ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

কুবি কর্মকর্তার স্ত্রী কর্তৃক মেসে ছাত্রীদের হেনস্তার অভিযোগ


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২১ দুপুর ৪:৪৯

‘ইঞ্জিনিয়ার বাড়ি’ নামক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের একটি মেসে মালিকের স্ত্রী কর্তৃক হেনস্তার অভিযোগে প্রক্টর কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ওই মেসে থাকা ছাত্রীরা। অভিযুক্ত নারী পান্না বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল লতিফের স্ত্রী। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পরীক্ষা চলাকালীন সময়ে মানসিক হেনস্তার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মো. কামাল উদ্দিন বরাবর লিখিত অভিযোগ দেন ছাত্রীরা। সেখানে স্বাক্ষর করেন ওই মেসে থাকা ৯ ভুক্তভোগী ছাত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টা থেকে ইঞ্জিনিয়ার বাড়ি মেসের বৈদ্যুতিক লাইন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল লতিফের স্ত্রী পান্না ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখেন, যার প্রতিবাদ জানান ছাত্রীরা। এ ঘটনার জের ধরে অভিযুক্ত পান্না ও তার গৃহকর্মী শিক্ষার্থীদের দিকে মারমুখী হয়ে  ঝাড়ু নিয়ে আসেন। পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও ছাত্রীদের ব্যাপারে অশালীন মন্তব্য করতে থাকেন। পরবর্তীতে ছাত্রীরা আব্দুল লতিফকে ফোন দিলে তিনি দুপুর ১টার দিকে এসে পরিস্থিতি অনুকূলে আনার চেষ্টা করলেও তার স্ত্রী বারবার আক্রমণাত্মকভাবে শিক্ষার্থীদের দিকে তেড়ে আসেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল লতিফ বলেন, দুপক্ষেরই মাথা গরম, তবুও আমি তো ঘটনা মিটমাট করে দিয়ে এসেছি। আমার স্ত্রীকে বলেছি যাতে তিনি শিক্ষার্থীদের বিষয়ে সামনের দিনে কথা না বলেন, ওদের ব্যাপার আমি দেখব।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রীরা প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগের ব্যাপারে প্রক্টর বলেন, আমরা অভিযোগ পেয়েছি। মালিকপক্ষকে ডেকেছি। দুপক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত জানাব।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় কমিশনার ফজল খান বলেন, এরকম ঘটনা অনাকাঙ্ক্ষিত। শিক্ষার্থীরা টাকা দিয়ে থাকে, তাদের সাথে এরকম আচরণ করবে কেন? আমি এ ব্যাপারে লতিফকে ডেকে কথা বলব।

এমএসএম / জামান

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি

বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা

জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল

ইবিতে 'মানবতা ও ইসলাম' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

দুুুই হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ

ইবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা

জকসু নির্বাচন ছবি যুক্ত ভোটার তালিকার পরিকল্পনা নির্বাচন কমিশনের

ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের সেমিনার

১৬ নভেম্বর এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

ইবিতে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার

জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আরাফাত-নোমান