রাতের আঁধারে জবির খেলার মাঠে ডিএসসিসির খননকাজ

পুরান ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত ধূপখোলা মাঠ নামে পরিচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ও কেন্দ্রীয় খেলার মাঠে রাতের আঁধারে খননকাজ চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ নিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরেজমিন দেখা যায়, রাতের আঁধারে বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলার মাঠটির এক পাশের দেয়াল তুলে দিয়ে খুঁড়ে রাখা হয়েছে গর্ত। সাংবাদিক পরিচয়ে তেতরে প্রবেশ করতে চাইলে প্রবেশে বাঁধা দেয়া হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পুরান ঢাকায় অবস্থিত ধূপখোলা মাঠটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯৮২ সাল থেকে ব্যবহার করে আসছে। ১৯৮৪ সালে রাষ্ট্রপতি হোসেইন মোহাম্মদ এরশাদ শিক্ষার্থীদের খেলার কোনো মাঠ না থাকায় ৭ একর জমির উপর অবস্থিত ধূপখোলা মাঠটি তিন ভাগে ভাগ করেন। এক ভাগ তৎকালীন সরকারি জগন্নাথ কলেজকে ব্যবহারের মৌখিক অনুমতি দেন। আর একটি অংশ ‘ইস্ট এন্ড খেলার মাঠ’ নামে একটি ক্লাবের কর্তৃত্বে রয়েছে। অপর অংশটি রাখা হয় জনসাধারণ খেলার জন্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৬ হাজার শিক্ষার্থীদের জন্য এটাই একমাত্র খেলার মাঠ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় শিশুকিশোররাও এই মাঠে নিয়মিত খেলাধুলা করে। এটি বিশ্ববিদ্যালয় থেকে দুই কিলোমিটার দূরে হলেও প্রতিবছর খেলাধুলা বিষয়ক বিভিন্ন আয়োজন এই মাঠেই করে থাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতবছর বিশ্ববিদ্যালয়ের একমাত্র সমাবর্তনও এই মাঠেই অনুষ্ঠিত হয়েছিল।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, ধূপখোলা মাঠটি একটি মেগা প্রজেক্টের মধ্যে রয়েছে। মাঠটিতে নির্মাণ করা হবে একটি বহুতল মার্কেট, পাশে একটি খেলার মাঠ, হাঁটার জন্য রাস্তা, ক্যাফেটেরিয়া ও পার্কিং লট। এদিকে ডিএসসিসির এই প্রজেক্টের কারণে একমাত্র খেলার মাঠ বেহাত হওয়ার ক্ষুব্ধ জবির সাবেক- ও বর্তমান শিক্ষার্থীরা। খেলার মাঠে মার্কেট নির্মাণের কারণে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসীও। এর আগে মাঠ রক্ষায় কয়েক দফা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। সাথে যোগ দিয়েছিলেন এলাকাবাসীও।
ধূপখোলা মাঠের আশপাশের মেস বাসায় থাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, রোববার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ধূপখোলা মাঠের জবি অংশে সীমানাপ্রাচীর তুলে ফেলে মাঠের সংস্কারের দায়িত্বে থাকা ডিএসসিসির ঠিকাদার প্রতিষ্ঠান। দিনের বেলায় কাজ বন্ধ রাখলেও রাতের আঁধারে খনন কাজ করেন তারা।
ডিএসসিসির সহকারী প্রকৌশলী ও প্রকল্পের দায়িত্বে থাকা হরিদাস বলেন, এখানে মাঠের উন্নয়নের কাজ হবে। তাই আমরা কাজ শুরু করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, এটা সিটি করপোরেশনের মাঠ। তাই আমরা কাজ করছি।
বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্যের দায়িত্বে থাকা ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ সকালের সময়কে বলেন, আমরা কিছুদিন আগেই ডিএসসিসির মেয়রের সঙ্গে দেখা করে বিষয়টি জানিয়েছি। এরপরও তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়ে রাতের আঁধারে সীমানা প্রাচীর সরিয়েছে। আমরা আবার মেয়রের দৃষ্টি আকর্ষণ করে চিঠি পাঠাচ্ছি। ইতোমধ্যে গেন্ডারিয়া থানায় আমরা জিডি করেছি। উপাচার্য মহোদয় দেশে ফেরার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলার মাঠটিকে দখল করে মার্কেটসহ বাণিজ্যক স্থাপনা নির্মাণ প্রকল্প শুরু করায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ডিএসসিসির এমন প্রকল্পকে তারা ধীক্কার জানিয়েছেন। অনতিবিলম্বে উন্নয়ন প্রকল্পের নামে খেলার মাঠ দখলের এসব কারসাজি বন্ধের আহ্বান জানান তারা।
এমএসএম / জামান

অগ্নি দুর্ঘটনা: শিক্ষক-কর্মচারীদের সতর্ক থাকতে বলল মাউশি

বর্ষা মাহিরের প্রেমের বলি জবি ছাত্রদল নেতা জোবায়েদ

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

'ফিজিক্যালি চ্যালেঞ্জড' শিক্ষার্থীদের বৃত্তি ও উপহার সামগ্রী দিল জবি শিবির

মতামতবিহীন মতবিনিময় সভায় পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যান: সাংবাদিকদের প্রশ্নে বাধা

‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগানে শিক্ষকদের পতাকা মিছিল

শাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলনে গোবিপ্রবি উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন

২০ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: অর্জন, সংকট ও নতুন স্বপ্নে একুশে পদার্পণ

রাকসুর ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে, বাড়ানো হয়েছে পরীক্ষকদের সম্মানী

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

অপেক্ষার অবসান ১২ লাখ শিক্ষার্থীর, সকাল ১০টায় এইচএসসির ফল
Link Copied