ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

সুতি কাপড় পরার উপকারিতা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১০-২০২৫ সকাল ৯:৩৯

ফ্যাশন, স্টাইল, ট্রেন্ড, বাজেট – সবকিছু মিলিয়ে আমরা প্রতিদিন বিচিত্র ধরণের কাপড়ের পোশাক পরি। আবার কাপড় ধোয়া, শুকানো ও ইস্ত্রি করার ঝামেলা থেকে বাঁচতে সিন্থেটিক কাপড় বেশ জনপ্রিয়। সেই সঙ্গে আছে নানান ডিজাইন ও স্টাইলের আকর্ষণ।
তবে আমাদের আবহাওয়াতে সুতি কাপড়কে আরাম আর ঐতিহ্যে টেক্কা দেওয়া কঠিন। শুধু ঐতিহ্যই না, সুতি কাপড়ের পোশাক পরার আছে নানান উপকারিতা। আজ (৭ অক্টোবর) বিশ্ব তুলা দিবসে চলুন জেনে নেই সুতি সুতার কাপড় কেন পরবেন-
১. প্রাকৃতিক এবং পরিবেশবান্ধব
বিশ্বের বেশিরভাগ কাপড়ের মধ্যে তুলা অন্যতম প্রাকৃতিক উপাদান। আন্তর্জাতিক পরিবেশ গবেষণা সংস্থার মতে, তুলা উৎপাদন ও ব্যবহারে পরিবেশের ক্ষতিকর প্রভাব কম, কারণ এটি বায়োডিগ্রেডেবল বা পচনশীল এবং পুনর্ব্যবহারযোগ্য। তুলা উৎপাদনে কম রাসায়নিকের ব্যবহার করা হয়, যা পরিবেশের জন্য অপেক্ষাকৃত নিরাপদ।
সুতি কাপড় পরার উপকারিতা
২. বাতাস চলাচলে সুবিধা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, সুতি কাপড়ের মূল বৈশিষ্ট্য হলো এর মধ্য দিয়ে বাতাস চলাচলের ক্ষমতা। সুতি কাপড়ের ফাইবারের গঠন এমনভাবে তৈরি যে, এটি তাপ ও ঘামের নিঃসরণ নিয়ন্ত্রণ করে, ফলে শরীরের তাপমাত্রা স্থিতিশীল থাকে। গবেষণায় দেখা গেছে, সুতি পোশাক গরমে ঘাম শোষণ করে দ্রুত শুকিয়ে যায়, যা অস্বস্তি কমায়।
৩. অ্যালার্জি ও ত্বকের জন্য উপকারি
বিশেষজ্ঞদের মতে, তুলার প্রাকৃতিক উপাদান ত্বকের জন্য খুবই নিরাপদ। ডার্মাটোলজিস্টরা বলছেন, তুলা অতি সংবেদনশীল ত্বকের জন্যও উপযুক্ত, কারণ এটি চুলকানি, অ্যালার্জি বা র‍্যাশের ঝুঁকি কমায়। বিশেষ করে, শিশু ও প্রবীণদের জন্য সুতি পোশাক নিরাপদ ও উপকারী।
সুতি কাপড় পরার উপকারিতা
৪. টেকসই ও দীর্ঘস্থায়ী
বিশ্বের অনেক গবেষণা বলছে, যদি সঠিকভাবে যত্ন নেওয়া হয় সুতি পোশাক দীর্ঘস্থায়ী হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ এর তথ্যানুসারে, সুতি কাপড়ের যত্ন নিলে এর মান ও রঙ দীর্ঘদিন ধরে বজায় থাকে। তিাই ফাস্ট ফ্যাশনের যুগে নিজেকে গতানুগতিক ধারার বাইরে রাখতে সুতি কাপড় পরা সঠিক সিদ্ধান্ত।
৫. অর্থনৈতিক ও পরিবেশের জন্য সুবিধাজনক
বিশ্বের বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষণ বলছে, তুলা উৎপাদন ও ব্যবহারে অন্য ফ্যাব্রিকের চেয়ে খরচ কম হয়। একদিকে যেমন তুলার তৈরি সুতি পোশাক সস্তা, অন্যদিকে দীর্ঘস্থায়ী হওয়ায় অর্থনৈতিক সাশ্রয় হয়। পাশাপাশি, প্রাকৃতিক উপাদান হওয়ায় এটি পরিবেশের জন্যও উপকারী।

 

Aminur / Aminur