ঢাকা মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

ড. ইউনূসের ভাষণ আজ: জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণার সম্ভাবনা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৮-২০২৫ রাত ১২:৪৯

ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্ণ হলো ৫ আগস্ট, মঙ্গলবার। এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এই ভাষণে তিনি বহু প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে পারেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, ৫ আগস্ট বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনি ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। একইদিন রাতে তিনি জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন। সরকারের একটি গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে, এই ভাষণে তিনি অন্তর্বর্তী সরকারের এক বছরের কর্মকাণ্ড, জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি এবং চলমান সংস্কার কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরবেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু, এবং রেলপথ—এই তিন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, প্রধান উপদেষ্টা রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং প্রেস উইং থেকে নির্দিষ্ট সময় জানানো হবে।

সরকারের একটি মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করার পর নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণার আহ্বান জানাতে পারেন। সরকারের আরেকটি সূত্র অনুযায়ী, শুরুতে ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ৮ আগস্ট ভাষণ দেওয়ার সিদ্ধান্ত থাকলেও, সরকার গঠনের তারিখকে কেন্দ্র না করে ৫ আগস্টেই ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য সময় উল্লেখ করা হয়েছিল। গতকাল সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ভোটের সম্ভাব্য সময়ের ঘোষণা আসতে পারে এবং ইসি সার্বিক প্রস্তুতি শেষ করে নিচ্ছে। গত ২৬ জুলাই ১৪টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপে প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন যে, শিগগিরই নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে।

ভবিষ্যৎ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। সেনাসদস্যরা ইতোমধ্যে ৫ আগস্ট থেকে মাঠে সক্রিয় হয়েছেন এবং নির্বাচনের সময় প্রায় ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন থাকবে।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরে প্রতিটি জায়গায় চাঁদাবাজি, প্রতিদিন ওঠে দুই-আড়াই কোটি

খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ

চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ

শাহবাগ অবরোধে ৫ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

সংসদ ও গণভোটের তফসিল নিয়ে বৈঠকে ইসি

আগামী নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

এবার ডিএমপির ৫০ থানার ওসি বদলি

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইসির

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে

অতীতের ‘তামাশার নির্বাচন’ থেকে বেরিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা

ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, ভর্তি ৪৯০