ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
৪৭তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস (২২ নভেম্বর ২০২৫) যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা কর্মসূচি গ্রহণ করেছেন।
দিবসটি উপলক্ষে ২২ নভেম্বর শনিবার সকাল ১০.৪৫টায় নিধার্রিত ব্যানারসহ সকল বিভাগ, অফিস, ইনস্টিটিউট, হলসমূহ ও ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত থাকবেন।
সকাল ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে। জাতীয় পতাকা উত্তোলন করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী। এসময় উপস্থিত থাকবেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক এবং বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আলীনূর রহমান। সকাল ১০.৩০টায় হলসমূহে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করবেন স্ব-স্ব হলের প্রভোস্টগণ। পতাকা উত্তোলন শেষে হলের ছাত্র-ছাত্রীরা ব্যানারসহ অনুষ্ঠানস্থলে যোগদান করবেন।
পতাকা উত্তোলন শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক এবং বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আলীনূর রহমান শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ৪৭ তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করবেন। এসময়ে উপস্থিত থাকবেন সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দসহ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষাথর্ীবৃন্দ।
কর্মসূচির উদ্বোধন শেষে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা অনুষ্ঠিত হবে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক এবং বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক, ডিনগণ এবং সকল বিভাগীয় সভাপতি, হলসমূহের প্রভোস্ট ও হাউজ-টিউটরগণ, বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রীবৃন্দসহ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
কর্মসূচি উদ্বোধন, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা অনুষ্ঠান শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ-এর নেতৃত্বে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক এবং বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক, ডিন মহোদয়গণ এবং সকল বিভাগীয় সভাপতি, হলসমূহের প্রভোস্ট ও হাউজ-টিউটরগণ, বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দসহ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষাথর্ীবৃন্দের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হবে। এ সময় সকল বিভাগ, অফিস, হলসমূহ ও ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ তঁাদের নিজস্ব ব্যানার এবং রোভার স্কাউট গ্রুপ বাদ্যযন্ত্র নিয়ে র্যালিতে অংশগ্রহণ করবে। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তি প্রস্তর চত্বরে এসে শেষ হবে।
আনন্দ র্যালি শেষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
৪৭তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত থাকবেন। স্বাগত বক্তব্য দিবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক। সভাপতিত্ব করবেন ৪৭তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন কমিটি-২০২৫ এর আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আলীনূর রহমান।
বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পরে, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইরানি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
দিবসটি উপলক্ষে মেইন গেট, প্রশাসন ভবন, ভিসি বাংলো, ভিত্তিপ্রস্তর ও ডায়না চত্বর ২১, ২২ ও ২৩ নভেম্বর (৩ দিন) আলোকসজ্জিত করা হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান-প্রধান সড়কে আলপনা অঙ্কন ও রঙিন পতাকা দ্বারা সজ্জিত করা হবে।
৪৭তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী এবং ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সম্মানিত শিক্ষক-শিক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা