ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

গোপালগঞ্জে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৭-২০২৫ দুপুর ৩:২১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে নিহতদের মরদেহের ময়নাতদন্ত না হওয়া নিয়ে আলোচনার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রয়োজন হলে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনায় নিহতদের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।

আজ (শনিবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যদি প্রয়োজন হয়, তাহলে নিহতদের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের ঘটনায় অনেক সাংবাদিক জীবন বাজি রেখে লাইভ করেছেন, তাদের আমি ধন্যবাদ জানাই। লাইভের মাধ্যমে সাধারণ মানুষ সব দেখতে পেরেছে। গোপালগঞ্জের ঘটনায় একটি কমিটি গঠন করা হয়েছে, এই কমিটি নির্ধারণ করবে এর দায়টা আসলে কার। উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করা হয়েছে, কমিটি সমস্ত বিষয় সবার সামনে তুলে ধরবে।

থার্ড টার্মিনাল পরিদর্শন করে উপদেষ্টা বলেন, থার্ড টার্মিনাল ইমিগ্রেশনে কী পরিমাণ জনবল লাগবে, এসব বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য আমরা পরিদর্শনে এসেছিলাম। এছাড়া যারা বিদেশ থেকে আসে-যায় তাদের কী ধরনের সমস্যা হয়, ইমিগ্রেশনের ঝামেলা হয় কি না, এসব দেখার জন্য আমি আজ বিমানবন্দর পরিদর্শনে এসেছিলাম। 

তিনি বলেন, থার্ড টার্মিনাল এলাকাটা খুবই সুন্দর হয়েছে, বিদেশ থেকে আসা এবং যাওয়ার ক্ষেত্রে যে ধরনের সমস্যা সৃষ্টি হতো আগে, এটি চালু হয়ে গেলে এ ধরনের সমস্যা আর হবে না বলে আশা করা যায়। এটার অপারেশনাল ক্যাপাবিলিটি অনেক সুন্দর। 

কবে নাগাদ এটা চালু হতে পারে এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা আমাদের আন্ডারে নয়, সংশ্লিষ্টরা যখন সিদ্ধান্ত নেবেন তখনই এটি উদ্বোধন হবে। আমাকে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে থার্ড টার্মিনালের ৯৯. ১৮ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে।

এমএসএম / এমএসএম

সরকারি মেডিকেল কলেজে আসন কমলো ২৮০টি

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৭৯

ডিএমপির পাঁচ এডিসিকে বদলি

সর্বোচ্চটুকু দিয়ে সরকার অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করবে

একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

সেবাগ্রহীতাদের সাথে দুর্ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

নিষিদ্ধ সংগঠনগুলো বিক্ষোভের চেষ্টা করলে আইনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ হবে

মাঠ পর্যায় থেকে উঠে যাচ্ছে এনআইডির বয়স সংশোধন

আজও দেশব্যাপী শিক্ষকদের ক্লাস বর্জন, বিকেলে ফের বৈঠক

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৫

নন-এমপিও শিক্ষকদের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

দুই উপদেষ্টার পদত্যাগ দাবি শিক্ষকদের