ঢাকা বৃহষ্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

বুয়েটের ধর্ষক শ্রীশান্ত রায়ের বিচারের দাবিতে জাবিতে মানববন্ধন


শহীদুল্লাহ মনসুর, জাবি photo শহীদুল্লাহ মনসুর, জাবি
প্রকাশিত: ২২-১০-২০২৫ দুপুর ৪:২৫

দেশজুড়ে চলমান নারীর প্রতি সহিংসতা ও বুয়েটের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করে যৌন নিপীড়ন বিরোধী সেল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

এসময় জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন,“দেশে নারীর প্রতি সহিংসতার মাত্রা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। ধর্ষণ, খুন ও নির্যাতনের সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের সমাজে ন্যায়বিচারের গভীর সংকটের দিকেই ইঙ্গিত করে। অপরাধীরা যখন বিচারহীনতার সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়ে, তখন তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। বিচারহীনতাই বুয়েটের শিক্ষার্থী শ্রীশান্ত রায়দের মতো স্বঘোষিত ধর্ষক তৈরি করছে।"

তিনি আরও বলেন, "আমরা ইন্টেরিম সরকারকে আহ্বান জানাচ্ছি আপনারা প্রচলিত আইনকে যথেষ্ট শক্তিশালী করুন, দৃশ্যমান বিচার নিশ্চিত করুন। কোনো গোষ্ঠীর প্রভাবে যেন ন্যায় বিচার বাধাগ্রস্ত না হয়।

নারীবাদী সংগঠনগুলোকে উদ্দেশ্য করে বলেন, 'যেসমস্ত সংগঠন মানবাধিকার ও নারী অধিকার নিয়ে কাজ করেন, তাদের প্রতি আমাদের আহ্বান—আপনারা আপনাদের হিপোক্রেসি বন্ধ করুন। আপনারা যেন নির্বাচিত প্রতিবাদ করা বন্ধ করুন। নির্যাতিতের পরিচয়, পোশাক বা ধর্ম নির্বিশেষে সব ঘটনার বিরুদ্ধে এক কণ্ঠে আওয়াজ তুলুন। ন্যায়বিচারের প্রশ্নে আমাদের অবস্থান হতে হবে সর্বজনীন ও নীতিনিষ্ঠ।’

জাকসুর সমাজসেবা সম্পাদক ও শাখা গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক আহসান লাবীব বলেন, “আমরা এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি—যেখানে একজন ছাত্রীকে রেস্টুরেন্টে ধর্ষণ করা হয়, আর তার চিৎকার চাপা দিতে সাউন্ডবক্স চালানো হয়। আমরা দেখেছি আছিয়া নামের একটি শিশুকেও নির্মমভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। কিন্তু এসব নৃশংস ঘটনার আসামিরা সহজেই জামিনে মুক্তি পেয়ে যায়—যা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করছে।"

শাখা গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম সদস্য সচিব জিয়া উদ্দিন আয়ান বলেন, “বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি দীর্ঘদিন ধরেই বিদ্যমান, যার ফলেই প্রতিনিয়ত ধর্ষণ ও নারী নির্যাতনের মতো নৃশংস ঘটনা ঘটছে। গত বছরের তুলনায় এবছর এ ধরনের অপরাধের সংখ্যা বহুগুণে বেড়েছে—যা আইনশৃঙ্খলার অবনতির সরাসরি প্রতিফলন।

তিনি আরও বলেন, ‘বর্তমান ইন্টারিম সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই—আপনাদের গদিতে বসানোর জন্য গণঅভ্যুত্থান হয়নি; সেই গণঅভ্যুত্থান হয়েছিল এই দেশের বিচারব্যবস্থা ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য। যদি সেই প্রতিশ্রুতি পূরণ না হয়, তবে জনগণ আবারও রাস্তায় নামবে।’”

এমএসএম / এমএসএম

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতির ওপর ছাত্রদলের হামলা

বুয়েটের ধর্ষক শ্রীশান্ত রায়ের বিচারের দাবিতে জাবিতে মানববন্ধন

সব লোকে কয় কী জাত সংসারে: গবিতে লালনের স্মরণোৎসব

বিশ্ব ডিম দিবসে বাকৃবিতে ১০ হাজার ডিম বিতরণ

আলোর মেলা গণ বিশ্ববিদ্যালয়ে: দীপাবলির রাতে প্রদীপের গল্প

২৫ সেপ্টেম্বর থেকে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে বর্ষা-মাহির

জবি ছাত্রদল নেতা খুনে ক্ষোভ, বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও দুই দিনের শোক ঘোষণা

অগ্নি দুর্ঘটনা: শিক্ষক-কর্মচারীদের সতর্ক থাকতে বলল মাউশি

বর্ষা মাহিরের প্রেমের বলি জবি ছাত্রদল নেতা জোবায়েদ

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

'ফিজিক্যালি চ্যালেঞ্জড' শিক্ষার্থীদের বৃত্তি ও উপহার সামগ্রী দিল জবি শিবির

মতামতবিহীন মতবিনিময় সভায় পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যান: সাংবাদিকদের প্রশ্নে বাধা

‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগানে শিক্ষকদের পতাকা মিছিল