মিডিয়াকে স্বাগত জানাল আজারবাইজান, আড়ালে বাংলাদেশ
বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়া কাপ টুর্নামেন্টর প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ঢাকায় ত্রিদেশীয় সিরিজ খেলছে। আগামীকাল সন্ধ্যা সাতটায় জাতীয় স্টেডিয়ামে ইউরোপের দল আজারবাইজানের মুখোমুখি হবে।
বাংলাদেশ অ-১৭ নারী ফুটবল দল সাফ অ-১৭ টুর্নামেন্টে রাশিয়ার বিপক্ষে খেলেছিল। সিনিয়র জাতীয় দল কখনো ইউরোপের দলের সঙ্গে খেলার সুযোগ পায়নি। তাই আগামীকালের ম্যাচটি বাংলাদেশের নারী ফুটবলের জন্য বিশেষই। কিন্তু ম্যাচের আগের দিন বাংলাদেশ নারী ফুটবল দলের হেড কোচ কিংবা কোনো খেলোয়াড়ের সঙ্গে কথা বলার সুযোগ পায়নি মিডিয়া। ফেডারেশনও কোচ-ফুটবলারদের আগামীকালের ম্যাচের বার্তা মিডিয়ায় সরবারহ করেনি।
বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো ইউরোপের দলের সঙ্গে খেলবে। এই ম্যাচ নিয়ে ফুটবলাঙ্গনে আগ্রহ অনেক। আন্তর্জাতিক ম্যাচের আগের দিন সাধারণত মিডিয়া অনুশীলনে প্রথম পনেরো মিনিটের প্রবেশাধিকার থাকে। বাংলাদেশ আজ ভোর ছয়টা থেকে সাতটায় অনুশীলন করার পর বাফুফে দুপুরের দিকে জানায় অনুশীলন শেষ। ভোরের অনুশীলনের ছবি দিয়েছে রাতে। ফেডারেশন কর্তারা প্রচার-প্রসারের অনুরোধ করে মিডিয়ার কাছে অথচ মিডিয়ার প্রাপ্য সুযোগই অনেক সময় প্রদান করে না।
স্বাগতিক বাংলাদেশ দল মিডিয়ার মুখোমুখি না হলেও ইউরোপের দল আজারবাইজান অবশ্য মিডিয়াকে সময় দিয়েছে। আজারবাইজানের কোচ প্রথমে মিডিয়াকে ধন্যবাদ দিয়ে বলেন, 'আমি আপনাদের সকলকে স্বাগত জানাতে চাই। এই মিডিয়া কার্যক্রমে উপস্থিত থাকার জন্য অনেক ধন্যবাদ।' বাংলাদেশ নিয়ে তিনি বলেন, 'আমি মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যেকার ম্যাচটি দেখেছি, এবং এটা আমার ব্যক্তিগত মতামত যে, আমি মনে করি বাংলাদেশ তাদের পারফরম্যান্স ও খেলা দিয়ে ওই ম্যাচে আরও বেশি সম্ভাবনাময় ছিল। আমি মনে করি, যদি বাংলাদেশ দল তাদের শেষ ম্যাচের সময় পাওয়া সমস্ত সুযোগ ব্যবহার করতে পারত, তবে তারা ম্যাচের স্কোর পরিবর্তন করতে পারত এবং জিততে পারত।'
স্বাগতিক বাংলাদেশের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়ে তিনি বলেন, 'বাংলাদেশের ম্যাচের বিষয়ে বলতে গেলে, আমাদের যদি বলতে হয়, আমরা তাদের খেলার পরিকল্পনা, দলগত ঐক্য, শক্তিশালী দিক এবং দুর্বল দিকগুলো জানি। আমরা জানি যে, তাদের শক্তিশালী দিক হলো তারা আক্রমণে যাওয়ার সময় ভালো কাজ করে এবং তাদের দ্রুত গতির খেলোয়াড় আছে।'
বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ০-১ গোলে মালয়েশিয়ার বিপক্ষে হেরেছে। পরের ম্যাচেও মালয়েশিয়া হেরেছে দ্বিগুণ ব্যবধানে আজারবাইজানের বিপক্ষে। আগামীকাল বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচ আজারবাইজানের বিপক্ষে।
Aminur / Aminur
টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা
চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
২ লাল কার্ড ও গোলরক্ষকের গোল, বিধ্বস্ত হয়ে প্লে-অফে অবনতি রিয়ালের
থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা বাংলাদেশের
অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়
সাবেক শিষ্য ও ক্লাবের বিপক্ষে বাঁচামরার ম্যাচে নামছেন মরিনিয়ো
লজ্জার রেকর্ডে সালাহ, ২০১২ সালের দুঃস্বপ্নে লিভারপুল
পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার
‘ইয়ামাল অন্য গ্যালাক্সির খেলোয়াড়’
সামনে ম্যানইউর আরও বড় পরীক্ষা- কোচের সতর্কবার্তা
জোকোভিচের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা
নাক দিয়ে রক্ত ঝরার পর মেদভেদেভকে উড়িয়ে দিলেন টিয়েন