টিকা নিতে এনআইডিবিহীন শিক্ষার্থীদের জন্মনিবন্ধন চেয়েছে জবি

দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দিতে শিক্ষার্থীদের টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছে সরকার। এজন্য ২৭ সেপ্টেম্বরের মধ্যে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশনাও দেয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, সেসব শিক্ষার্থীর করোনার টিকা নিশ্চিতে জন্মনিবন্ধন নম্বর চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিজেদের স্টুডেন্ট পোর্টালে লগইন করে ২১ সেপ্টেম্বরের মধ্যেই নির্ধারিত ফিল্ডে তথ্য ইনপুট দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এসব তথ্য জানা যায়।
এর আগে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বা গবেষণারত ১৮ বা ১৮ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের যাদের জাতীয় পরিচয়পত্র নেই এমন শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে শিক্ষার্থীরা তাদের জন্মনিবন্ধন নম্বর নিজ নিজ স্টুডেন্ট পোর্টালে লগইন করে নির্ধারিত ফিল্ডে আগামী ২১ সেপ্টেম্বর, ২০২১ তারিখের মধ্যে তথ্যাদি ইনপুট দেয়ার জন্য অনুরোধ করা হলো। পরবর্তীতে তাদের জন্মনিবন্ধনের তথ্যাদি স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে www.surokkha.gov.bd ওয়েবসাইটে সংযুক্ত করার পর তাদেরও একই ওয়েবসাইটের (www.surokkha.gov.bd) মাধ্যমে টিকা গ্রহণের নিমিত্তে নিবন্ধন করতে হবে। এছাড়াও যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র আছে তাদের সরাসরি www.surokkha.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে জরুরিভিত্তিতে টিকা গ্রহণের জন্য নিবন্ধন করে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই শিক্ষার্থীদের করোনার টিকা গ্রহণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর এ কার্যক্রমে এগোনো হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৩ জুন প্রথম ধাপে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী এবং এমফিল ও পিএইচডি গবেষকদের করোনা ভাইরাস প্রতিরোধী টিকার আওতায় আনতে প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১০ জুন পর্যন্ত চলা এ রেজিস্ট্রেশনে মোট ৯৪৫৪ জন শিক্ষার্থী আবেদন করেন। পরে দ্রুত টিকা প্রাপ্তির লক্ষ্যে শিক্ষার্থীদের এ তালিকা ইউজিসি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর দ্বিতীয় ধাপে ১৮ আগস্ট থেকে ২৩ আগস্টের মধ্যে শিক্ষার্থীদের এনআইডির তথ্য চায় বিশ্ববিদ্যালয়। তবে তখন সুরক্ষা ওয়েবসাইটে ১৮ বা তদূর্ধ্ব শিক্ষার্থীদের টিকার আবেদন শুরু হওয়ায় এ রেজিস্ট্রেশন প্রক্রিয়ার আর প্রয়োজন পড়েনি।
কিন্তু অনেক শিক্ষার্থীরই এনআইডি না থাকায় টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে না পারায় পরবর্তীতে তাদের বিশেষ ব্যবস্থায় এনআইডি করারও ব্যবস্থা করে দেয়া হয়। ওই প্রক্রিয়া দীর্ঘায়িত বলে সরকারের নির্দেশনায় দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দিতে জন্মনিবন্ধন সনদের মাধ্যমেই টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করে শিক্ষার্থীদের টিকার আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দিতে শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করাই মূল লক্ষ্য।
এমএসএম / জামান

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ
