আবাসন সঙ্কটে বিপাকে জবি শিক্ষার্থীরা

আগামী ৭ অক্টোবর থেকে বিভিন্ন বর্ষের আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা সশরীরে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ইতোমধ্যে বিভিন্ন বিভাগ পরীক্ষার সময়সূচিও ঘোষণা করছে। পরীক্ষার ঘোষণার পর থেকেই বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কোনো হল না থাকায় এবং ছাত্রীদের একমাত্র হলটি এখনও চালু না হওয়ায় আবাসন সমস্যা নিয়ে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোনো আবাসিক হল না থাকায় সবাই পুরান ঢাকা ও তার আশেপাশের এলাকায় বিভিন্ন মেসবাসা ভাড়া করে থাকেন। গতবছর করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলে অধিকাংশ শিক্ষার্থীই নিজেদের গ্রামের বাড়ি চলে যান। বিশ্ববিদ্যালয় না খোলায় পরে তারা সেসব মেস বাসা ছেড়েও দেন। গত ৭ সেপ্টেম্বর পরীক্ষার ঘোষণা দিলে শিক্ষার্থীরা ঢাকায় ফিরতে শুরু করেন এবং মেস বাসা খুঁজতে থাকেন। কিন্তু হঠাৎ করেই বাসার চাহিদা বেড়ে যাওয়ায় পুরান ঢাকার বাড়িওয়ালারা বাসা ভাড়া বাড়ানোসহ নানান শর্ত জুড়ে দিচ্ছেন। বাড়তি ভাড়া ও নানান শর্তে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের বাসার চাহিদা বেড়ে যাওয়ায় অবৈধভাবে ভাড়া বাড়াচ্ছেন পুরান ঢাকার বাড়িওয়ালারা। অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের হওয়ায় তাদের পক্ষে বাড়তি ভাড়া দিয়ে ঢাকায় অবস্থান করা অনেকটাই কঠিন। সেই সাথে এই এলাকায় মেস বাণিজ্যের কারণে আরো বেশি বেকায়দায় পড়েছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকের শিক্ষার্থী এখলাস বলেন, ৭ তারিখে পরীক্ষার ঘোষণার পর থেকেই বাসা খুঁজছি। কিন্তু ভাড়া অনেক বেশি, বাড়িওয়ালারা সুজোগ নিচ্ছে। সাথে নানান ধরণের শর্ত তো আছেই। এমন অবস্থায় বিপদে পড়ে গেছি।
গণিত বিভাগের শিক্ষার্থী মেহেদী বলেন, পরীক্ষার ঘোষণার পর থেকেই বাসা খুঁজতেছি। বাড়িওয়ালারা ভাড়া অনেক বাড়িয়েছে সাথে নানান ধরণের শর্ত দেয়, তিনমাসের ভাড়া এডভান্স করতে বলে। আমরা তো ছাত্র, আমাদের পক্ষে এসব শর্ত মানা সম্ভব না। এসব শর্ত না মানলে বাসা পাওয়াও সম্ভব না
এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য একমাত্র নবনির্মিত হলটি চালু না হওয়ায় সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন তারা। শিক্ষার্থীরা আশায় ছিলেন অক্টোবর থেকেই হলে উঠতে পারবেন তারা। কিন্তু বিশ্ববিদ্যালয় পুরোপুরি খুলে দেওয়ার পর হলে ছাত্রী উঠানোর সিদ্ধান্তে বিপাকে পড়েছেন তারা। আগে থেকেই বাসা না খোঁজায় আবাসিক সমস্যায় পড়েছেন ছাত্রীরা।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শবনম বলেন, আশায় ছিলাম হল খুলে দিবে। কিন্তু তা তো আর হলোনা। এখন বাসা নিতে গিয়ে দেখি ভাড়া অনেক বেশি। অনেক ধরণের শর্ত দিচ্ছে। তারপরও বাসা খুঁজে পাচ্ছিনা। অনেক শিক্ষার্থী একসাথে ঢাকা আসায় বাড়িওয়ালারা সুজোগ নেওয়ার চেষ্টা করছে।
বাংলা বিভাগের ছাত্রী রেজওয়ানা বলেন, কয়েকজন বান্ধবী মিলে থাকবো বলে বাসা খুঁজছি এক সপ্তাহ থেকে। যেখানেই যাই ভাড়া অনেক বেশি। মেসে সিট নিতে গেলেও সমস্যার সম্মুখীন হচ্ছি। করোনার কারণে নিরপত্তারও একটা ব্যাপার আছে।
এছাড়াও শিক্ষার্থীদের অভিযোগ কতিপয় অসাধু ব্যক্তি পুরান ঢাকায় মেস বাণিজ্য করায় তাদের বাসা নিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মেসে অতিরিক্ত ভাড়া আদায় করে শিক্ষার্থীদের আর্থিক ক্ষতির মুখে ফেলেন তারা। সেই সাথে বাড়িওয়ালাদের ভাড়া বৃদ্ধি ও নানান রকম শর্তে শিক্ষার্থীরা বাসা খুঁজতে গিয়ে দিশেহারা হয়ে পড়ছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল দৈনিক সকালের সময়কে বলেন, আমরা বাড়িওয়ালাদের সাথে কথা বলে তাদেরকে আগের ভাড়াটাই রাখার অনুরোধ করবো। যাতে তারা ভাড়া বাড়িয়ে শিক্ষার্থীদের বিপাকে না ফেলে। আর এডভান্সের ব্যাপারেও কথা বলবো, এমন শর্ত যেন না দেয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম দৈনিক সকালের সময়কে বলেন, এই বিষয়টি নিয়ে আমি প্রক্টর স্যারের সাথে আগামীকাল বসবো। দেখি বাড়িওয়ালাদের সাথে কথাবলে বাড়তি ভাড়া আর এডভান্সের ব্যাপারটার সমাধান করা যায় কিনা।
তিনি আরো বলেন, এখন স্পেসিফিক সমস্যা ছাড়া তো সব ঢালাওভাবে সমাধান করা আমাদের জন্য সম্ভব হয়না। আমাদের হল নেই, শিক্ষার্থীরা নানান সমস্যার সম্মুখীন হচ্ছে। মেসে পারসেন্টেজের একটা বিষয়ও আমাদের নজরে এসেছে। এর আগেও এমন সমস্যা আমাদের প্রক্টর স্যার সমাধান করেছিলেন। এব্যাপারে ছাত্র সংগঠনগুলো যদি এগিয়ে এসে সহযোগিতা করে তবে আরো ভালো হয়। আমাদের শিক্ষার্থীদেরই কল্যাণ হবে।
জামান / জামান

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ

ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ
