ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল


শহীদুল্লাহ মনসুর, জাবি photo শহীদুল্লাহ মনসুর, জাবি
প্রকাশিত: ১৮-১১-২০২৫ বিকাল ৫:৪৯

গণহত্যাকারী শেখ হাসিনাকে দেওয়া ফাঁসির ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবির ক্যাম্পাসে একটি আনন্দ মিছিল করেছে। ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকারের পতনের পর এটি জাবি ক্যাম্পাসে ছাত্রশিবিরের প্রথম প্রকাশ্য মিছিল। উল্লেখ্য, দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে জাবি ক্যাম্পাসে কোনো প্রকাশ্য মিছিল করতে পারেনি ছাত্রশিবির।

সোমবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের মহুয়া চত্বর থেকে মিছিলটি শুরু হয় এবং বটতলায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় শাখা শিবিরের প্ল্যানিং ও ডেভেলপমেন্ট সম্পাদক এবং জাকসুর পরিবেশ ও প্রকৃতি সম্পাদক সাফায়েত মীর তাঁর বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন ও ইসলামী ছাত্রশিবির বারবার নিপীড়নের শিকার হলেও কখনোই দমে যায়নি। তিনি দাবি করেন, শিবির গোপনে ও প্রকাশ্যে শিক্ষার্থীদের জন্য কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। তিনি বর্তমান ও পরবর্তী সরকারকে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর ফাঁসি কার্যকর করার জন্য কাজ করার আহ্বান জানান।

শাখা দপ্তর ও প্রচার সম্পাদক এবং জাকসু জিএস মাজহারুল ইসলাম বলেন, গত সতেরো বছর ধরে আওয়ামী লীগ দেশে জুলুমতন্ত্র কায়েম করেছিল। তিনি পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে জুডিশিয়াল কিলিংসহ অসংখ্য গুম-খুনের নজির গড়ার জন্য স্বৈরাচারী শেখ হাসিনাকে দায়ী করেন। নানা মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশপ্রেমিক জনতা অবশেষে তাদের পতনে বাধ্য করেছে। তিনি আরও দাবি করেন, জাবিতে দীর্ঘ ৩৫ বছর ধরে সংগঠনের কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছিল এবং এই সময়ে একাধিক নেতা–কর্মী নির্যাতনের শিকার হন।

সমাপনী বক্তব্যে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুস্তাফিজুর রহমান বলেন, ফ্যাসিবাদী শাসন ধ্বংস হওয়ায় ছাত্রসমাজ আশার নতুন আলো দেখছে। তিনি ঘোষণা করেন, খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি

বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা

জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল

ইবিতে 'মানবতা ও ইসলাম' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

দুুুই হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ

ইবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা