গবেষণায় অর্থ বরাদ্দে জবির প্রকল্প প্রস্তাব আহ্বান
২০২১-২২ অর্থবছরে গবেষণায় অর্থ বরাদ্দের জন্য প্রকল্প প্রস্তাব চেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। শনিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. পরিমল বালা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১-২২ অর্থবছরে গবেষণা প্রকল্পে অর্থ বরাদ্দ দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এজন্য আগ্রহী গবেষকদের আগামী ১০ অক্টোবরের মধ্যে ২ সেট প্রকল্প প্রস্তাবনা (এক কপি নামবিহীন) জমা দেয়ার জন্য আহ্বান জানানো হয়। দেশের সামগ্রিক উন্নয়ন ও সরাসরি প্রায়োগিক বিষয়ের সাথে সম্পর্কিত প্রকল্পগুলো অর্থায়নের জন্য বিশেষভাবে বিবচনায় নেয়া হবে এবং যৌথ প্রকল্পগুলোও অগ্রাধিকার দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এরই মধ্যে যারা ২০২০-২১ অর্থবছরের প্রকল্প পেয়ে এখনো প্রতিবেদন জমা দেননি, তারা প্রতিবেদন জমা দেয়াসাপেক্ষে প্রকল্প প্রস্তাব জমা দিতে পারবেন। সেজন্য প্রকল্প প্রস্তাবের প্রোফর্মা সংযুক্ত করে দিতে হবে বলেও জানানো হয়েছে। এছাড়াও প্রোফর্মার সফট কপি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে প্রকল্প প্রস্তাবনার জন্য কিছু নির্দেশনাও দেয়া হয়েছে। এরমধ্যে প্রকল্প প্রস্তাবের সঙ্গে আলাদা পাতায় একটি বাজেট পেশ করতে হবে। একক প্রস্তাবের সর্বোচ্চ বাজেট দুই লাখ টাকা। যৌথ প্রকল্পের ক্ষেত্রে (শুধু বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের জন্য) বাজেট তিন লাখ টাকা পর্যন্ত হতে পারে। সরাসরি প্রায়োগিক বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রকল্পগুলোর বাজেট বাড়ানো হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. পরিমল বালা জানান, একটি বিশ্ববিদ্যালয়ের বড় পরিচয় গবেষণার তার মান। গবেষণার মান ভালো হলে বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়ে। আর গবেষণার মান ভালো করতে হলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, রিচার্স ফ্যাসিলিটি থাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রিচার্স ফ্যাসিলিটি ডেভেলপ করার জন্য যে উদ্যোগ নেয়া হয়েছে, প্রথম কাজ হলো এক্সেলারেট করে সেটাকে ডেভেলপ করা। ইতোমধ্যে গৃহীত উদ্যোগের ব্যাপারে তিনি জানান, সেন্ট্রাল রিচার্স ল্যাবরেটরি তৈরী করার চিন্তাভাবনা চলছে। এটা সময়সাপেক্ষ ব্যাপার। তবে আমরা আশা করছি, আমাদের উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হবে।
এবারের ২০২১-২২ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতের বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫ কোটি টাকা। যা ২০২০-২১ অর্থবছরে ছিলো ২ কোটি টাকা। এর আগে ২০১৮-১৯ অর্থবছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে বরাদ্দ ছিল ১ কোটি ২৫ লাখ টাকা। ২০১৯-২০ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১ কোটি ৭০ লাখ টাকা।
এবারের অর্থবছরে গবেষণায় অর্থ বরাদ্দ বাড়ায় খুশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক। তিনি বলেন, এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে বাজেট ২ কোটি থেকে ৫ কোটি টাকা হয়েছে। গবেষণার ক্ষেত্রে অনেক ম্যাটারিয়ালস কিনতে হয়। আগে অনেক সময় শিক্ষকদের টাকার অভাবে গবেষণায় সমস্যা হত। ফান্ড বাড়লে এ সমস্যা কমবে, কাজের মান বাড়বে। সবাই মিলে কাজ করলে গবেষণার মান বাড়বে।
এমএসএম / জামান
ইবি'র তিন বিভাগে ৩০ আসন বৃদ্ধি
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন