি  আরও বলেন, পরীক্ষার রুটিন বিভাগগুলো নিজেরাই তৈরি করবে। সশরীরে পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি আমরা অনলাইন পরীক্ষার যে নীতিমালা সে হিসেবেও প্রস্তুতি নিয়ে রাখা হবে। যাতে সঠিক সময়েই পরীক্ষা নিতে পারি। অনলাইন পরীক্ষা নিতে তো কিছু স্কিল দরকার, আমাদের শিক্ষকদের যাতে সেটা ডেভলপ করা থাকে সেই ব্যবস্থা করবো। প্রত্যেক বিভাগকে দুটি টিম প্রস্তুত করতে বলা হয়েছে। একটি হল সেফটি টিম, অপরটি হল টেকনিক্যাল টিম। টেকনিক্যাল টিম অনলাইন নীতিমালার ওপর প্রস্তুতি নিয়ে কাজ করবে।
 
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস বলেন, আমাদের বিভাগগুলো ১৬ সেপ্টেম্বরের মধ্যে অনুষদে রুটিন জমা দিবে। আর আমাদের পরীক্ষা তো শুরু হবে অফিশিয়ালি ৭ অক্টোবর থেকে। তবে সেটা তারপরেও যেতে পারে, আর পূজার যেহেতু ছুটি সেহেতু কোনো বিভাগ ৭ তারিখে শুরু না করে পূজার ছুটির পরও শুরু করতে পারে, এসব বিভাগের ওপর নির্ভর করবে। পরীক্ষার সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চের দূরত্ব রাখা হবে। আগে দুই রুমে পরীক্ষা হত, এইবার চার রুমে পরীক্ষা হবে।
 
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, সশরীরে পরীক্ষা নেয়ার জন্য  স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে এক বিভাগের একাধিক বর্ষকে না এনে পরীক্ষা নিতে হবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমার অনুষদের মিটিং আগামী বৃহস্পতিবার দিয়েছি, তার আগে আমি অনুষদের সব বিভাগের চেয়ারম্যানদের একাডেমিক কমিটির মাধ্যমে পরীক্ষার রুটিন করতে নির্দেশ দিয়েছি।

এমএসএম / এমএসএম

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ

ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ

জ্ঞানার্জন করো কিন্তু জ্ঞানপাপী হইও না: বাউবি উপাচার্য ড. ওবায়দুল ইসলাম