ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

স্কাউটিং নিজেকে চেনার বড় দরজা: প্রধান উপদেষ্টা ড. ইউনূস


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ২৩-৬-২০২৫ দুপুর ৪:১০

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “স্কাউটিং শুধু শৃঙ্খলা শেখায় না, এটি নিজেকে ও দুনিয়াকে আবিষ্কারের একটি বড় সুযোগও তৈরি করে।” তিনি বলেন, “গৎবাঁধা ছাত্রজীবনে নিজের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকে না। স্কাউটিং সেই সুযোগ করে দেয়—নিজেকে চেনার পাশাপাশি অন্যদেরও চেনানোর পথ খুলে দেয়।”

সোমবার (২৩ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটস আয়োজিত ‘কাব কার্নিভাল’-এর উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে। দেশের জন্য জীবন দিয়েছেন এমন চারজন স্কাউট সদস্য রয়েছেন—এমন আত্মত্যাগ স্কাউটিং ইতিহাসে বিশ্বে বিরল।”

১৯৫৫ সালে স্কাউট হিসেবে ইউরোপ ও আমেরিকা সফরের স্মৃতিচারণ করে ড. ইউনূস বলেন, “তখন উড়োজাহাজের ভাড়া এত বেশি ছিল যে আমরা নিউইয়র্ক যেতে লন্ডন থেকে জাহাজে উঠেছিলাম। জাহাজে গান-বাজনা আর ফুর্তিতে পুরো পরিবেশ স্কাউটরাই মাতিয়ে রেখেছিল। ফিরতি যাত্রায়ও আমরা নিউইয়র্ক থেকে লন্ডন পর্যন্ত জাহাজে ফিরেছিলাম। এমন আনন্দ আর অভিজ্ঞতা উড়োজাহাজে হলে পেতাম না।”

তিনি জানান, “পরে তিনটি মাইক্রোবাস কিনে আমরা ইউরোপ ঘুরে ৬ মাস ধরে পাকিস্তান পর্যন্ত ফিরেছিলাম। ইউরোপের কোনো শহরই আমাদের ভ্রমণ তালিকা থেকে বাদ যায়নি।”

অনুষ্ঠানে আন্দোলনকালে নিহত ৮ স্কাউট সদস্যের পরিবারের হাতে সাহসিকতা পদক ও অন্যান্য স্কাউটদের মাঝে শাপলা কাব অ্যাওয়ার্ডসহ বিভিন্ন স্বীকৃতি তুলে দেওয়া হয়। ড. ইউনূস অনুষ্ঠানে সারাদেশে ৫২৭টি স্থানে একযোগে শুরু হওয়া কাব কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এমএসএম / এমএসএম

প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে ফিরছে এপিবিএন

৪৭তম বিসিএস প্রিলিমিনারি শুরু, শেষ হবে দুপুর ১২টায়

শুধু অতীত নয়, বর্তমানের দুর্নীতিও থামাতে হবে : জ্বালানি উপদেষ্টা

রাকসু-চাকসু নির্বাচনও ভালোভাবে হবে, আশা স্বরাষ্ট্র উপদেষ্টার

ডিসেম্বরেই হতে পারে ২৬-এর বইমেলা

একদিনে ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ৬৪৭

উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে: ডিএমপি কমিশনার

নির্বাচন কমিশন ও নির্বাচন কর্মকর্তা সংক্রান্ত দুই অধ্যাদেশ অনুমোদন

জাতীয় ভোটের জন্য ৭০ শতাংশ কেনাকাটা শেষ: ইসি সচিব

ইসির ২ আইন সংস্কার প্রস্তাবের অনুমোদন

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

সাইফুজ্জামান চৌধুরীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার