ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

জবির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে সহকর্মীকে মারধরের অভিযোগ


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২৫-৯-২০২১ দুপুর ২:২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার সাহার বিরুদ্ধে একই দপ্তরের তার দুই সহকর্মী সহকারী প্রকৌশলীকে মারধর করার অভিযোগ উঠেছে। এঘটনায় উভয়পক্ষ প্রধান প্রকৌশলী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দুইটি পৃথক অভিযোগপত্র জমা দিয়েছেন। অভিযোগের  বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দীন পাটোয়ারী এবং রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মাজহারুল ইসলামের নামে বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক পোল মেরামতের জন্য ২৫ হাজার টাকার বরাদ্দ আসে। কিন্তু তাকে কাজ করতে না দিয়েই নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার সাহা নিজের  লোক দিয়ে কাজ করান। ২০ হাজার টাকায় কাজটি সম্পূর্ণ হওয়ার পর তার বিল পরিশোধ করেন মাজহার। কিন্তু এরপর মাজহারের কাছে খরচ না হওয়া বাকি ৫ হাজার টাকা চান অপূর্ব কুমার সাহা। তার অধস্তন মাজহার সে টাকা তাকে না দিয়ে প্রধান প্রকৌশলীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে জমা দেয়ার কথা জানান। 

এরপর গত রোবরার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে দুইজনেই প্রধান প্রকৌশলীর রুমে যান। কিন্তু সেখানে যাওয়ার পর দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি চলাকালে অন্য একটি কাজের জন্য প্রধান প্রকৌশলীর রুমে প্রবেশ করেন আরেক সহকারী প্রকৌশলী গৌতম কুমার সিকদার। কথা-কাটাকাটি চরম পর্যায়ে গেলে একসময় রেগে গিয়ে মাজহারকে মারতে উদ্যত হোন অপূর্ব। সেটা ঠেকাতে এগিয়ে আসেন গৌতম কুমার। চড় ও ঘুষি লাগে গৌতমের গালে। পরে অপূর্ব মাজহারকে আবার মারতে  উদ্যত হলে প্রধান প্রকৌশলী পরিস্থিতি শান্ত করেন।

ঘটনার বিষয়ে সহকারী প্রকৌশলী মাজহারুল ইসলাম বলেন, আমার নামে মেরামত কাজের টাকা আসলেও অপূর্ব স্যার নিজের মানুষ ঠিক করে কাজ করিয়েছেন। আমি শুধু তাদের কাজের বিনিময়ে বিল পরিশোধ করেছি। পরে আমার কাছে তিনি খরচ না হওয়া ৫ হাজার টাকা চান। আমি প্রধান প্রকৌশলীর সাথে কথা বলে বিশ্ববিদ্যালয়ে জমা দিতে চাইলে তিনি আমার ওপর রেগে যান। তিনি অভিযোগ করেন কাজটি অসম্পূর্ণ রয়েছে। আরও কাজ করাতে হবে। কিন্তু কাজটি তার নিজের ঠিক করা মানুষই মানুষ করেছেন। এক পর্যায়ে তিন আমার উপর চড়াও হন এবং মারতে উদ্যত হোন।

ঘটনার সময় উপস্থিত ও মার খাওয়া  সহকারী প্রকৌশলী গৌতম কুমার সাহা বলেন, আমি তাদেরকে ঠেকাতে গিয়ে মার খেলাম। যত যাই হোক একজন সিনিয়র হয়ে জুনিয়র কলিগের গায়ে হাত দিতে পারেন না। এটা তিনি খুবই খারাপ কাজ করেছেন। বিশ্ববিদ্যালয়সহ দেশের আইন রয়েছে। আইন অনুযায়ী আমরা এর বিচার চাই।

এদিকে এর আগেও গত বছরের ১৬ আগস্ট একই দপ্তরের আরেক কর্মচারী টেলিফোন টেকনিশিয়ান রতন ঘোষকে তুচ্ছ ঘটনায় মারধর করেন অপূর্ব কুমার সাহা। ঘটনার পরের দিন রতন ঘোষ বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি আবেদনপত্রও জমা দিয়েছিলেন। সেখানে মারধরের বিষয়ে বলা হয়, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের টেলিফোনে লাইন ঠিক করার জন্য বিটিসিএলের রমনা অফিসে চিঠি দিই। কিন্তু তারা পাননি জানিয়ে অপূর্ব স্যার দপ্তরে সবার সামনে আমকে চড় থাপ্পড় দিয়ে ও ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেন।

মারধর ছাড়াও তাকে হুমকি প্রদান করেন অপূর্ব কুমার সাহা। সে সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রকৌশল দপ্তরের প্রায় সকলের (১০/১২ জন প্রকৌশলী) সাক্ষরসহ বিচার চেয়ে একটি আবেদন পত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট জমা দেন রতন ঘোষ। অভিযোগ জমা দেয়ার পর রতন ঘোষের স্ত্রীকে ফোন করে হুমকি ধামকি দেন অপূর্ব কুমার সাহা। পরে তার ১০ দিন পর রতনের স্ত্রীও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হুমকি ধামকির বিষয়ে অভিযোগ জানান।

এবিষয়ে জানতে চাইলে অপূর্ব কুমার সাহা বলেন, এ বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আপনি চিফ ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করেন। পূর্বে এক কর্মচারীকে মারধরের বিষয়েও জানতে চাইলে তিনি কল কেটে দেন।

তবে বর্তমান ঘটনার বিষয়ে অপূর্ব কুমার সাহা যে অভিযোগপত্র জমা দিয়েছেন সেখানে তিনি সহকারী প্রকৌশলীরা তার সাথে খারাপ আচরণ করেন এবং তার অধীনে কাজ করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন। এছাড়াও সহকারী প্রকৌশলীদের বিরুদ্ধে নানারকম খারাপ ও উত্তেজনাপূর্ণ মন্তব্য করার অভিযোগও করেন অপূর্ব কুমার সাহা।

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, আমার সামনেইকথা কাটাকাটির একপর্যায়ে অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। পরে দুই পক্ষই অভিযোগপত্র দিয়েছে। এর আগেও অপূর্ব কুমার সাহা এমন একটি ঘটনা ঘটিয়েছে বলে আমি অভিযোগ পেয়েছি। আমি বিষয়টি দেখছি। সমস্যাটি সমাধান না হলে দেশের প্রচলিত আইন রয়েছে। সেই অনুযায়ী বিচার হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের কাছে এবিষয়ে জানতে চাইলে  বলেন, রেজিস্ট্রার দপ্তরে একটি অনুলিপি দিয়েছে ঘটনাটি জানার জন্য। প্রকৌশল দপ্তর বিষয়টি দেখছে। আমাদের কাছে সরাসরি অভিযোগ করলে আমরা তদন্ত করে দেখব।

জামান / জামান

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ

ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ