ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

পুতিনের ওপর ‘খুশি নন’ ট্রাম্প, নিষেধাজ্ঞার হুমকি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৫-২০২৫ দুপুর ১২:৪৯

ইউক্রেনে রুশ বাহিনীর সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত সতর্কবার্তাও দিয়েছেন তিনি।
রোববার নিউ জার্সি অঙ্গরাজ্য থেকে রাজধানী ওয়াশিংটনে ফেরার আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, “রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সবসময়ই আমার সম্পর্ক ভালো। আমার মনে হয়, তার কিছু একটা হয়েছে। তিনি কি পুরোপুরি পাগল হয়ে গেছেন?”
“আমি তার ওপর খুশি নই। কারণ যখন আমরা যুদ্ধ শেষ করার জন্য সংলাপ শুরু করেছি এবং তা মাঝামাঝি পর্যায়ে রয়েছে, সে সময় কিয়েভ ও অন্যান্য শহরে ড্রোন হামলার নির্দেশ দিয়েছেন তিনি। এটা আমার ভালো লাগেনি….দেখা যাক, সামনে কী হয়।”
এ সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, রাশিয়া বা পুতিনের ওপর তিনি নিষেধাজ্ঞা জারি করবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, “যদি এমন ঘটনা বার বার ঘটে, তাহলে অবশ্যই।”
শনিবার রাতভর ইউক্রেনে ৩৬০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে রুশ বাহিনী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের গত সাড়ে তিন বছরে এটি ছিল রুশ বাহিনীর সর্ববৃহৎ ড্রোন হামলা। এতে নিহত হয়েছেন অন্তত ১২ জন।
শনিবারের হামলার পর রোববার রাতেও ইউক্রেনের বিভিন্ন শহরের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা। তবে এই হামলায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহজুড়ে রাজধানী মস্কোসহ রাশিয়ার বিভিন্ন শহরের সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে অন্তত ৭৬৪টি ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বাহিনী। সেই হামলার জবাব দিতেই শনিবারের হামলা চালানো হয়েছিল।
নিউজার্সিতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিরও কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। জেলেনস্কির প্রসঙ্গে তিনি বলেছেন, “প্রেসিডেন্ট জেলেনস্কি যেসব কথাবার্তা বলছেন, তা তার দেশের কোনো উপকারে আসছে না; বরং তার মুখ থেকে যা বেরোচ্ছে— তা আরও সমস্যার সৃষ্টি করছে। আমি এটা পছন্দ করছি না। তিনি মুখ বন্ধ রাখলেই ভালো করবেন।”
গত সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সংকটগুলোর মধ্যে একটি। গত ২০২৪ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর ট্রাম্প বলেছিলেন, ক্ষমতা গ্রহণের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানকে তিনি অগ্রাধিকার দেবেন।
২০২৫ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেন ট্রাম্প। তারপর থেকে যুদ্ধ থামানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। সম্প্রতি তুরস্কে দুই দেশের সরকারি প্রতিনিধিরা সংলাপে বসেছিলেন। সেই সংলাপের পর গত কয়েক দিনে মস্কো ও কিয়েভ ১ হাজার করে যুদ্ধবন্দিকে মুক্তিও দিয়েছে।

সূত্র : আরটি, আনাদোলু এজেন্সি

 

Aminur / Aminur

পর্তুগালে নাগরিকত্ব আইনের কিছু ধারা আটকে দিল আদালত

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, ক্রীড়া তারকাসহ নিহত ৭

সৌদিআরবে বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ পালন

ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআই উপপ্রধান

মেড ইন সৌদি ২০২৫ এক্সপোতে সৌদি–বাংলাদেশ বাণিজ্যে নতুন অধ্যায়

২০২৫ সালে ৫,০০০০০ সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া

ফিলিস্তিনি ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

সীমান্ত উত্তেজনার মধ্যেই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা থাইল্যান্ডের

সৌদি আরবে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র‌্যাপার

রাশিয়ার সাবমেরিনে ইউক্রেনের হামলা

বিজয় দিবসে মোদির পোস্ট— একবারও উল্লেখ করলেন না বাংলাদেশের নাম

এক ঘণ্টার বর্ষণে মরক্কোতে আকস্মিক বন্যা, ২১ জন নিহত