নারী-শিশুর নিরাপত্তায় নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার
নতুন বাংলাদেশে নারী ও শিশুদের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, এই নবযাত্রা উৎসর্গ করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায়, উৎসর্গ করা হয়েছে ১১ জন নারী শহীদ, শত শত আহত নারী ও শিশু, এবং সাহসী ‘জুলাই কন্যাদের’, যারা প্রতিবাদের মাধ্যমে পরিবর্তনের ডাক দিয়েছিলেন।
বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত “নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মশালা”-তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বেবী বিধান রঞ্জন রায় পোদ্দার এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি, গার্লস গাইড, জুলাইকন্যা, শিক্ষার্থী, যুব সমাজ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন।
শারমীন এস মুরশিদ বলেন, নারী ও শিশুরা আজ পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, গণপরিবহন, সাইবার জগৎসহ বিভিন্ন ক্ষেত্রে সহিংসতা ও নির্যাতনের শিকার হচ্ছে। সহিংসতার ধরন ও ক্ষেত্রের বিস্তৃতি বাড়ছে। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের একার পক্ষে কিছু করা সম্ভব নয়। প্রয়োজন সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা।
তিনি জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বেশকিছু কার্যক্রম চালু করেছে। এর মধ্যে রয়েছে ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত কুইক রেসপন্স টিম গঠন, সোশ্যাল ফোর্সের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে সম্প্রসারণ, ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার ও সেল চালু, মনোসামাজিক ও আইনি সহায়তা, ডিএনএ টেস্ট, ট্রমা কাউন্সেলিং, হেল্পলাইন ১০৯, সেইফ সেল্টার হোম, কমিউনিটি হাব, সাইবার ইউনিট, লিগ্যাল ও জেন্ডার এক্সপার্ট পুল, হেল্পলাইন সার্ভিস প্রোভাইডার পুল, সাইকোসোস্যাল ও সাইকিয়াট্রিক সেবা পুল গঠনসহ নানাবিধ উদ্যোগ।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় আমরা এমন একটি সমতাভিত্তিক বাংলাদেশ কল্পনা করি, যেখানে প্রতিটি নারী ও শিশু সুরক্ষিত থাকবে, মর্যাদার সঙ্গে বেড়ে উঠবে এবং তাদের অধিকার নিশ্চিত হবে ভালোবাসা ও যত্নের আবহে।
অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন মাদ্রাসা, গার্লস গাইড, জুলাইকন্যা ও শিক্ষার্থীরা। উপদেষ্টা শারমীন এস মুরশিদ তাদের মতামত শোনেন এবং নারী ও শিশুকল্যাণে মন্ত্রণালয়ের করণীয় বিষয়ে আলোকপাত করেন।
এমএসএম / এমএসএম
সরকারি মেডিকেল কলেজে আসন কমলো ২৮০টি
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৭৯
ডিএমপির পাঁচ এডিসিকে বদলি
সর্বোচ্চটুকু দিয়ে সরকার অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করবে
একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
সেবাগ্রহীতাদের সাথে দুর্ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
নিষিদ্ধ সংগঠনগুলো বিক্ষোভের চেষ্টা করলে আইনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ হবে
মাঠ পর্যায় থেকে উঠে যাচ্ছে এনআইডির বয়স সংশোধন
আজও দেশব্যাপী শিক্ষকদের ক্লাস বর্জন, বিকেলে ফের বৈঠক
ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৫
নন-এমপিও শিক্ষকদের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা