ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

জেএনইউএফসিসিডব্লিউ আইন অনুষদের নেতৃত্বে মুছা-সুমনা


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২২-৯-২০২১ দুপুর ১১:২১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত ফিচার, কলাম ও কন্টেন্ট লেখকদের সংগঠন ও বুদ্ধিবৃত্তিক চর্চার প্লাটফর্ম 'জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার, কলাম অ্যান্ড কন্টেন্ট রাইটার্স'-এর আইন অনুষদের কমিটি প্রদান করা হয়েছে। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মুছা কালিমুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী সুমনা আক্তার। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনের সমন্বয়ক সুবর্ণ আসসাইফ ও ফয়সাল আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
 
কমিটিতে সহ-সভাপতি পদে আছেন- ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আবির হাসান সুজন, জাকির হোসেন, রুবিনা ইয়াসমিন, সুমাইয়া রিতু। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আছেন- আইন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী নিপা রাণী সাহা, আম্মান সিদ্দিক, তানজিলা আক্তার লাকি। সাংগঠনিক সম্পাদক পদে আছেন- ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান, একই ব্যাচের আইন বিভাগের শিক্ষার্থী আল মাহামুদ ও গাজী আল আমিন। 
 
দপ্তর ও প্রচার সম্পাদক পদে আইন বিভাগের ১৫তম ব্যাচের সাদিয়া আফরিন মৌরি, সাহিত্য বিষয়ক সম্পাদক পদে আইন বিভাগের ১৫তম ব্যাচের ইব্রাহিম খলিলুল্লাহ, প্রকাশনা সম্পাদক পদে আইন বিভাগের ১৫তম ব্যাচের মনির হােসেন শান্ত রয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন আইন বিভাগের ১৫তম ব্যাচের আশরাফুল আলম ও সাদীয়া নওশীন এবং ভূমি ব্যবস্থাপনা বিভাগের ১৫তম ব্যাচের আহমেদ আদিল, মােঃ আরব আলি, সুমাইয়া নিশাত।
 
আইন অনুষদের নবনির্বাচিত সভাপতি মুছা কালিমুল্লাহ বলেন, নির্বাচিত সকলকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কথাটার মর্যাদা রাখতে অনন্য কিছু সৃজনশীলতা থাকা প্রত্যেকটা শিক্ষার্থীদের কাছ থেকে দাবি রাখে। তারা তাদের মস্তিষ্কপ্রসূত উচ্চ বুদ্ধি, মেধা ও চিন্তা-ভাবনার দ্বারা জাতিকে আলোর পথে পরিচালিত করবে এটাই আশানুরূপ। আর সেই ক্ষুধার জায়গাটা পূরণ করার লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার,কলাম এন্ড কন্টেন্ট রাইটার্স প্ল্যাটফর্ম। আশা করছি সকলের সক্রিয় সহযোগিতায় আমরা আমাদের সেই লক্ষ্যে পৌঁছাবো ইনশাআল্লাহ। 
 
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুমনা আক্তার বলেন, মুক্তচর্চা ও বুদ্ধিবৃত্তিক চর্চা সভ্যতার বিকাশ ও জাতি গঠনে অপরিসীম ভূমিকা রাখে। যে জাতির বুদ্ধিবৃত্তিক চর্চা যত কম, সে জাতির অর্জনের কোঠা ততটাই শূণ্য। মুক্তচর্চা ও বুদ্ধিবৃত্তিক চর্চার উদ্দেশ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিচার, কলাম ও কন্টেন্ট রাইটার্সের আইন অনুষদের সাংগঠনিক কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। নবগঠিত এই কমিটির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিচার, কলাম ও কন্টেন্ট রাইটার্সের উদ্দেশ্য অর্জনের পথ আরোও অনেকটা সুগম হবে ইনশাআল্লাহ।
 
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিচার, কলাম এবং কন্টেন্ট রাইটার্স প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সৃজনশীল লেখনীর বিকাশ ঘটাতে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যেই সংগঠনটি একটি বিশাল পরিবারে পরিণত হয়েছে। নিয়মিত লেখালেখি, কর্মশালা, প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল লেখনীতে দক্ষ করে তুলছে। প্রতিদিনই জাতীয় পত্রিকা সহ বিভিন্ন সাহিত্য প্লাটফর্মে অসংখ্য লেখা প্রকাশিত হচ্ছে।

এমএসএম / জামান

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ

ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ