ঢাকা বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

লুকিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-১২-২০২৫ দুপুর ১১:৭

দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুকে ঘিরে আবারও তীব্র আলোচনার ঝড়। ভারতীয় গণমাধ্যমের দাবি- অভিনেত্রী নাকি দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন, তাও আবার পুরোপুরি আড়ালে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে কোয়েম্বাটুরের লিঙ্গ ভৈরবী মন্দিরে হিন্দু রীতিতে তার এবং বলিউড পরিচালক রাজ নিদিমরুর বিবাহ সম্পন্ন হয়েছে। এমন খবরে সরগরম সোশ্যাল মিডিয়া। তবে এখনো পর্যন্ত দুই তারকার কেউই কিছু আনুষ্ঠানিকভাবে জানায়নি, নেই কোনো বিয়ের ছবি- তাই গোপন বিয়ের জল্পনাই জোরালো হচ্ছে। ২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন সামান্থা। মানসিকভাবে ভেঙে পড়া সেই সময়টায় ভক্তরাও চেয়েছিলেন তিনি যেন নতুন করে পথচলা শুরু করেন। সেই পথেই বলিউড নির্মাতা রাজ নিদিমরুর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা গেছে- কখনও তিরুপতির মন্দিরে, কখনও বিমানে পাশাপাশি, যা প্রেমের খবরকে আরও দৃঢ় করেছে। শোনা যায়, কিছুদিন ধরেই তারা লিভ-ইন অবস্থায় ছিলেন। এবার সেই সম্পর্কই নাকি পরিণতি পেয়েছে বিয়েতে।
খবরে আরও বলা হয়েছে, মাত্র ৩০ জন ঘনিষ্ঠ লোকজনকে নিয়ে অত্যন্ত সীমিত পরিসরে আয়োজন করা হয়েছিল বিয়ের অনুষ্ঠান। সামান্থা নাকি পরেছিলেন লাল শাড়ি, আর রাজ ছিলেন দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকে।
যে লিঙ্গ ভৈরবী মন্দিরে আনুষ্ঠানিকতা হয়েছে, সেটি সদগুরু প্রতিষ্ঠিত ঈশা ফাউন্ডেশনের ভেতরে অবস্থিত। বিচ্ছেদের পর থেকেই সামান্থার ওই প্রতিষ্ঠানে যাতায়াত বাড়ে- আর সেখানেই জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করার ব্যাপারটি ভক্তদের কাছে বেশ তাৎপর্যপূর্ণ মনে হয়েছে।
নাগা চৈতন্য গত বছর ডিসেম্বরে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করার পর থেকেই সামান্থা-রাজ সম্পর্ক নিয়ে কানাঘুষা আরও তীব্র হয়। এরপর একাধিকবার রাজের সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ্যে আনেন সামান্থা- যা ভক্তদের চোখে অনেকটাই কনফার্মেশন ছিল।

Aminur / Aminur

ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি

কাজ ছাড়া কিছু বুঝি না : মাধুরী দীক্ষিত

লুকিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা!

তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?

ছিনতাইয়ের শিকার রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন

সিনেমায় নেই, তবুও কোটি কোটি আয় এই নায়িকার!

অনন্যার রোদে পোড়া ছবি প্রকাশ সুহানার— কেন হঠাৎ এমন পোস্ট?

‘আমার সন্তানদের রেহাই দিন’

এআই নায়িকা টিলি নরউডকে নিয়ে হলিউডে আতঙ্ক কেন?

বেড়াতে গিয়েছিলেন নায়িকা, সুযোগে বিয়ে করে নিলেন প্রবাসী!

বিয়ে বাড়িতে গেয়ে কত নিলেন জেনিফার লোপেজ?

তারকারা হঠাৎ হাতে-গালে সংখ্যা লিখছেন কেন?

বিয়ের আগেই স্মৃতির ‘ঘর ভাঙা’ ভাইরাল চ্যাটের স্ক্রিনশট নিয়ে যা জানা গেল