ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

শিক্ষার্থীর ওপর হামলা, নির্যাতন ও বহিষ্কারের প্রতিবাদে জাককানইবিতে মানববন্ধন


মো. আরাফাত রহমান, জাককানইবি photo মো. আরাফাত রহমান, জাককানইবি
প্রকাশিত: ১৪-৯-২০২১ দুপুর ৪:২৭

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) আইন ও বিচার বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু আইন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক রহমানের ওপর হামলা, নির্যাতন ও অবৈধ বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদিকুল ইসলাম সকাল। তিনি বলেন, আজ বিশ্ববিদ্যালয় একচেটিয়া কিছু সন্ত্রাসীর নিয়ন্ত্রণে চলে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ভাড়াটিয়া চাকরে পরিণত হয়েছে। সন্ত্রাসীরা বঙ্গবন্ধু আইন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক রহমানের ওপর হামলা ও নির্যাতন চালিয়েছে। পরীক্ষার হলে ঢুকে তাকে শিক্ষকদের সামনে মারধর করেছে ও গুলি করে হত্যার হুমকি দিয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই। সন্ত্রাসীদের উপযুক্ত বিচার করতে হবে।

মানববন্ধনে উপস্থিত হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জল কুমার প্রধান বলেন, বহিষ্কারের প্রতিবাদে শিক্ষার্থী হিসেবে আপনাদের প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। আপনারা স্মারকলিপি জমা দেন। আমরা প্রশাসনিকভাবে বিষয়টি খতিয়ে দেখব। 

মানববন্ধন শেষে জাককানইবি প্রক্টরের কাছে তারা একটি স্মারকলিপি জমা দেন এবং পরীক্ষার হলে ঢুকে তারেক রহমানের ওপর হামলার বিষয়ে আলাদা একটি অভিযোগপত্র দেয়া দেয়া হয়।

প্রসঙ্গত, গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বঙ্গবন্ধু আইন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক রহমানসহ আরো তিন শিক্ষার্থীকে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়।

এমএসএম / জামান

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত