ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

নারী-শিশুর নিরাপত্তায় নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৬-২০২৫ রাত ৯:২৬

নতুন বাংলাদেশে নারী ও শিশুদের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, এই নবযাত্রা উৎসর্গ করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায়, উৎসর্গ করা হয়েছে ১১ জন নারী শহীদ, শত শত আহত নারী ও শিশু, এবং সাহসী ‘জুলাই কন্যাদের’, যারা প্রতিবাদের মাধ্যমে পরিবর্তনের ডাক দিয়েছিলেন।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত “নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মশালা”-তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বেবী বিধান রঞ্জন রায় পোদ্দার এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি, গার্লস গাইড, জুলাইকন্যা, শিক্ষার্থী, যুব সমাজ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন।

শারমীন এস মুরশিদ বলেন, নারী ও শিশুরা আজ পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, গণপরিবহন, সাইবার জগৎসহ বিভিন্ন ক্ষেত্রে সহিংসতা ও নির্যাতনের শিকার হচ্ছে। সহিংসতার ধরন ও ক্ষেত্রের বিস্তৃতি বাড়ছে। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের একার পক্ষে কিছু করা সম্ভব নয়। প্রয়োজন সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা।

তিনি জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বেশকিছু কার্যক্রম চালু করেছে। এর মধ্যে রয়েছে ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত কুইক রেসপন্স টিম গঠন, সোশ্যাল ফোর্সের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে সম্প্রসারণ, ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার ও সেল চালু, মনোসামাজিক ও আইনি সহায়তা, ডিএনএ টেস্ট, ট্রমা কাউন্সেলিং, হেল্পলাইন ১০৯, সেইফ সেল্টার হোম, কমিউনিটি হাব, সাইবার ইউনিট, লিগ্যাল ও জেন্ডার এক্সপার্ট পুল, হেল্পলাইন সার্ভিস প্রোভাইডার পুল, সাইকোসোস্যাল ও সাইকিয়াট্রিক সেবা পুল গঠনসহ নানাবিধ উদ্যোগ।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় আমরা এমন একটি সমতাভিত্তিক বাংলাদেশ কল্পনা করি, যেখানে প্রতিটি নারী ও শিশু সুরক্ষিত থাকবে, মর্যাদার সঙ্গে বেড়ে উঠবে এবং তাদের অধিকার নিশ্চিত হবে ভালোবাসা ও যত্নের আবহে।

অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন মাদ্রাসা, গার্লস গাইড, জুলাইকন্যা ও শিক্ষার্থীরা। উপদেষ্টা শারমীন এস মুরশিদ তাদের মতামত শোনেন এবং নারী ও শিশুকল্যাণে মন্ত্রণালয়ের করণীয় বিষয়ে আলোকপাত করেন।

এমএসএম / এমএসএম

প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে ফিরছে এপিবিএন

৪৭তম বিসিএস প্রিলিমিনারি শুরু, শেষ হবে দুপুর ১২টায়

শুধু অতীত নয়, বর্তমানের দুর্নীতিও থামাতে হবে : জ্বালানি উপদেষ্টা

রাকসু-চাকসু নির্বাচনও ভালোভাবে হবে, আশা স্বরাষ্ট্র উপদেষ্টার

ডিসেম্বরেই হতে পারে ২৬-এর বইমেলা

একদিনে ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ৬৪৭

উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে: ডিএমপি কমিশনার

নির্বাচন কমিশন ও নির্বাচন কর্মকর্তা সংক্রান্ত দুই অধ্যাদেশ অনুমোদন

জাতীয় ভোটের জন্য ৭০ শতাংশ কেনাকাটা শেষ: ইসি সচিব

ইসির ২ আইন সংস্কার প্রস্তাবের অনুমোদন

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

সাইফুজ্জামান চৌধুরীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার