ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

স্কাউটিং নিজেকে চেনার বড় দরজা: প্রধান উপদেষ্টা ড. ইউনূস


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ২৩-৬-২০২৫ দুপুর ৪:১০

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “স্কাউটিং শুধু শৃঙ্খলা শেখায় না, এটি নিজেকে ও দুনিয়াকে আবিষ্কারের একটি বড় সুযোগও তৈরি করে।” তিনি বলেন, “গৎবাঁধা ছাত্রজীবনে নিজের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকে না। স্কাউটিং সেই সুযোগ করে দেয়—নিজেকে চেনার পাশাপাশি অন্যদেরও চেনানোর পথ খুলে দেয়।”

সোমবার (২৩ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটস আয়োজিত ‘কাব কার্নিভাল’-এর উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে। দেশের জন্য জীবন দিয়েছেন এমন চারজন স্কাউট সদস্য রয়েছেন—এমন আত্মত্যাগ স্কাউটিং ইতিহাসে বিশ্বে বিরল।”

১৯৫৫ সালে স্কাউট হিসেবে ইউরোপ ও আমেরিকা সফরের স্মৃতিচারণ করে ড. ইউনূস বলেন, “তখন উড়োজাহাজের ভাড়া এত বেশি ছিল যে আমরা নিউইয়র্ক যেতে লন্ডন থেকে জাহাজে উঠেছিলাম। জাহাজে গান-বাজনা আর ফুর্তিতে পুরো পরিবেশ স্কাউটরাই মাতিয়ে রেখেছিল। ফিরতি যাত্রায়ও আমরা নিউইয়র্ক থেকে লন্ডন পর্যন্ত জাহাজে ফিরেছিলাম। এমন আনন্দ আর অভিজ্ঞতা উড়োজাহাজে হলে পেতাম না।”

তিনি জানান, “পরে তিনটি মাইক্রোবাস কিনে আমরা ইউরোপ ঘুরে ৬ মাস ধরে পাকিস্তান পর্যন্ত ফিরেছিলাম। ইউরোপের কোনো শহরই আমাদের ভ্রমণ তালিকা থেকে বাদ যায়নি।”

অনুষ্ঠানে আন্দোলনকালে নিহত ৮ স্কাউট সদস্যের পরিবারের হাতে সাহসিকতা পদক ও অন্যান্য স্কাউটদের মাঝে শাপলা কাব অ্যাওয়ার্ডসহ বিভিন্ন স্বীকৃতি তুলে দেওয়া হয়। ড. ইউনূস অনুষ্ঠানে সারাদেশে ৫২৭টি স্থানে একযোগে শুরু হওয়া কাব কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এমএসএম / এমএসএম

সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মানুষের কাজে আসবে না : রাশেদা কে চৌধুরী

৭ জেলায় নতুন পুলিশ সুপার

দেশ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা

সরকারের হাজার প্রকল্প থাকলেও ওয়েবসাইটে পর্যাপ্ত তথ্য নেই

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা: এলএমজি ৫ লাখ, শটগানে ৫০ হাজার

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

সেপ্টেম্বরে ডেঙ্গুর সর্বোচ্চ প্রকোপ হতে পারে

অমীমাংসিত বিষয় সমাধানে বাংলাদেশ-পাকিস্তান একমত

৫ স্মারক ও এক চু‌ক্তি সই করল বাংলাদেশ-পা‌কিস্তান