ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

কুবিতে একসঙ্গে ৪০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিস


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২০-৯-২০২১ দুপুর ১:২৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ব বিভাগের চতুর্থ ব্যাচের ৪০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বিভাগটি। আগামী ৭ দিনের মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) বিভাগটির বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মুহাম্মদ সোহরাব উদ্দিন স্বাক্ষরিত এক নোটিসে শিক্ষার্থীদের এসব জানানো হয়।

কারণ দর্শানোর নোটিসে বলা হয়, আপনারা বিভাগীয় ৪র্থ ব্যাচ, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গত পহেলা সেপ্টেম্বর তারিখ ও তৎপরবর্তী সময়ে অনলাইন প্লাটফর্ম, সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে প্রত্নতত্ত্ব বিভাগ ও বিভাগীয় শিক্ষকদের নিয়ে নানা ধরনের কটূক্তি ও বিব্রতকর মন্তব্য করেছেন। এমনকি শিক্ষকের সাথে আপনাদের একাডেমিক ভ্যন্তরীণ যোগাযোগের ভাষা উন্মুক্তভাবে উপস্থাপন এবং স্কিনশট শেয়ার করে বিরূপ মন্তব্য করেছেন। এটি আপনারা করতে পারেন কি-না সে বিষয়ে বিভাগ জানতে চায়।

নোটিসে আরো উল্লেখ করা হয়, বিভাগীয় শিক্ষকরা অবশ্যই শিক্ষার চলমান অচলাবস্থা নিয়ে উদ্বিগ্ন এবং বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিভাগ একাডেমিক বিষয়ে তৎপর। তথাপি আপনাদের এ ধরনের অশোভন আচরণে বিভাগ মর্মাহত। তাছাড়া বিভাগীয় একাডেমিক বিষয় নিয়ে আপনারা বিভাগীয় ছাত্র উপদেষ্টা ও বিভাগীয় প্রধানের সাথে আলোচনা ব্যতীরেকে বিভাগের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ ও সরাসরি উপাচার্য মহোদয়ের শরণাপন্ন হয়েছেন। আপনাদের ও ধরনের আচরণ বিভাগীয় শৃঙ্খলা ও বিশ্ববিদ্যালয়ের আচরণবিধিকে লঙ্ঘণ করেছে।

এ বিষয়ে ব্যাচটির নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে যেহেতু পরীক্ষা গ্রহণের ক্ষমতা বিভাগের হাতে নেই, তাই আমরা সরাসরি উপাচার্য স্যারের কাছে গিয়েছিলাম আমাদের পরীক্ষার দাবিতে৷ আর এসব নিয়েই ফেসবুকে আমরা লেখালেখি করেছিলাম৷ কিন্তু পরবর্তীতে বিভাগের কারণ দর্শানোর এমন নোটিসে আমরা শংকিত, হতবাক।

এ কারণ দর্শানোর নোটিস নিয়ে বিভাগটির বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, ছাত্রদের দাবি-দাওয়া ছাত্ররা করবেই। এটাই স্বাভাবিক। কিন্তু কোনো শিক্ষককে বিব্রত করা যায় না৷ আর কোনো বিষয়ে বিভাগে আলোচনা না করে সরাসরি উপাচার্য স্যারের কাছে গেলে বিভাগে শৃঙ্খলা থাকে না। এসব কারণেই তাদের এ নোটিস দেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বিভাগীয় প্রধানের এমন বক্তব্যে বলেন, এর আগেও সেশনজট নিরসনে আন্দোলন করা হলেও বিভাগের বিভিন্ন শিক্ষক শ্রেণিকক্ষেই বলেছেন, আন্দোলন করতে চাইলে আরো করো। এই বিভাগকে মাঝে মাঝে বিভাগ মনে হয় না, মনে হয় পারিবারিক নিয়োগের কারখানা।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ দীর্ঘদিন ধরেই সেশনজটে বিপর্যস্ত। কারণ দর্শানোর নোটিস পাওয়া ব্যাচটি ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও এরা প্রায় পাঁচ বছরে মাত্র ৪টি সেমিস্টার শেষ করতে পেরেছে৷ রোববার থেকে ব্যাচটির ৫ম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে৷

জামান / জামান

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি

বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা

জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল

ইবিতে 'মানবতা ও ইসলাম' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

দুুুই হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ

ইবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা

জকসু নির্বাচন ছবি যুক্ত ভোটার তালিকার পরিকল্পনা নির্বাচন কমিশনের

ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের সেমিনার

১৬ নভেম্বর এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

ইবিতে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার

জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আরাফাত-নোমান