অক্টোবরে ছাত্রী হলে উঠা হচ্ছেনা জবি শিক্ষার্থীদের

আগামী ৭ অক্টোবর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সশরীরে পরীক্ষার সিদ্ধান্ত হলেও অক্টোবর থেকেই বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে উঠা হচ্ছেনা বিশ্ববিদ্যালয়টির ছাত্রীদের। বিশ্ববিদ্যালয় পুরোপুরি খুলে দিলে তবেই ছাত্রীরা হলে উঠতে পারবেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) দৈনিক সকালের সময়ের সাথে ফোনালাপে বিষয়টি নিশ্চিত করেছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম।
তিনি বলেন, অক্টোবরের ৭ তারিখ থেকে তো শুধু পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয় তো আর খুলে দিচ্ছেনা। উপাচার্য মহোদয় বলেছেন, বিশ্ববিদ্যালয় যখন খুলে দিবে তখন ছাত্রীরা হলে উঠবে। এখন তো শুধু পরীক্ষা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয় পুরোপুরি খুলে দেওয়ার সিদ্ধান্ত তো আর হয়নি। তাই যখন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে, একাডেমিক কার্যক্রম শুরু হবে তখন ছাত্রীরা হলে উঠবেন। এখনও হলের অল্প কিছু কাজ বাকি আছে, আমরা সেটা দ্রুত শেষ করার চেষ্টা করছি।
এছাড়াও আগামী সপ্তাহ থেকে ছাত্রী হলে সিট বরাদ্দের জন্য অনলাইনে আবেদন শুরু হবে বলেও তিনি জানান। তিনি বলেন, হলের নীতিমালায় কিছু সংশোধনের প্রয়োজন ছিল। সিন্ডিকেটে তা সংশোধনের নির্দেশ দিয়েছিল। আমরা আজ সব কাজ শেষ করেছি। উপাচার্য মহোদয়ের স্বাক্ষর নিয়ে আগামীকালই আইটি দপ্তরে পাঠাবো। দুই-তিন দিনের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে। আশা করি আগামী সপ্তাহ থেকেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
হলে ছাত্রী তুলার ব্যাপারে ঢাকার বাইরের শিক্ষার্থীদের দূরত্ব ও মেধাকে অগ্রাধীকার দেওয়া হবে বলেও তিনি জানান। এবিষয়ে তিনি বলেন, ঢাকার বাইরের যেসব ছাত্রী অনেকটা দূরের তাদেরকে অগ্রাধীকার দেওয়া হবে। মেধার ভিত্তিতেও মূল্যায়ন করা হবে। আর ছাত্রীদের সিট বরাদ্দের ক্ষেত্রে প্রতি বর্ষ অনুসারে আমরা সিটের বরাদ্দ করেছি। মাস্টার্সের শিক্ষার্থীরা বেশি সিট বরাদ্দ পাবে, এর পর অনার্স চতুর্থ বর্ষের, এরপর তৃতীয় বর্ষের। এভাবে বর্ষ অনুসারে সিট বরাদ্দ কমবে। আমরা প্রতিটি বর্ষের শিক্ষার্থীদের জন্যই সিট বরাদ্দ রেখেছি।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলটির নির্মাণের প্রথম দফায় মেয়াদ ছিল ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত। কাজ শেষ না হলে বাড়ে দ্বিতীয় মেয়াদ ২০১৩ সালের জুন থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত। এরপর তৃতীয় দফায় মেয়াদ ২০১৬ সালের জুন থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। পরে ২০১৮ সালের জুন থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছিল। সর্বশেষ মেয়াদ আরও বৃদ্ধি করায় বর্তমানে ফিনিশিং এর কাজ চলমান রয়েছে। কাজ বাকি থাকতেই গতবছরের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে হলের উদ্বোধন করে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
এমএসএম / এমএসএম

জবি ছাত্রদল নেতা খুনে ক্ষোভ, বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও দুই দিনের শোক ঘোষণা

অগ্নি দুর্ঘটনা: শিক্ষক-কর্মচারীদের সতর্ক থাকতে বলল মাউশি

বর্ষা মাহিরের প্রেমের বলি জবি ছাত্রদল নেতা জোবায়েদ

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

'ফিজিক্যালি চ্যালেঞ্জড' শিক্ষার্থীদের বৃত্তি ও উপহার সামগ্রী দিল জবি শিবির

মতামতবিহীন মতবিনিময় সভায় পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যান: সাংবাদিকদের প্রশ্নে বাধা

‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগানে শিক্ষকদের পতাকা মিছিল

শাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলনে গোবিপ্রবি উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন

২০ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: অর্জন, সংকট ও নতুন স্বপ্নে একুশে পদার্পণ

রাকসুর ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে, বাড়ানো হয়েছে পরীক্ষকদের সম্মানী

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ
Link Copied