পূজার ছুটিতেও পরীক্ষা নেবে জবি, শিক্ষার্থীদের ক্ষোভ

আগামী ৭ অক্টোবর থেকে করোনার কারণে আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষা সশরীরে নিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যে অনেক বিভাগ পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে। এতেই ঘটেছে বিপত্তি। ১২ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হবে। কয়েকটি বিভাগ দুর্গাপূজার ছুটিতে পরীক্ষার সময়সূচি করায় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাঝে এক ধরনের অসন্তুষ্টি বিরাজ করছে।
জানায় যায়, ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দুর্গাপূজার ৫ দিনের বিপরীতে ছুটি মাত্র ২ দিন। পরিসংখ্যান বিভাগ, ইংরেজি বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগসহ বেশ কয়েকটি বিভাগ ষষ্ঠীপূজাতেও পরীক্ষা নেয়ার রুটিন প্রকাশ করেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির সনাতনী শিক্ষার্থীরা।
সনাতনী শিক্ষার্থীদের ভাষ্যমতে, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আর সকল সনাতনী শিক্ষার্থীরা এই দুর্গাপূজাকে কেন্দ্র করে অনেক পরিকল্পনা করে থাকেন। পূজার এই কয়টি দিন সমন্বয় করে পরীক্ষার সময়সূচি করার দাবি তাদের। এতে গ্রামে অবস্থানরত শিক্ষার্থীরা ঢাকায় মেস বাসা খুঁজে থিতু হওয়ার সময়ও পেত বলে জানিয়েছেন তারা। অন্যদিকে সনাতনী শিক্ষার্থীরা পরিবারের সাথে পূজার আনন্দও ভাগাভাগি করার সুজোগ পেতেন।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পিয়াল দাস অনুপ বলেন, সনাতন ধর্মের প্রধান উৎসব হচ্ছে দুর্গাপূজা। দেবী দুর্গার আগমন বাঙালির হৃদয়ে এক উৎসবমুখর পরিবেশের জন্ম দেয়। চারদিকে পূজার আমেজ আর ঢাকের শব্দ মনে এক অদ্ভুত আনন্দ দেয়। কিন্তু এতদিন করোনার কারণে বন্ধ থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঠিক পূজার আগ মুহূর্তে পরীক্ষার সিদ্ধান্ত নেয়, যা একজন সনাতন ধর্মাবলম্বী হিসেবে মেনে নিতে খুব খারাপ লাগে। কারণ, একদিকে পরীক্ষার একটা চাপ আর অন্যদিকে পূজার আনন্দ একসাথে সম্ভব নয়। পূজা আর পরীক্ষার সময়সূচি একসাথে হয়ে একটু বিড়ম্বনার সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী আবির রায় বলেন, আমার মতে পরীক্ষার রুটিনগুলো শিক্ষার্থীবান্ধব হওয়া উচিত। এটা পাবলিক বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত চিন্তার জায়গা। ক্লাস প্রতিনিধিত্ব যারা করে তাদের একবার জিজ্ঞাস করা উচিত যে তারা কমফোর্টেবল কিনা ওই তারিখে পরীক্ষা দিতে। যদিও এমনটা করা হয় না। তবে শুধুমাত্র পূজার জন্য নয়, যে কোনো ধর্মের ধর্মীয় অনুষ্ঠানের মাঝখানে পরীক্ষার ডেট ফিক্স করা সেই ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার সমতুল্য বলে আমি মনে করি। অনতিবিলম্বে যে কোনো ধর্মের ধর্মীয় অনুষ্ঠানের আগ মুহূর্তে পরীক্ষার ডেট দেয়া বন্ধ করা হোক।
গণিত বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভাশীষ মন্ডল বলেন, গত বছর তো করোনার কারনে বাড়ি গেলাম না আর এবার পরীক্ষার জন্য যাওয়া হবেনা। ৭ তারিখ একটা পরীক্ষা মাঝে পূজা তারপর আবার দশমীর পরদিন পরীক্ষা। কিভাবে বাড়ি যাই তবে। আর পরীক্ষার জন্য পড়া তো লাগবেই। প্রশাসন চাইলে পরীক্ষাটা একবারে পূজার এক সপ্তাহ পরে শুরু করতে পারতো। তাতে মনে হয় না খুব বেশি ক্ষতি হতো।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ১ম সেমিস্টারের ২টি পরীক্ষা পূজার নির্ধারিত ছুটির দিনে দেওয়া হয়েছে। ১২ অক্টোবর ফিজিক্যাল জিওগ্রাফি অব বাংলাদেশ এবং ১৪ অক্টোবর পপুলেশন জিওগ্রাফি নামক কোর্স দুটির পরীক্ষার কথা রুটিনে উল্লেখ করা হয়েছে।
এ ব্যপারে লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পূজার মধ্যে কোনো পরীক্ষা হবে না। আমি ডিন, আমাকে এ বিষয়ে জানানো হয়নি। রুটিন আমাকে দেয়ার কথা। কিন্তু এখনো ডিপার্টমেন্ট থেকে আমাকে রুটিন দেয়নি। এজন্য আমি এটা বলতে পারছি না। আমি এটার খোঁজ নেব। আর পূজার মধ্যে কোনো পরীক্ষার ডেট থাকলে তা সংশোধন করা হবে।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস বলেন, পূজার মধ্যে তো কোনোভাবে পরীক্ষা দেয়া উচিত নয়। পূজার কমপক্ষে তিন থেকে চার দিন আগে এবং পূজার তিন থেকে চার দিন পরে পরীক্ষা দেয়া যাবে। সেক্ষেত্রে আমার মতে ৮ অক্টোবরের পর পরীক্ষা দেয়া যাবে না। আবার ১৮ অক্টোবরের আগেও পরীক্ষা দেয়া যাবে না।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী বলেন, পরীক্ষা হবে পূজাও হবে। যে পরীক্ষার্থী, তার মাথায় পরীক্ষা এবং পূজা দুটাই থাকবে। আমি যেটা বলি, পরীক্ষার তারিখটা পূজার তিন দিন পর হলে পরীক্ষার্থী ধর্মীয় নিয়মনীতি পালন করার সুযোগ পাবে। আর যেহেতু পরীক্ষার্থীর অলরেডি দেড় বছর সময় নস্ট হয়েছে, এটাও চিন্তা করতে হবে।
এমএসএম / জামান

জবি ছাত্রদল নেতা খুনে ক্ষোভ, বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও দুই দিনের শোক ঘোষণা

অগ্নি দুর্ঘটনা: শিক্ষক-কর্মচারীদের সতর্ক থাকতে বলল মাউশি

বর্ষা মাহিরের প্রেমের বলি জবি ছাত্রদল নেতা জোবায়েদ

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

'ফিজিক্যালি চ্যালেঞ্জড' শিক্ষার্থীদের বৃত্তি ও উপহার সামগ্রী দিল জবি শিবির

মতামতবিহীন মতবিনিময় সভায় পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যান: সাংবাদিকদের প্রশ্নে বাধা

‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগানে শিক্ষকদের পতাকা মিছিল

শাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলনে গোবিপ্রবি উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন

২০ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: অর্জন, সংকট ও নতুন স্বপ্নে একুশে পদার্পণ

রাকসুর ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে, বাড়ানো হয়েছে পরীক্ষকদের সম্মানী

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ
Link Copied