ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

অক্টোবরের প্রথম সপ্তাহেই খুলছে জবির ক্যান্টিন


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২৩-৯-২০২১ দুপুর ৪:১৭

আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই খুলে দেয়া হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়া (ক্যান্টিন)। দৈনিক সকালের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম। ক্যান্টিনে সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকেলের নাস্তার মূল্যসংবলিত একটি তালিকাও প্রকাশ করা হয়েছে বলে তিনি জানান।

অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, যেহেতু অক্টোবরের ৭ তারিখ থেকে সশরীরে পরীক্ষা শুরু হবে। তাই আমরা অক্টোবরের প্রথম সপ্তাহেই ক্যান্টিন খুলে দেব। সেজন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। ইতোমধ্যে মূল্যসহ তিনবেলা খাবারের একটি তালিকাও দিয়ে দিয়েছি। শিক্ষার্থীরা ক্যান্টিন থেকে এবার ভালো সুযোগ-সুবিধা পাবে বলে আশা রাখছি।

বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কয়েকটি খাবারের দাম আগের চেয়ে একটু বাড়ানো হয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, ডিমসহ কিছু দ্রব্যের বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। তাই কয়েকটি খাবারের দাম একটু বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের সুস্বাদু ও ভালোমানের খাবার নিশ্চিতে ছাত্রকল্যাণ দপ্তর বদ্ধপরিকর বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, ক্যান্টিন থেকে যাতে শিক্ষার্থীরা ভালোমানের খাবার খেতে পারে আমরা সে বিষয়ে সর্বোচ্চ নজর রাখব।

তবে শিক্ষার্থীদের খাওয়ার পর বিল না দেয়ার অভ্যাসকে বাদ দেয়ার অনুরোধ করেন তিনি। তিনি বলেন, অনেক শিক্ষার্থীই আগে ফাও খেত, বিল পরিষোধ করত না। এতে সব শিক্ষার্থীকে মানসম্পন্ন খাবার সরবরাহ অনেক কঠিন হয়ে যায়। সবাইকে এই অভ্যাস বাদ দিতে হবে। তাহলে আমরা সকল শিক্ষার্থীর সুবিধার্থে মানসম্পন্ন খাবার নিশ্চিত করতে পারব।

এর আগে গত বছরের মার্চে করোনার কারণে বন্ধ হয়ে যায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান। তার পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার ফলে জবির একমাত্র ক্যাফেটেরিয়াটিও বন্ধ হয়ে যায়। প্রায় দেড় বছরেরও বেশি সময় পর আবারো চিরচেনা রূপে ফিরতে প্রস্তুত বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীদের একমাত্র ক্যাফেটেরিয়াটি। দীর্ঘদিন পর নতুন আঙ্গিকে শিক্ষার্থীদের সর্বোচ্চ সেবার আশ্বাস দিয়েই ক্যান্টিন খুলে দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তর।

এমএসএম / জামান

জবি ছাত্রদল নেতা খুনে ক্ষোভ, বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও দুই দিনের শোক ঘোষণা

অগ্নি দুর্ঘটনা: শিক্ষক-কর্মচারীদের সতর্ক থাকতে বলল মাউশি

বর্ষা মাহিরের প্রেমের বলি জবি ছাত্রদল নেতা জোবায়েদ

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

'ফিজিক্যালি চ্যালেঞ্জড' শিক্ষার্থীদের বৃত্তি ও উপহার সামগ্রী দিল জবি শিবির

মতামতবিহীন মতবিনিময় সভায় পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যান: সাংবাদিকদের প্রশ্নে বাধা

‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগানে শিক্ষকদের পতাকা মিছিল

শাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলনে গোবিপ্রবি উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন

২০ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: অর্জন, সংকট ও নতুন স্বপ্নে একুশে পদার্পণ

রাকসুর ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে, বাড়ানো হয়েছে পরীক্ষকদের সম্মানী

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ