ইবিতে নিহত সাজিদের শেষ ফোনকল নিয়ে রহস্য
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর ঘটনায় তার ফোনকল ঘিরে রহস্য দানা বেঁধেছে।
সর্বশেষ ক্যাম্পাসে তাকে দেখা যাওয়ার পর থেকে পুকুরে লাশ ভেসে ওঠার মধ্যে প্রায় ২৬ ঘণ্টায় সাজিদের ফোনে মোট পাঁচবার কল রিসিভ হয়। তার ফোনে এসব কল তারই তিনজন সহপাঠী ইমরান জাহান, নুসরাত ঐশী ও ইনসানুল ইমাম করেছিলেন বলে দাবি তাদের। তবে কল রিসিভ হলেও অপরপাশ থেকে কারও কথা শোনা যায়নি বলে দাবি কলদাতাদের। এ ঘটনা আলোচনায় এলে ক্যাম্পাসে নতুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার সন্ধায় ইনসান তার ফোন হ্যাক হয়েছে দাবি করে ফেসবুকে পোস্ট করেন। তার দাবি- সাজিদের সঙ্গে তার কল হিস্ট্রি এবং গ্যালারি থেকে প্রয়োজনীয় স্ক্রিনশট ডিলিট হয়ে গেছে। তার এই ফেসবুক পোস্ট ক্যাম্পাসে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাজিদকে সর্বশেষ বুধবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৩টায় ফুটবল মাঠে খেলতে দেখা যায়। চারটার পরে তারা খেলা শেষ করেছিল বলে জানিয়েছেন অন্য খেলোয়াড়রা। এরপর জিয়া মোড়ে ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী আব্দুল আলিম তাকে দেখেন। এরপর থেকে তাকে আর কেউ দেখেননি।
তারা আরও জানায়, তাকে যে পোশাকে খেলতে দেখা যায় পরদিন বৃহস্পতিবার ওই একই পোশাকে তার লাশ উদ্ধার করা হয়। তার লাশ ভেসে ওঠার সময় থেকে আগেরদিন ক্যাম্পাসে সর্বশেষ তাকে ঘুরতে দেখার মাঝের ২৬ ঘণ্টায় তার মোবাইল ফোনে পাঁচবার কল রিসিভ হয় বলে জানা গেছে।
বুধবার রাত ৮ টা ৪৮ মিনিটে তার নাম্বারে কল দেন তার বন্ধু আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ইমরান জাহান। ১৪ সেকেন্ডের মতো কল রিসিভ হলেও অপরপাশ থেকে কারও কথা শোনা যায়নি বলে জানান তিনি। আবারও কল দিলে একই ঘটনা ঘটে।
ইমরান বলেন, “আমি ভেবেছিলাম হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণে কথা শোনা যায়নি। এজন্য আর খোঁজ নেওয়া হয়নি।”
পরদিন বৃহস্পতিবার ক্যাম্পাসে লাশ ভেসে ওঠার খবর জানাজানি হওয়ার আধা ঘণ্টা আগে তার বান্ধবী চারুকলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী নুসরাত ঐশী বিকাল ৫টা ৩ মিনিটে সাজিদের নাম্বারে কল দিলে ১৩ সেকেন্ডের জন্য কল রিসিভ হয়। এর আধা ঘণ্টা পরেই পুকুরে লাশ ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়ে। প্রথম কলের ১ ঘণ্টা ৪৫ মিনিট পর এবং সাজিদের লাশ শনাক্ত হওয়ার পর সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে সাজিদের নাম্বারে ঐশী আবারও কল দিলে তা ১০ সেকেন্ডের জন্য রিসিভ হয়। উভয় কলেই অপরপাশ থেকে কারও কথা শোনা যায়নি বলে জানান ঐশী।
তিনি বলেন, “বৃহস্পতিবার সকালে সাজিদকে মেসেজ করলে কোনো রিপ্লাই না আসায় বিকালে কল দিয়েছিলাম।”
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ইনসান সাজিদকে কল দিলেও রিসিভ হয়নি। পরে বিকাল ৫টা ৫০ মিনিটে ইনসান সাজিদের নাম্বারে কল দিলে ২৫ সেকেন্ডের জন্য রিসিভ হয়। কিন্তু অপরপাশ থেকে কারও কথা শোনা যায়নি বলে জানান ইনসান।
এরমাঝে বিকাল সাড়ে ৫টার পর পুকুরে সাজিদের লাশ ভেসে ওঠে। পরে ৬টা ৪০ মিনিটে লাশ পাড়ে আনলে শিক্ষার্থীরা এটা সাজিদের লাশ বলে শনাক্ত করেন। পরে ৬টা ৪১ মিনিটে ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গোলাম রাব্বানী সাজিদের ঘনিষ্ঠ বন্ধু ইনসানকে সাজিদের খোঁজ নিতে বলেন। তখন ইনসান সাজিদের রুমে গিয়ে দরজা ধাক্কা দিলেও দরজা খোলেননি বলে দাবি ইনসানের।
ইনসান বলেন, “সাজিদের নাম্বারে কল দিলে ২৫ সেকেন্ডের জন্য রিসিভ হওয়া কলের রেকর্ড আমার কাছে থাকলেও কললিস্ট থেকে কল হিস্ট্রি ডিলিট হয়ে গেছে। একইসঙ্গে সাজিদের নাম্বারে কলের ডিটেইলসের স্ক্রিনশটও ফোনের গ্যালারি থেকে হারিয়ে গেছে। আমার মনে হয়, আমার ফোন হ্যাক করে গুরুত্বপূর্ণ ডাটা সরিয়ে ফেলা হচ্ছে।”
ইবি থানার ওসি মেহেদী হাসান বলেন, “মারা যাওয়ার আগে সাজিদের সঙ্গে যাদের কথা হতো সে বিষয়ে আমরা তথ্য পেয়েছি। সেটি নিয়ে আমরা কাজ করছি।”
এমএসএম / এমএসএম
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা