ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

বেরোবি ছাত্র উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন


এম কে পুলক আহমেদ, বেরোবি photo এম কে পুলক আহমেদ, বেরোবি
প্রকাশিত: ৭-৮-২০২৫ দুপুর ১২:৫৮

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ ও পরামর্শ দপ্তরের প্রধান প্রফেসর ড. ইলিয়াছ প্রামাণিক পদত্যাগ করেছেন বলে ক্যাম্পাসে গুঞ্জন রয়েছে।
প্রশাসনিক ব্যার্থতা, ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির ব্যাপারে প্রশাসনের উদাসীনতাসহ কয়েকটি ঘটনায় শিক্ষার্থীরা প্রশাসনের নিস্কিয়তাকে দায়ী করে প্রক্টরের পদত্যাগ দাবি করতে শুনা যায়। তবে এরই মধ্য ছাত্র উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করছে।

 সম্প্রতি কয়েকজন সমন্বয়ক তার দপ্তরে শাড়ি ও চুড়ি রাখার ঘটনায় উপাচার্য বরাবর তিনি এ পদত্যাগ জমা দেন বলে জানা গেছে।

সূত্র জানায়, এ ঘটনার পর থেকে ছাত্র কল্যাণ ও পরামর্শ দপ্তরে অফিস করছেন না ড. ইলিয়াছ প্রামাণিক।

জানা যায়, লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে প্রশাসনের নিকট থেকে কার্যকর উদ্যেগ না দেখে বেশ কয়েকজন আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান ও ছাত্র কল্যান ও পরামর্শ দপ্তরের প্রধান ড. ইলিয়াছ প্রামাণিকের কক্ষে শাড়ি ও চুড়ি রেখে প্রতিবাদ জানায়। 

এ ঘটনাকে কেন্দ্র করে ঔ দিন রাতেই উপচার্য বরারর নিজের পদত্যাগ পত্র জমা দেন বলে জানা যায়।

যোগাযোগ করা হলে ড. ইলিয়াছ প্রামাণিক বলেন, ” আমি ছাত্রদের সমস্যায় সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করেছি, ঘটনার আগের রাত্রে দুইটা পর্যন্ত আমি জুলাই আহত শিক্ষার্থী জয় কে নিয়ে সিএমএইচ হাসপাতালে ছিলাম। 
আমার দপ্তর ছাত্রদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে। ক্যাম্পাসের আইনশৃংখলা, রাজনীতি বা অন্য কোন বিষয় আমার দপ্তরের কাজ না। তারপরও তারা কেন এই কাজটি করলো সেটা আমার জানা নেই”।
তিনি আরো বলেন, তিনি উপাচার্য বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন এবং এ ঘটনায় তিনি মর্মাহত।

এমএসএম / এমএসএম

জকসু ও সম্পূরক বৃত্তিসহ জবি শাখা বাগছাসের ৫ দাবি

বেরোবি শিক্ষকের যৌন হয়রানির সত্যতা খুঁজতে ফাঁস হওয়া অডিও ক্লিপ ফরেনসিক ল্যাবে

রাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ভিপি পদে লড়বেন ১৮ প্রার্থী

চাকসু নির্বাচনের প্রথম প্যানেলের মনোনয়ন নিল ছাত্র ইউনিয়ন–ছাত্রফ্রন্টের 'দ্রোহ পর্ষদ'

ইবির সাবেক শিক্ষার্থীর হত্যাকারী তার নিজেরই সন্তান :পুলিশের চাঞ্চল্যকর তথ্য

মনোনয়নপত্র বিতরণ শুরু, ডোপ টেস্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিল

জাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু

জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ, ফলাফলের অপেক্ষা

ড.আব্দুল মুঈদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইবিতে স্মরণসভা

আচরণবিধি 'লঙ্ঘন' করে চলছে রাকসুর প্রচার-প্রচারণা

৫২ঘন্টা পর অনশন ভাঙ্গলেন চবির ৯ শিক্ষার্থী

দুই কেন্দ্রে ভোট গণনা বাকি, সন্ধ্যায় চূড়ান্ত ফলাফল ঘোষণা

রাকসুতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, কাল চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ