বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে জবির ছাত্রী হলের আবেদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনির্মিত ও একমাত্র ছাত্রী হল 'বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল'-এর সিটের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে আগামীকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) থেকেই। অনলাইনে আবেদনের জন্য সমস্ত প্রক্রিয়া শেষ হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়টির আইটি দপ্তর। হল কর্তৃপক্ষ সূত্রেও এমনটাই জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের আইটি দপ্তরের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য দৈনিক সকালের সময়কে বলেন, অনলাইনে হলের আবেদন সংক্রান্ত আমাদের সব কাজ শেষ। আমরা আজকের মধ্যেই প্রভোস্টসহ হল কর্তৃপক্ষের নিকট হ্যান্ডওভার করবো। তারপর তাঁরা একটা ফরমাল নোটিশ দিবে কবে থেকে আবেদন শুরু হবে, কোন লিংকে গিয়ে করতে হবে এই সংক্রান্ত। এটা স্টুডেন্ট পোর্টাল থেকেই করতে হবে শিক্ষার্থীদের। এখন শুধু তাদের বুঝিয়ে দেওয়ার ফরমালিটিটা বাকি আছে।
ছাত্রী হলের হাউজ টিউটর ও আধুনিক ভাষা ইন্সটিটিউটের সহযোগী ড. অধ্যাপক প্রতিভা রানী কর্মকার বলেন, আমি আইটি দপ্তরে আছি। সবকিছু বুঝিয়ে নিচ্ছি। সন্ধ্যার মধ্যেই মোটামুটি আমাদের সব কাজ শেষ হবে। হয়তো আগামীকাল থেকেই ছাত্রীরা অনলাইনে আবেদন করতে পারবে। বাকিটা আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেব।
জানা যায়, হল নির্মাণের প্রথম দফায় মেয়াদ ছিল ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত। কাজ শেষ না হলে বাড়ে দ্বিতীয় মেয়াদ ২০১৩ সালের জুন থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত। এরপর তৃতীয় দফায় মেয়াদ ২০১৬ সালের জুন থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। পরে ২০১৮ সালের জুন থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছিল। হলের কাজ শেষ হওয়ার আগেই গতবছরের ২০ অক্টোবর তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এর উদ্বোধন করে। অতিরিক্ত মেয়াদে এবছরে এসে হলের বাকি কাজ শেষ হয়। গত ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৮৫ তম সিন্ডিকেটে হলের নীতিমালাও পাস করা হয়। হলের ১৩ তলায় ১৫৬ টি কক্ষে মোট ৬২৪ জন ছাত্রীকে সিট বরাদ্দ দেয়া হবে।
এমএসএম / জামান

জবি ছাত্রদল নেতা খুনে ক্ষোভ, বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও দুই দিনের শোক ঘোষণা

অগ্নি দুর্ঘটনা: শিক্ষক-কর্মচারীদের সতর্ক থাকতে বলল মাউশি

বর্ষা মাহিরের প্রেমের বলি জবি ছাত্রদল নেতা জোবায়েদ

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

'ফিজিক্যালি চ্যালেঞ্জড' শিক্ষার্থীদের বৃত্তি ও উপহার সামগ্রী দিল জবি শিবির

মতামতবিহীন মতবিনিময় সভায় পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যান: সাংবাদিকদের প্রশ্নে বাধা

‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগানে শিক্ষকদের পতাকা মিছিল

শাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলনে গোবিপ্রবি উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন

২০ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: অর্জন, সংকট ও নতুন স্বপ্নে একুশে পদার্পণ

রাকসুর ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে, বাড়ানো হয়েছে পরীক্ষকদের সম্মানী

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
