ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারসহ ৯ দাবিতে উপাচার্য বরাবর জবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান
বিগত ১৭ বছরের শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলের সংগঠিত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্ত্রাসী কর্মকান্ডের বিচারসহ ৯ দফা দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল। রোববার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বরাবর এক স্মারকলিপিতে এ দাবি জানায় সংগঠনটি। দাবিগুলো হলো, বিগত ১৭ বছরে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে সংগঠিত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে; ছাত্রদল নেতৃবৃন্দের বৈষম্যমূলক শাস্তি প্রত্যাহার করতে হবে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ধরতে গেলে সাজিদ ভবনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এর পিছনে ছাত্রলীগের আশ্রয় দাতাদের উস্কানি এবং উদ্দেশ্য তদন্ত সাপেক্ষে বের করে আনতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কেনো এবং কিভাবে বহিষ্কার করা হলো তার সুনির্দিষ্ট কারণ লিখিতভাবে জানাতে হবে। যারা বিশৃঙ্খলা নিরসনে কাজ করেছে কোন তথ্যর ভিত্তিতে তাদের শাস্তি প্রদান করা হয়েছে তা ক্লিয়ার করতে হবে; বিচারকে প্রভাবিত করতে ভিসি ভবনে তালা দেয়াকে আমরা উদ্দেশ্যেপ্রণোদিত এবং অনৈতিক প্রভাব বলে চিহ্নিত করেছি। এর পেছনের দুরভিসন্ধি খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে। ভিসি ভবনে তালা দেয়া কেনো ভিসি মহোদয়কে অবমাননা বলে চিহ্নিত হবে না তার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে; ছাত্রলীগকে বাঁচাতে গিয়ে কারা কি উদ্দেশ্যে মব তৈরি করলো তা তদন্ত করে ব্যবস্থা নিতে হবে; সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে কারা কিভাবে ব্যবহার করছে তা সুস্পষ্ট ভাবে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে; শিক্ষক লাঞ্ছনার বিষয়টি সামনে এনে ছাত্রদলকে হেয় প্রতিপন্ন করা এবং ঘায়েল করার চেষ্টার পিছনের ষড়যন্ত্র বের করে ব্যবস্থা নিতে হবে। জুলাই আগস্ট আন্দোলনে যারা এক দফা আন্দোলনে অংশ নিয়েছে এবং কোন ফৌজদারি অপরাধ করেনি তাদের দায়মুক্তি দেয়া হোক। জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল বলেন,"আমরা ছাত্রলীগের প্রশ্নে বিন্দুমাত্র আপোষ করবোনা।সেক্ষেত্রে অবশ্যই আমরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিটি সন্ত্রাসীর বিচার দেখতে চাই। জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন," আমরা শুধু তাদেরই বিচার দাবী করি যাদের দ্বারা বিরোধী মতের শিক্ষার্থীরা নানান সময় নির্যাতনের শিকার হয়েছে।তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবেনা।কিন্তু আমরা এটিও চাই যে কোনো নিরপরাধ কেউ যেন এই তালিকায় না আসে।সেকারণেই আমরা জুলাই-আগস্ট এর এক দফা আন্দোলনে সক্রিয়দের ব্যাপারে সর্বোচ্চ বিবেচনা করে তাদের দায়মুক্তির দাবী জানিয়েছি" স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল,সদস্য সচিব শামসুল আরেফিন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ,যুগ্ম আহ্বায়ক সুমন সরদার,মোস্তাফিজুর রহমান রুমি সহ অন্যান্য নেতারা।
এমএসএম / এমএসএম
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা