ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ২৭-৮-২০২৫ দুপুর ১২:০

 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় কেন্দ্রীয় শিক্ষার্থীর সংসদের সংবিধি প্রস্তাব গৃহীত হয়েছে। জকসুতে থাকছে না শিক্ষার্থীদের বয়সের কোনসীমা। বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মিত শিক্ষার্থীরা জকসুতে ভোটার তালিকায় ও প্রার্থী হতে পারবেন। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জকসু নীতিমালা বিষয়ে আয়োজিত বিশেষ সিন্ডিকেট সভায় এ সকল সিদ্ধান্ত পাশ হয়েছে। সভা শেষে গতকাল রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.রেজাউল করিম এসবতথ্য নিশ্চিত করেন। এদিন বিকাল ৫ টা থেকে রাত ৮ টা ৪০ পর্যন্ত সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সিন্ডিকেট সভা শেষে উপাচার্য বলেন, আজকের বিশেষ সিন্ডিকেট সভায় জকসুর সংবিধির প্রস্তাব গৃহীত হয়েছে। আগামী বৃহস্পতিবার বা রবিবারের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে চূড়ান্ত পর্যায়ের কাজ শেষ করে পরবর্তী পর্যায়ে জকসু আইন কররা জন্য পাঠিয়ে দিবো। এরপর সংশ্লিষ্ট মন্ত্রনালয় হয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ হয়ে আসবে। এরপরই আমরা রোডম্যাপ ঘোষণা করবো। উপাচার্য বলেন, খসড়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা আছে সেগুলো পাশ হয়েছে। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ভোটার হওয়ার ক্ষেত্রে চাকরীর বিষয়ে তিনি বলেন, ফুল টাইম চাকরী করে যারা তারা ভোটার হতে পারবে না। এবিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। খণ্ডকালীন চাকরী যারা করে তারা ভোটার হতে পারবে। জকসু খসড়ার সংবিধি বিশ্লেষণে দেখা যায়, জকসুতে থাকছে না বয়সের কোন সময়সীমা। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী ব্যতীত প্রফেশনাল পিএইচডিসহ কোন কোর্সের অধ্যায়নরত শিক্ষার্থীরা জকসুর সদস্য হতে পারবে না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কোন কলেজ বা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভোটার হতে পারবে না। একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন বিশেষ ডিগ্রি বা কোর্সে অধ্যায়নরত কিংবা দেশ বা বিদেশের সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত তারা ভোটার হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে। জকসুর লক্ষ্য ও উদ্দেশ্যকে বলা হয়েছে, ১৯৪৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশভাগ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণআন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থান সহ ঐতিহাসিক চেতনাকে ধারণ ও প্রচার করা এবং স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়বিচার ও জাতীয় ঐক্যের চেতনাকে দূঢ় করা; বিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ইনস্টিটিউট হোস্টেলে শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক ও বুদ্ধি ভিত্তিক সহযোগিতা গড়ে তোলা ;বিশ্ববিদ্যালয় জীবনের একাডেমিক ও অতিরিক্ত একাডেমিক সুযোগ সুবিধা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা ;শিক্ষার্থীদের প্রকৃত নাগরিক হিসেবে গড়ে তোলা এবং তাদের মধ্যে নেতৃত্বের দক্ষতা তৈরি করা ;বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং এর অধিভুক্ত প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক সহযোগিতা করা দেশ-বিদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক স্থাপন করা ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ব্যক্তির স্বাধীনতা ও মুক্ত চিন্তা প্রকাশ ও চর্চা নিশ্চিত করা। জকসুর খসড়া সংবিধিতে দেখা যায়, জকসু হবে ২১ জনের নির্বাহী সদস্যের। এরমধ্যে পদাধিকার বলে উপাচার্য হবেন জকসুর নির্বাহী কমিটির সভাপতি, এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হবেন নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ। বাকি ১৯ পদে নির্বাচন হবে। জকসু সংবিধিতে যুক্ত হয়েছে হল সংসদের বিধি- এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট হলে নাম অনুসারে হল শিক্ষার্থী সংসদের নামকরণ করা হবে। হল সংসদের উদ্দেশ্য বিধিতে কার্যক্রম পরিচালনার জন্য সাত নির্দেশিকা উল্লেখ করা হয়েছে। হলের প্রভুজ পদ অধিকার বলে হল শিক্ষার্থী সংসদের সভাপতি হবেন। হল সংসদের নির্বাহী কমিটির সদস্য হবেন সতেরো জন। এদিন সিন্ডিকেট শেষে বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য বলেন, শিক্ষার্থীদের পক্ষে আছে সকল সিদ্ধান্ত। খুব দ্রুতই জকসু হবে। জকসুর রোডম্যাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আইন পাশের পরেই রোডম্যাপ। আমরা কাজ করছি দ্রুত করার জন্য।

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন