স্কাউটিং নিজেকে চেনার বড় দরজা: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “স্কাউটিং শুধু শৃঙ্খলা শেখায় না, এটি নিজেকে ও দুনিয়াকে আবিষ্কারের একটি বড় সুযোগও তৈরি করে।” তিনি বলেন, “গৎবাঁধা ছাত্রজীবনে নিজের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকে না। স্কাউটিং সেই সুযোগ করে দেয়—নিজেকে চেনার পাশাপাশি অন্যদেরও চেনানোর পথ খুলে দেয়।”
সোমবার (২৩ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটস আয়োজিত ‘কাব কার্নিভাল’-এর উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে। দেশের জন্য জীবন দিয়েছেন এমন চারজন স্কাউট সদস্য রয়েছেন—এমন আত্মত্যাগ স্কাউটিং ইতিহাসে বিশ্বে বিরল।”
১৯৫৫ সালে স্কাউট হিসেবে ইউরোপ ও আমেরিকা সফরের স্মৃতিচারণ করে ড. ইউনূস বলেন, “তখন উড়োজাহাজের ভাড়া এত বেশি ছিল যে আমরা নিউইয়র্ক যেতে লন্ডন থেকে জাহাজে উঠেছিলাম। জাহাজে গান-বাজনা আর ফুর্তিতে পুরো পরিবেশ স্কাউটরাই মাতিয়ে রেখেছিল। ফিরতি যাত্রায়ও আমরা নিউইয়র্ক থেকে লন্ডন পর্যন্ত জাহাজে ফিরেছিলাম। এমন আনন্দ আর অভিজ্ঞতা উড়োজাহাজে হলে পেতাম না।”
তিনি জানান, “পরে তিনটি মাইক্রোবাস কিনে আমরা ইউরোপ ঘুরে ৬ মাস ধরে পাকিস্তান পর্যন্ত ফিরেছিলাম। ইউরোপের কোনো শহরই আমাদের ভ্রমণ তালিকা থেকে বাদ যায়নি।”
অনুষ্ঠানে আন্দোলনকালে নিহত ৮ স্কাউট সদস্যের পরিবারের হাতে সাহসিকতা পদক ও অন্যান্য স্কাউটদের মাঝে শাপলা কাব অ্যাওয়ার্ডসহ বিভিন্ন স্বীকৃতি তুলে দেওয়া হয়। ড. ইউনূস অনুষ্ঠানে সারাদেশে ৫২৭টি স্থানে একযোগে শুরু হওয়া কাব কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এমএসএম / এমএসএম
সরকারি মেডিকেল কলেজে আসন কমলো ২৮০টি
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৭৯
ডিএমপির পাঁচ এডিসিকে বদলি
সর্বোচ্চটুকু দিয়ে সরকার অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করবে
একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
সেবাগ্রহীতাদের সাথে দুর্ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
নিষিদ্ধ সংগঠনগুলো বিক্ষোভের চেষ্টা করলে আইনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ হবে
মাঠ পর্যায় থেকে উঠে যাচ্ছে এনআইডির বয়স সংশোধন
আজও দেশব্যাপী শিক্ষকদের ক্লাস বর্জন, বিকেলে ফের বৈঠক
ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৫
নন-এমপিও শিক্ষকদের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা